ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘ঢাবির শিক্ষকেরা প্রত্যয় ঘোষণা করছেন, প্রয়োজনে আমরা জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধুকন্যাকে সুরক্ষা দেব।’
আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকিদাতা বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে’ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে এক মানববন্ধনে বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন উপ-উপাচার্য।
মুহাম্মদ সামাদ বলেন, ‘ঢাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রত্যয় ঘোষণা করছে, তারা সকল ষড়যন্ত্র মোকাবিলা রুখে দেবে, প্রয়োজনে আমরা জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধুকন্যাকে সুরক্ষা দেব।’
২২ বার শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করা হয়েছে জানিয়ে উপ-উপাচার্য বলেন, ‘’৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে হত্যার রাজনীতি শুরু হয়েছে এবং অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসার পথ তৈরি করেছে তারা। যে দলের প্রতিষ্ঠাতা এ কাজ করেছে তারাও এখনো দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তাদের (ষড়যন্ত্রকারী) একটি মাত্র টার্গেট বঙ্গবন্ধুকন্যাকে হত্যা করা। ২২ বার শেখ হাসিনাকে হত্যা করতে চেষ্টা করা হয়েছে, কিন্তু সৃষ্টিকর্তা নিজ হাতে তাঁকে বাঁচিয়ে রেখেছেন। ২০০৪ সালের গ্রেনেড হামলায় সেটি দেখেছি। কর্মীরা তাঁকে (শেখ হাসিনা) মানববর্ম হয়ে বাঁচিয়ে রেখেছেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদার সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ফার্মেসি অনুষদের ডিন সীতেশ চন্দ্র বাছার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ ছামাদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির, ড. সাদেকা হালিম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, অধ্যাপক ড. আব্দুর রহিম, অধ্যাপক ড. আ জ ম শফিউল আলম ভুইয়া, সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, ড. রেবেকা সুলতানা, ড. নাসির উদ্দিন মুন্সি, অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ, ড. সুরাইয়া বেগম প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘ঢাবির শিক্ষকেরা প্রত্যয় ঘোষণা করছেন, প্রয়োজনে আমরা জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধুকন্যাকে সুরক্ষা দেব।’
আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকিদাতা বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে’ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে এক মানববন্ধনে বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন উপ-উপাচার্য।
মুহাম্মদ সামাদ বলেন, ‘ঢাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রত্যয় ঘোষণা করছে, তারা সকল ষড়যন্ত্র মোকাবিলা রুখে দেবে, প্রয়োজনে আমরা জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধুকন্যাকে সুরক্ষা দেব।’
২২ বার শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করা হয়েছে জানিয়ে উপ-উপাচার্য বলেন, ‘’৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে হত্যার রাজনীতি শুরু হয়েছে এবং অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসার পথ তৈরি করেছে তারা। যে দলের প্রতিষ্ঠাতা এ কাজ করেছে তারাও এখনো দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তাদের (ষড়যন্ত্রকারী) একটি মাত্র টার্গেট বঙ্গবন্ধুকন্যাকে হত্যা করা। ২২ বার শেখ হাসিনাকে হত্যা করতে চেষ্টা করা হয়েছে, কিন্তু সৃষ্টিকর্তা নিজ হাতে তাঁকে বাঁচিয়ে রেখেছেন। ২০০৪ সালের গ্রেনেড হামলায় সেটি দেখেছি। কর্মীরা তাঁকে (শেখ হাসিনা) মানববর্ম হয়ে বাঁচিয়ে রেখেছেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদার সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ফার্মেসি অনুষদের ডিন সীতেশ চন্দ্র বাছার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ ছামাদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির, ড. সাদেকা হালিম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, অধ্যাপক ড. আব্দুর রহিম, অধ্যাপক ড. আ জ ম শফিউল আলম ভুইয়া, সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, ড. রেবেকা সুলতানা, ড. নাসির উদ্দিন মুন্সি, অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ, ড. সুরাইয়া বেগম প্রমুখ।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে