নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমেরিকার নিউইয়র্কের ব্রুকলিনে ট্রেনে কাটা পড়ে বাংলাদেশি এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত নয়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ধাক্কা দিয়ে পাতালরেলের লাইনে ফেলে দেয় বলে জানা গেছে।
নিহত ছাত্রীর নাম জিনাত হোসেন (২৪)। তিনি স্থানীয় হান্টার কলেজের ছাত্রী ছিলেন। ২০১৫ সালে বাবা আমির হোসেন ও মা জেসমিন হোসেন হিরাসহ নিউইয়র্কে যান। থাকতেন ব্রুকলিনের এইটথ অ্যাভিনিউয়ে।নিউইয়র্ক পুলিশের বরাতে নিহতের পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা বলেছেন, পুলিশ মনে করছে জিনাতকে ইউটিকা স্টেশনে যারা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তারা ছিনতাইকারী। তারা জিনাতের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় ছিটকে পড়ে ট্রেন লাইনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
জিনাত নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হকের শ্যালিকার মেয়ে। তিনি বলেন, পুলিশ বলছে ইউটিকা স্টেশন থেকে জিনাতের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু কেন কীভাবে সে ম্যানহাটন থেকে ইউটিকা স্টেশনে গেল, তা বোঝা যাচ্ছে না। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত তদন্ত চলছিল। তদন্ত শেষে মরদেহ হস্তান্তর বিষয়ে ব্রুকলিনে নিউইয়র্ক পুলিশের সঙ্গে নিহতের পরিবার ও বাংলাদেশি কমিউনিটির কয়েক নেতার বৈঠক চলছিল।
জিনাতের বাবা আমির হোসেনের ঢাকার ঠাটারিবাজারে ওষুধের ব্যবসা ছিল। তাঁদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জগতপুর গ্রামে। জিনাত তাঁর একমাত্র মেয়ে। আর একমাত্র ছেলে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।
নিউইয়র্কপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক মাহফুজ রহমান আজকের পত্রিকাকে বলেন, জিনাতের মৃত্যুর খবরে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটির সদস্যদের কেউ কেউ মনে করছেন, যারা জিনাতকে ধাক্কা দিয়েছে, তারা সম্ভবত তাঁর সহপাঠী।
মাহফুজ বলেন, বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা ও ব্রুকলিনে গত কয়েক মাসে পাতালরেলে অপরাধ বেড়েছে। এসব এলাকায় গোলাগুলি হচ্ছে অহরহ।

আমেরিকার নিউইয়র্কের ব্রুকলিনে ট্রেনে কাটা পড়ে বাংলাদেশি এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত নয়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ধাক্কা দিয়ে পাতালরেলের লাইনে ফেলে দেয় বলে জানা গেছে।
নিহত ছাত্রীর নাম জিনাত হোসেন (২৪)। তিনি স্থানীয় হান্টার কলেজের ছাত্রী ছিলেন। ২০১৫ সালে বাবা আমির হোসেন ও মা জেসমিন হোসেন হিরাসহ নিউইয়র্কে যান। থাকতেন ব্রুকলিনের এইটথ অ্যাভিনিউয়ে।নিউইয়র্ক পুলিশের বরাতে নিহতের পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা বলেছেন, পুলিশ মনে করছে জিনাতকে ইউটিকা স্টেশনে যারা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তারা ছিনতাইকারী। তারা জিনাতের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় ছিটকে পড়ে ট্রেন লাইনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
জিনাত নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হকের শ্যালিকার মেয়ে। তিনি বলেন, পুলিশ বলছে ইউটিকা স্টেশন থেকে জিনাতের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু কেন কীভাবে সে ম্যানহাটন থেকে ইউটিকা স্টেশনে গেল, তা বোঝা যাচ্ছে না। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত তদন্ত চলছিল। তদন্ত শেষে মরদেহ হস্তান্তর বিষয়ে ব্রুকলিনে নিউইয়র্ক পুলিশের সঙ্গে নিহতের পরিবার ও বাংলাদেশি কমিউনিটির কয়েক নেতার বৈঠক চলছিল।
জিনাতের বাবা আমির হোসেনের ঢাকার ঠাটারিবাজারে ওষুধের ব্যবসা ছিল। তাঁদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জগতপুর গ্রামে। জিনাত তাঁর একমাত্র মেয়ে। আর একমাত্র ছেলে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।
নিউইয়র্কপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক মাহফুজ রহমান আজকের পত্রিকাকে বলেন, জিনাতের মৃত্যুর খবরে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটির সদস্যদের কেউ কেউ মনে করছেন, যারা জিনাতকে ধাক্কা দিয়েছে, তারা সম্ভবত তাঁর সহপাঠী।
মাহফুজ বলেন, বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা ও ব্রুকলিনে গত কয়েক মাসে পাতালরেলে অপরাধ বেড়েছে। এসব এলাকায় গোলাগুলি হচ্ছে অহরহ।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
৪১ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে