নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমানের সাতটি ব্যাংক হিসাব, তিনটি প্রতিষ্ঠানের নামে থাকা সাড়ে ৩ লাখ শেয়ার অবরুদ্ধ ও দুটি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।
আকতারুল ইসলাম আরও জানান, এনাম মেডিকেল হাসপাতাল লিমিটেডের ৩ লাখ ৫৯ হাজার ৫০০টি, এনাম এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজের ১০ হাজার ও এনাম ক্যানসার হাসপাতাল লিমিটেডের ১০ হাজার শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ১ কোটি ৪৬ লাখ মূল্যের দুটি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা এই আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এর আগে ১০ মার্চ দুদক বাদী হয়ে এনামুরের বিরুদ্ধে মামলা করে। মামলার অভিযোগে বলা হয়েছে, মো. এনামুর রহমানের নামে জ্ঞাত আয়বহির্ভূত ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এ ছাড়া তাঁর নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে তিনি আয়ের উৎস আড়াল করে মানি লন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
তদন্তে আরও উঠে আসে, আসামি তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাব, এফডিআর, শেয়ার ও অন্যান্য অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। ফলে মামলা নিষ্পত্তির আগে এসব সম্পদ জব্দ ও হিসাব অবরুদ্ধ করা রাষ্ট্রের স্বার্থে প্রয়োজন। পাশাপাশি দুটি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়।

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমানের সাতটি ব্যাংক হিসাব, তিনটি প্রতিষ্ঠানের নামে থাকা সাড়ে ৩ লাখ শেয়ার অবরুদ্ধ ও দুটি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।
আকতারুল ইসলাম আরও জানান, এনাম মেডিকেল হাসপাতাল লিমিটেডের ৩ লাখ ৫৯ হাজার ৫০০টি, এনাম এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজের ১০ হাজার ও এনাম ক্যানসার হাসপাতাল লিমিটেডের ১০ হাজার শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ১ কোটি ৪৬ লাখ মূল্যের দুটি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা এই আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এর আগে ১০ মার্চ দুদক বাদী হয়ে এনামুরের বিরুদ্ধে মামলা করে। মামলার অভিযোগে বলা হয়েছে, মো. এনামুর রহমানের নামে জ্ঞাত আয়বহির্ভূত ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এ ছাড়া তাঁর নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে তিনি আয়ের উৎস আড়াল করে মানি লন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
তদন্তে আরও উঠে আসে, আসামি তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাব, এফডিআর, শেয়ার ও অন্যান্য অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। ফলে মামলা নিষ্পত্তির আগে এসব সম্পদ জব্দ ও হিসাব অবরুদ্ধ করা রাষ্ট্রের স্বার্থে প্রয়োজন। পাশাপাশি দুটি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১১ মিনিট আগে
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ আছে। তাঁর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের মুনাফা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
৪০ মিনিট আগে
তীব্র শীত ও ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
৪৩ মিনিট আগে