নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুতেই থামছেই না। এদের অধিকাংশই রাজধানী ঢাকায়। চলতি বছর ডেঙ্গু রোগী দুই হাজার ছাড়াল ঢাকায়। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৬১ জন। আগের দিন ছিল ৯৯ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ২ হাজার ৩৬৬ জন। এদের মধ্যে রাজধানীতে ভর্তি হয় ২ হাজার ৯ জন এবং বাইরে ৩৫৭ জন। অর্থাৎ শতকরা প্রায় ৮৫ শতাংশ রোগী রাজধানী ঢাকার।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত মোট রোগী ছাড়পত্র নিয়েছে ১ হাজার ৯৯৬ জন। এদের মধ্যে ঢাকায় নিয়েছে ১ হাজার ৭৬৮ জন এবং বাইরে ২৭৯ জন। মোট মৃত্যু হয়েছে ৮ জনের। এদের মধ্যে চলতি মাসে ৭ জন ও গত মাসে ছিল ১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৬১ জন। এদের মধ্যে ঢাকায় ৫৮ জন এবং বাইরে ৩ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ৯৯ জন। এদের মধ্যে ঢাকায় ৭৪ জন এবং বাইরে ছিল ২৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩১১ জন। আগের দিন ছিল ৩০১ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৩৮ জন। আগের দিন ছিল ২২৭ জন এবং বাইরে ৭৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিল ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ২৭ দিনে এক হাজার ২৭৭ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার সম্প্রতি আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, ঈদের ছুটিতে ডেঙ্গুর জীবাণু নিয়ে অনেকেই গ্রামের বাড়ি বেড়াতে যাবেন। এতে সেসব এলাকায় ডেঙ্গু রোগী বাড়বে। এভাবে সারা দেশে ডেঙ্গু রোগী ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছিলেন তিনি। যা আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে উঠবে।

দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুতেই থামছেই না। এদের অধিকাংশই রাজধানী ঢাকায়। চলতি বছর ডেঙ্গু রোগী দুই হাজার ছাড়াল ঢাকায়। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৬১ জন। আগের দিন ছিল ৯৯ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ২ হাজার ৩৬৬ জন। এদের মধ্যে রাজধানীতে ভর্তি হয় ২ হাজার ৯ জন এবং বাইরে ৩৫৭ জন। অর্থাৎ শতকরা প্রায় ৮৫ শতাংশ রোগী রাজধানী ঢাকার।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত মোট রোগী ছাড়পত্র নিয়েছে ১ হাজার ৯৯৬ জন। এদের মধ্যে ঢাকায় নিয়েছে ১ হাজার ৭৬৮ জন এবং বাইরে ২৭৯ জন। মোট মৃত্যু হয়েছে ৮ জনের। এদের মধ্যে চলতি মাসে ৭ জন ও গত মাসে ছিল ১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৬১ জন। এদের মধ্যে ঢাকায় ৫৮ জন এবং বাইরে ৩ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ৯৯ জন। এদের মধ্যে ঢাকায় ৭৪ জন এবং বাইরে ছিল ২৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩১১ জন। আগের দিন ছিল ৩০১ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৩৮ জন। আগের দিন ছিল ২২৭ জন এবং বাইরে ৭৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিল ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ২৭ দিনে এক হাজার ২৭৭ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার সম্প্রতি আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, ঈদের ছুটিতে ডেঙ্গুর জীবাণু নিয়ে অনেকেই গ্রামের বাড়ি বেড়াতে যাবেন। এতে সেসব এলাকায় ডেঙ্গু রোগী বাড়বে। এভাবে সারা দেশে ডেঙ্গু রোগী ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছিলেন তিনি। যা আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে উঠবে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
১৭ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২০ মিনিট আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৩ ঘণ্টা আগে