ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালি গানের আসর হামলা করে পণ্ড করে দেওয়ার প্রতিবাদে আবারও কাওয়ালি গানের আসর করেছে আয়োজক সংগঠন ‘সিলসিলা’ ৷ শুধু তাই নয় গতকাল বুধবার টিএসসিতে তাদের আয়োজনে হওয়া হামলার প্রতিবাদে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় টিএসসিতে কাওয়ালি গানের আসর করারও ঘোষণা দিয়েছে তারা।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) একই স্থানে সন্ধ্যা ৬টায় এই আসর শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা চলার পর সাড়ে ৭টার দিকে অনুষ্ঠানের সমাপ্তি টানেন আয়োজকেরা।
আসরে ‘কুন ফায়া কুন’, ‘মাস্ত কালান্দার’, ‘কুজা মান কুজা’ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন গানের ‘ম্যাশআপ’ পরিবেশন করেন সিলসিলার প্রতিষ্ঠাতা লুৎফর রহমান।
এ ছাড়া স্বরচিত র্যাপ গান পরিবেশন করেন আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইবরাহিম নাফিস এবং আমির আজিজের বিখ্যাত কবিতা ‘সব ইয়াদ রাখ জায়েগা’ আবৃত্তি করেন ছাত্র অধিকার পরিষদের সালেহ আহমদ সিফাত।
অনুষ্ঠান শেষে গতকালের হামলার পর আজও হামলার আশঙ্কা থাকার কথা বলে লুৎফর রহমান বলেন, ‘প্রক্টর স্যার মিষ্টি মিষ্টি কথা বলে সব এড়িয়ে যান। আমাদের ওপর হামলার ব্যাপারটিও এড়িয়ে যাবেন। তাই তাঁদের অস্ত্রের বিপরীতে আমরা গানের সুরে সুরে প্রতিবাদ করে যাব।’
উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত কাওয়ালি অনুষ্ঠানে হামলা, ভাঙচুর চালানো হয়।
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ, কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগ এবং ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করে আয়োজক কমিটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালি গানের আসর হামলা করে পণ্ড করে দেওয়ার প্রতিবাদে আবারও কাওয়ালি গানের আসর করেছে আয়োজক সংগঠন ‘সিলসিলা’ ৷ শুধু তাই নয় গতকাল বুধবার টিএসসিতে তাদের আয়োজনে হওয়া হামলার প্রতিবাদে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় টিএসসিতে কাওয়ালি গানের আসর করারও ঘোষণা দিয়েছে তারা।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) একই স্থানে সন্ধ্যা ৬টায় এই আসর শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা চলার পর সাড়ে ৭টার দিকে অনুষ্ঠানের সমাপ্তি টানেন আয়োজকেরা।
আসরে ‘কুন ফায়া কুন’, ‘মাস্ত কালান্দার’, ‘কুজা মান কুজা’ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন গানের ‘ম্যাশআপ’ পরিবেশন করেন সিলসিলার প্রতিষ্ঠাতা লুৎফর রহমান।
এ ছাড়া স্বরচিত র্যাপ গান পরিবেশন করেন আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইবরাহিম নাফিস এবং আমির আজিজের বিখ্যাত কবিতা ‘সব ইয়াদ রাখ জায়েগা’ আবৃত্তি করেন ছাত্র অধিকার পরিষদের সালেহ আহমদ সিফাত।
অনুষ্ঠান শেষে গতকালের হামলার পর আজও হামলার আশঙ্কা থাকার কথা বলে লুৎফর রহমান বলেন, ‘প্রক্টর স্যার মিষ্টি মিষ্টি কথা বলে সব এড়িয়ে যান। আমাদের ওপর হামলার ব্যাপারটিও এড়িয়ে যাবেন। তাই তাঁদের অস্ত্রের বিপরীতে আমরা গানের সুরে সুরে প্রতিবাদ করে যাব।’
উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত কাওয়ালি অনুষ্ঠানে হামলা, ভাঙচুর চালানো হয়।
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ, কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগ এবং ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করে আয়োজক কমিটি।

ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
১৫ মিনিট আগে
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া একটি পারলারে ও বারে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
১ ঘণ্টা আগে