ঢাবি প্রতিনিধি

সিজিপিএ শর্ত শিথিল করে সর্বোচ্চ তিন কোর্স পর্যন্ত মানোন্নয়ন দিয়ে পরবর্তী বর্ষে চূড়ান্ত পরীক্ষায় সুযোগ প্রদানের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় (নিউমার্কেটের পাশ) অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার সময় থেকে এ অবরোধ শুরু করেন তাঁরা।
এ সময় আজিমপুর, সায়েন্স ল্যাব ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন-অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
সোহরাওয়ার্দী কলেজের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রমজান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এক দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাত কলেজের সমন্বয়কের পক্ষ থেকে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু কোনো কিছুর বাস্তবায়ন হচ্ছে না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
রমজান বলেন, ‘আমরা আমাদের আন্দোলন সম্পর্কে সবাইকে ধারণা দিতে চাই। এর মধ্যে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বোধোদয় হয়, যদি দাবি মেনে নেয়, তাহলে আমরা অবরোধ ছেড়ে দেব। বেলা ৩টার সময় আমাদের মূল কর্মসূচি পালন করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু কিছু করছে না, তাই নিজেরা নিজেদের শেষ করে ফেলব।’
এ সময় আন্দোলনকারীরা ‘এক দফা এক দাবি, মানতে হবে; মানতে হবে’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই’, ‘সাত কলেজ নিয়ে প্রহসন, চলবে না, চলবে না’, ‘শিক্ষা নিয়ে তালবাহানা, চলবে না, চলবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য, দাবি আদায় করতে গত কয়েক মাস ধরে আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। গত ১৭ আগস্ট রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা। পরে একটি প্রতিনিধিদল ইডেন কলেজের অধ্যক্ষ ও অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষ করে ২০ আগস্ট আমরণ গণ-অনশনের ঘোষণা দেন। পরে সেটি স্থগিত করে ২২ আগস্ট আমরণ গণ-অনশনের ঘোষণা দিয়ে নীলক্ষেত অবরোধ করেন। আজ আবার নীলক্ষেত অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সিজিপিএ শর্ত শিথিল করে সর্বোচ্চ তিন কোর্স পর্যন্ত মানোন্নয়ন দিয়ে পরবর্তী বর্ষে চূড়ান্ত পরীক্ষায় সুযোগ প্রদানের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় (নিউমার্কেটের পাশ) অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার সময় থেকে এ অবরোধ শুরু করেন তাঁরা।
এ সময় আজিমপুর, সায়েন্স ল্যাব ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন-অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
সোহরাওয়ার্দী কলেজের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রমজান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এক দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাত কলেজের সমন্বয়কের পক্ষ থেকে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু কোনো কিছুর বাস্তবায়ন হচ্ছে না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
রমজান বলেন, ‘আমরা আমাদের আন্দোলন সম্পর্কে সবাইকে ধারণা দিতে চাই। এর মধ্যে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বোধোদয় হয়, যদি দাবি মেনে নেয়, তাহলে আমরা অবরোধ ছেড়ে দেব। বেলা ৩টার সময় আমাদের মূল কর্মসূচি পালন করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু কিছু করছে না, তাই নিজেরা নিজেদের শেষ করে ফেলব।’
এ সময় আন্দোলনকারীরা ‘এক দফা এক দাবি, মানতে হবে; মানতে হবে’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই’, ‘সাত কলেজ নিয়ে প্রহসন, চলবে না, চলবে না’, ‘শিক্ষা নিয়ে তালবাহানা, চলবে না, চলবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য, দাবি আদায় করতে গত কয়েক মাস ধরে আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। গত ১৭ আগস্ট রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা। পরে একটি প্রতিনিধিদল ইডেন কলেজের অধ্যক্ষ ও অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষ করে ২০ আগস্ট আমরণ গণ-অনশনের ঘোষণা দেন। পরে সেটি স্থগিত করে ২২ আগস্ট আমরণ গণ-অনশনের ঘোষণা দিয়ে নীলক্ষেত অবরোধ করেন। আজ আবার নীলক্ষেত অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১৯ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২০ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২৩ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে