নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৫ ও ১৬ মার্চ হওয়ার কথা রয়েছে। তবে এই নির্বাচন স্থগিত ঘোষণা করেছে আইনজীবীদের একাংশ। সুপ্রিম কোর্টের ১ নম্বর হলরুমে ‘সুপ্রিম কোর্ট বারের সদস্যবৃন্দ’-এই ব্যানারে সাধারণ সভা ডেকে আজ বুধবার নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
সেই সঙ্গে অবৈধ ঘোষণা করা হয় নির্বাচনের সাব কমিটিও। এ ছাড়া ভোটার তালিকা সংশোধন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে ৯ সদস্যের কমিটিও ঘোষণা করা হয়েছে ওই সভায়।
এদিকে বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘নির্বাচন যথা সময়েই হবে। আইনজীবীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। আর নির্বাচন স্থগিতে আইনজীবীদের একাংশের সিদ্ধান্ত আইনসিদ্ধ নয়।’
আইনজীবীদের একাংশের করা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বারের সাবেক সভাপতি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদকে। এতে সদস্য করা হয়েছে—সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন, সাবেক সহসভাপতি সুব্রত চৌধুরী, সাবেক সহসভাপতি এ. কে. এম. জগলুল হায়দার আফ্রিক, সাবেক সহসভাপতি খালেদ আহমেদ, সাবেক সহসভাপতি ড. রফিকুল ইসলাম মেহেদী, কে এম জাবির, শামীম আহসান হাবীব এবং ব্যারিস্টার এম সারোয়ার হোসেনকে।
১ নম্বর হলরুমে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী ও বারের সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর উল-ইসলাম, সুব্রত চৌধুরী, তৈমুর আলম খন্দকার, গিয়াস উদ্দিন, এ. কে. এম. জগলুল হায়দার আফ্রিক, সৈয়দ মামুন মাহবুব প্রমুখ। এ সময় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৫ ও ১৬ মার্চ হওয়ার কথা রয়েছে। তবে এই নির্বাচন স্থগিত ঘোষণা করেছে আইনজীবীদের একাংশ। সুপ্রিম কোর্টের ১ নম্বর হলরুমে ‘সুপ্রিম কোর্ট বারের সদস্যবৃন্দ’-এই ব্যানারে সাধারণ সভা ডেকে আজ বুধবার নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
সেই সঙ্গে অবৈধ ঘোষণা করা হয় নির্বাচনের সাব কমিটিও। এ ছাড়া ভোটার তালিকা সংশোধন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে ৯ সদস্যের কমিটিও ঘোষণা করা হয়েছে ওই সভায়।
এদিকে বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘নির্বাচন যথা সময়েই হবে। আইনজীবীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। আর নির্বাচন স্থগিতে আইনজীবীদের একাংশের সিদ্ধান্ত আইনসিদ্ধ নয়।’
আইনজীবীদের একাংশের করা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বারের সাবেক সভাপতি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদকে। এতে সদস্য করা হয়েছে—সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন, সাবেক সহসভাপতি সুব্রত চৌধুরী, সাবেক সহসভাপতি এ. কে. এম. জগলুল হায়দার আফ্রিক, সাবেক সহসভাপতি খালেদ আহমেদ, সাবেক সহসভাপতি ড. রফিকুল ইসলাম মেহেদী, কে এম জাবির, শামীম আহসান হাবীব এবং ব্যারিস্টার এম সারোয়ার হোসেনকে।
১ নম্বর হলরুমে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী ও বারের সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর উল-ইসলাম, সুব্রত চৌধুরী, তৈমুর আলম খন্দকার, গিয়াস উদ্দিন, এ. কে. এম. জগলুল হায়দার আফ্রিক, সৈয়দ মামুন মাহবুব প্রমুখ। এ সময় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে বগুড়ার ধুনটে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।
১৪ মিনিট আগে
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। কিন্তু এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বেলালকে সম্প্রতি মনোনীত করা হয়েছে। আর তাই ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
২৭ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের অন্তত ৪৫০টি বসতঘর, লার্নিং সেন্টার, মসজিদ, মক্তবসহ অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে