নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হত্যা-ষড়যন্ত্র আর সন্দেহের আখ্যানে মোড়া গল্প নিয়ে মঞ্চে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন নাটক ‘করুণা ও ভীতির গল্প’। উইলিয়াম শেক্সপিয়ারের ধ্রুপদী তিনটি ট্র্যাজেডি হ্যামলেট, ওথেলো ও ম্যাকবেথ অনুসরণে নাটকটিতে মূর্ত হয়ে উঠেছে পঁচাত্তরের ১৫ আগস্টের নির্মম রাজনৈতিক হত্যাকাণ্ডের বিয়োগান্ত ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ প্রযোজিত নাটকটির নির্দেশনা দিয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদুল কবির।
আগামীকাল শুক্রবার থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত টানা আট দিন সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে ‘করুণা ও ভীতির গল্প’ নাটকটির প্রদর্শনী চলবে বলে জানিয়েছেন নাটকটির নির্দেশক ড. আহমেদুল কবির। নতুন এই নাটকটিতে অভিনয় করেছেন বিভাগের স্নাতক প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা।
শেক্সপিয়ারকে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে নির্দেশক ড. আহমেদুল কবির বলেন, নাট্যকার হিসেবে শেক্সপিয়র অবশ্যই আমাদের সমকালীন। শেক্সপিয়ারের নাটকের প্রতি আমাদের আকর্ষণ কখনো ম্লান হয় না। তার চরিত্রগুলো সীমান্ত অতিক্রম করে, সময়কে জয় করে সর্বদা আমাদের সামনে আবির্ভূত হয়। এই আধুনিক মানব-বিশ্বের বহুমাত্রিক বাস্তবতার বিস্ময়কর রূপায়ণ ঘটেছে শেক্সপিয়ারের নাটকগুলোতে।
নাটকটি সম্পর্কে তিনি নাটকীয় ভাষায় রহস্য রেখে বলেন, ‘করুণায় সিক্ত হতে নয়, ভয়ে ত্রস্ত হতে নয়, বিমোক্ষণের ভেতর দিয়ে অভিনীত জীবনের সঙ্গে বাস্তব জীবনের ব্যবধান ঘুচে গেলে যে জীবনের আবিষ্কার ঘটে, সেই জীবনের খোঁজে সৃজিত এই প্রদর্শনী।’
বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান লিয়ন বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের উত্থান-পতন, সামরিকায়ন, রক্তপাত ও হত্যালীলার ঘটনাপ্রবাহ শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলোকেই যেন প্রতিবিম্বিত করে। সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ বারবার শেক্সপিয়ারকে মঞ্চায়নের মাধ্যমে আমাদের দেশ ও বিশ্বকে নাট্যশিল্পের ভাষায় অধ্যয়ন করতে আগ্রহী।’
শুক্রবার মূল উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। নাটকটির উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিভাগের শিক্ষক অধ্যাপক ওয়াহিদা মল্লিক। নাটকটিতে নির্দেশনা সহযোগী হিসাবে আছেন ধীমান চন্দ্র বর্মণ। এ ছাড়াও সংগীত পরিকল্পনায় মনোহর চন্দ্র দাস এবং রূপসজ্জা ও পোশাক পরিকল্পনায় আছেন বিভাগের শিক্ষক উম্মে সুমাইয়া।
নাটকটিতে অভিনয় করেছেন প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী রায়হান উল্লাহ সালাম, অরুণা সিক্ত সাচী, কানিজ ফারজানা আরেফিন, সাইলিনা বিশ্বাস পূর্বা, গোলাপ রানী দাস, পূজা সরকার, মুনতাকা বিনতে হক ইরা, রজিবুল ইসলাম সোহাগ, সাদমান সৌমিক সিয়াম, শাকির আলীম, সামির হোসেন, আবিদ হাসান, চন্দ্রিমা হালদার, উর্মি আক্তার, ফারিহা তাসনীম হৃদি, সানজানা হোসেন তনিমা, জিনিয়া ইসলাম, প্রত্যাশা, সায়ীদ, নিলয়, আকাশ, বিজয় ও চয়ন।

হত্যা-ষড়যন্ত্র আর সন্দেহের আখ্যানে মোড়া গল্প নিয়ে মঞ্চে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন নাটক ‘করুণা ও ভীতির গল্প’। উইলিয়াম শেক্সপিয়ারের ধ্রুপদী তিনটি ট্র্যাজেডি হ্যামলেট, ওথেলো ও ম্যাকবেথ অনুসরণে নাটকটিতে মূর্ত হয়ে উঠেছে পঁচাত্তরের ১৫ আগস্টের নির্মম রাজনৈতিক হত্যাকাণ্ডের বিয়োগান্ত ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ প্রযোজিত নাটকটির নির্দেশনা দিয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদুল কবির।
আগামীকাল শুক্রবার থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত টানা আট দিন সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে ‘করুণা ও ভীতির গল্প’ নাটকটির প্রদর্শনী চলবে বলে জানিয়েছেন নাটকটির নির্দেশক ড. আহমেদুল কবির। নতুন এই নাটকটিতে অভিনয় করেছেন বিভাগের স্নাতক প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা।
শেক্সপিয়ারকে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে নির্দেশক ড. আহমেদুল কবির বলেন, নাট্যকার হিসেবে শেক্সপিয়র অবশ্যই আমাদের সমকালীন। শেক্সপিয়ারের নাটকের প্রতি আমাদের আকর্ষণ কখনো ম্লান হয় না। তার চরিত্রগুলো সীমান্ত অতিক্রম করে, সময়কে জয় করে সর্বদা আমাদের সামনে আবির্ভূত হয়। এই আধুনিক মানব-বিশ্বের বহুমাত্রিক বাস্তবতার বিস্ময়কর রূপায়ণ ঘটেছে শেক্সপিয়ারের নাটকগুলোতে।
নাটকটি সম্পর্কে তিনি নাটকীয় ভাষায় রহস্য রেখে বলেন, ‘করুণায় সিক্ত হতে নয়, ভয়ে ত্রস্ত হতে নয়, বিমোক্ষণের ভেতর দিয়ে অভিনীত জীবনের সঙ্গে বাস্তব জীবনের ব্যবধান ঘুচে গেলে যে জীবনের আবিষ্কার ঘটে, সেই জীবনের খোঁজে সৃজিত এই প্রদর্শনী।’
বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান লিয়ন বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের উত্থান-পতন, সামরিকায়ন, রক্তপাত ও হত্যালীলার ঘটনাপ্রবাহ শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলোকেই যেন প্রতিবিম্বিত করে। সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ বারবার শেক্সপিয়ারকে মঞ্চায়নের মাধ্যমে আমাদের দেশ ও বিশ্বকে নাট্যশিল্পের ভাষায় অধ্যয়ন করতে আগ্রহী।’
শুক্রবার মূল উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। নাটকটির উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিভাগের শিক্ষক অধ্যাপক ওয়াহিদা মল্লিক। নাটকটিতে নির্দেশনা সহযোগী হিসাবে আছেন ধীমান চন্দ্র বর্মণ। এ ছাড়াও সংগীত পরিকল্পনায় মনোহর চন্দ্র দাস এবং রূপসজ্জা ও পোশাক পরিকল্পনায় আছেন বিভাগের শিক্ষক উম্মে সুমাইয়া।
নাটকটিতে অভিনয় করেছেন প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী রায়হান উল্লাহ সালাম, অরুণা সিক্ত সাচী, কানিজ ফারজানা আরেফিন, সাইলিনা বিশ্বাস পূর্বা, গোলাপ রানী দাস, পূজা সরকার, মুনতাকা বিনতে হক ইরা, রজিবুল ইসলাম সোহাগ, সাদমান সৌমিক সিয়াম, শাকির আলীম, সামির হোসেন, আবিদ হাসান, চন্দ্রিমা হালদার, উর্মি আক্তার, ফারিহা তাসনীম হৃদি, সানজানা হোসেন তনিমা, জিনিয়া ইসলাম, প্রত্যাশা, সায়ীদ, নিলয়, আকাশ, বিজয় ও চয়ন।

চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দীন আহমদের মনোনয়ন...
১ মিনিট আগে
তথ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা অনুবিভাগ ও এসসিপিএম প্রকল্পের পরিচালক, যুগ্ম সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত শুক্রবার সন্ধ্যার দিকে আরিচা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে রূপলাল দাস (৪০) ও প্রদীপ লাল (৩৫) হত্যার ঘটনায় জড়িত অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হলেন তারাগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব ইউনুস আলী (৩২)। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজার...
১১ মিনিট আগে
চট্টগ্রাম মহানগরীতে ৩৩০ জনের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের সাবেক মন্ত্রী, মেয়র, কাউন্সিলরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা যেমন আছেন, একইভাবে আছেন বিএনপির নেতা, সনাতনী...
১৪ মিনিট আগে