Ajker Patrika

কুড়িয়ে পাওয়া সাড়ে ১৬ লাখ টাকার চেক ফেরত দিলেন মোটরসাইকেল মেকানিক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
কুড়িয়ে পাওয়া সাড়ে ১৬ লাখ টাকার চেক ফেরত দিলেন মোটরসাইকেল মেকানিক

দিনাজপুরের ফুলবাড়ীতে ১৬ লাখ ৫৯ হাজার ৫০০ টাকার চেক রাস্তায় কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন মো. আসলাম খান নামে এক মোটরসাইকেল মেকানিক। আজ সোমবার সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. রিয়াজ উদ্দিনের কাছে এই চেক হস্তান্তর করেন।

আসলাম খান পৌর এলাকার খালাশিপাড়া গ্রামের হায়দার খানের ছেলে মো. আসলাম খান। তিনি পেশায় একজন মোটরসাইকেল মেকানিক। 

জানা গেছে, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের সিএ-কাম-উচ্চমান সহকারী মো. আসাদুজ্জামান সাতটি ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যদের সন্মানির টাকা বাবদ দিনাজপুর ডিসি অফিস থেকে দেওয়া ১৬ লাখ ৫৯ হাজার ৫০০ টাকার চেক একটি নিয়ে মোটরসাইকেলযোগে আজ সোমবার সকালে উপজেলায় আসার পথে পৌর শহরের নিমতলা মোড় নামক স্থানে চেকটি শার্টের পকেট থেকে পড়ে যায়। খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। চেকটি রাস্তায় কুড়িয়ে পেয়ে মো. আসলাম খান নিজে উপজেলা পরিষদে এসে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজারের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. রিয়াজ উদ্দিনের কাছে হস্তান্তর করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নিরু ছামছুন্নাহারসহ ইউপি চেয়ারম্যানগণ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড, নতুন মার্কিন নিয়ম

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান, যা থাকছে সফরসূচিতে

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ, আটলান্টিকে তেলের ট্যাংকার পাহারা দেবে রাশিয়ার যুদ্ধজাহাজ

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত