নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিরুদ্ধে ওয়াক্ফভুক্ত বকশীবাজার জামে মসজিদ, বাড়ি ও দোকান ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেহেরুক বিবি ওয়াক্ফ এস্টেটের মোতোয়ালি আবদুল করিম ওরফে লালু মিয়া লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন।
আবদুল করিম বলেন, ‘১৭৯০ সালে আমাদের পূর্বপুরুষ তাঁদের পরবর্তী বংশধরদের উদ্দেশে লিখিত ওয়াক্ফ করে যান, যার নাম মেহেরুক বিবি ওয়াক্ফ এস্টেট। উক্ত ওয়াক্ফ দলিলে নির্দিষ্ট করে উল্লেখ করা আছে যে মোট জমির পরিমাণের কিছু অংশে মসজিদ নির্মাণ হবে। বাকি অংশে বংশপরম্পরায় পরবর্তী বংশধরেরা বসবাস ও ভোগদখল করবে। সেই অনুযায়ী ভিটাবাড়ির সামনের অংশে মসজিদ তৈরি করে পেছনের অংশে আমরা বসবাস করছি। উক্ত মসজিদের মোতোয়ালি হিসেবে ১৯৬৮ সাল থেকে দায়িত্ব পালন করছি। কয়েক বছর যাবৎ একটি প্রভাবশালী মহল এই সম্পত্তি দখল করার পাঁয়তারা করে আসছে। এরই জেরে গত ৩০ জুন হঠাৎ বিনা নোটিশে রাস্তা বানানোর অজুহাতে ডিএসসিসি ২৩২ বছরের ঐতিহ্যবাহী চারতলাবিশিষ্ট মসজিদটাকে তিনটি বুলডোজার এনে ভেঙে দেয়।’
বসতবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে আবদুল করিমের ছেলে ফজলুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বংশের প্রায় ১০-১২ শরিকের বসবাস ওই জায়গায়। মসজিদ ও দোকান ভেঙে দেওয়া হয়েছে। বসতঘরও ভাঙার হুমকি আসছে। আমরা সবাই বিচার পাওয়ার আশায় আছি। রেকর্ডভুক্ত সম্পত্তি হওয়া সত্ত্বেও বিদ্যুৎ, পানি ও গ্যাস ছাড়া দুই দিন অমানবিক জীবনযাপন করছি। বৃদ্ধ শিশু মহিলাদের নিয়ে কোথায় মাথা গোঁজার ঠাঁই পাব জানা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, এ বিষয়ে তাঁর জানা নেই।
জনসংযোগ কর্মকর্তা আবু নাছের ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ অথবা প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তবে দুজনের কাউকেই একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিরুদ্ধে ওয়াক্ফভুক্ত বকশীবাজার জামে মসজিদ, বাড়ি ও দোকান ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেহেরুক বিবি ওয়াক্ফ এস্টেটের মোতোয়ালি আবদুল করিম ওরফে লালু মিয়া লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন।
আবদুল করিম বলেন, ‘১৭৯০ সালে আমাদের পূর্বপুরুষ তাঁদের পরবর্তী বংশধরদের উদ্দেশে লিখিত ওয়াক্ফ করে যান, যার নাম মেহেরুক বিবি ওয়াক্ফ এস্টেট। উক্ত ওয়াক্ফ দলিলে নির্দিষ্ট করে উল্লেখ করা আছে যে মোট জমির পরিমাণের কিছু অংশে মসজিদ নির্মাণ হবে। বাকি অংশে বংশপরম্পরায় পরবর্তী বংশধরেরা বসবাস ও ভোগদখল করবে। সেই অনুযায়ী ভিটাবাড়ির সামনের অংশে মসজিদ তৈরি করে পেছনের অংশে আমরা বসবাস করছি। উক্ত মসজিদের মোতোয়ালি হিসেবে ১৯৬৮ সাল থেকে দায়িত্ব পালন করছি। কয়েক বছর যাবৎ একটি প্রভাবশালী মহল এই সম্পত্তি দখল করার পাঁয়তারা করে আসছে। এরই জেরে গত ৩০ জুন হঠাৎ বিনা নোটিশে রাস্তা বানানোর অজুহাতে ডিএসসিসি ২৩২ বছরের ঐতিহ্যবাহী চারতলাবিশিষ্ট মসজিদটাকে তিনটি বুলডোজার এনে ভেঙে দেয়।’
বসতবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে আবদুল করিমের ছেলে ফজলুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বংশের প্রায় ১০-১২ শরিকের বসবাস ওই জায়গায়। মসজিদ ও দোকান ভেঙে দেওয়া হয়েছে। বসতঘরও ভাঙার হুমকি আসছে। আমরা সবাই বিচার পাওয়ার আশায় আছি। রেকর্ডভুক্ত সম্পত্তি হওয়া সত্ত্বেও বিদ্যুৎ, পানি ও গ্যাস ছাড়া দুই দিন অমানবিক জীবনযাপন করছি। বৃদ্ধ শিশু মহিলাদের নিয়ে কোথায় মাথা গোঁজার ঠাঁই পাব জানা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, এ বিষয়ে তাঁর জানা নেই।
জনসংযোগ কর্মকর্তা আবু নাছের ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ অথবা প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তবে দুজনের কাউকেই একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে