নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুক্তিযোদ্ধা বীর বিক্রম শহীদ বদিউল আলমের পৈতৃক বাড়ি ‘বদি ভিলায়’ হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৫০ বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মণিপুরিপাড়ার ৫৭ নম্বর বাড়িটিতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। তাঁরা লাঠিসোঁটা দিয়ে বাড়ির গেটে ক্রমাগত আঘাত করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির চারটি ফ্লোরে বসবাসরত পরিবারগুলো আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।
৫০ বিশিষ্ট নাগরিকের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পাশের একটি প্লটে নিয়মবহির্ভূতভাবে এবং বদি ভিলার নিরাপত্তা ঝুঁকিতে ফেলে বহুতল ভবন নির্মাণকাজ চালানোর বিষয়ে রাজউক ও আদালতে অভিযোগ করার ক্ষিপ্ত হয়ে ওই হামলা চালানো হয়। হামলার সময় বদির পরিবারের সদস্যরা তেজগাঁও থানায় পরপর তিনবার এবং ৯৯৯-এ ফোন করেন। কিন্তু পুলিশ কোনো সাড়া দেয়নি। একপর্যায়ে বাড়ির ছাদ থেকে ভিডিও করার বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা হুমকি দিতে দিতে চলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই হামলার সমালোচনা হওয়ায় এখন ভিন্ন কৌশলে হেনস্তা করার অপতৎপরতা শুরু করেছে প্রভাবশালী একটি মহল। এই অপতৎপরতার অংশ হিসেবে এরই মধ্যে বদি ভিলার ঠিকানা এবং শহীদ বদিউল আলম স্মৃতি সংঘের নাম ব্যবহার করে একটি ব্যানার টানানো হয়েছে নির্মাণাধীন বাড়ির ডেভেলপার প্রতিষ্ঠানের সাইনবোর্ডের ওপরে। বিবৃতিতে এই অপতৎপরতা ও পুলিশি নিষ্ক্রিয়তার নিন্দা এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন—সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা মহিবুল ইসলাম ইদু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ, মাহমুদ সেলিম, কাওসার চৌধুরী, ঝুনা চৌধুরী, কামাল পাশা চৌধুরী, রতন সিদ্দিকী, আহকামউল্লাহ আমল, সঙ্গীতা ইমাম, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেইন, সাংবাদিক জাহীদ রেজা নূর, আজাদুর রহমান চন্দন, সাংবাদিক প্রবীর সিকদার, আজিজুল পারভেজ, সাবেক ছাত্রনেতা খান আসাদুজ্জামান মাসুমসহ বিশিষ্টজনেরা।

মুক্তিযোদ্ধা বীর বিক্রম শহীদ বদিউল আলমের পৈতৃক বাড়ি ‘বদি ভিলায়’ হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৫০ বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মণিপুরিপাড়ার ৫৭ নম্বর বাড়িটিতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। তাঁরা লাঠিসোঁটা দিয়ে বাড়ির গেটে ক্রমাগত আঘাত করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির চারটি ফ্লোরে বসবাসরত পরিবারগুলো আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।
৫০ বিশিষ্ট নাগরিকের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পাশের একটি প্লটে নিয়মবহির্ভূতভাবে এবং বদি ভিলার নিরাপত্তা ঝুঁকিতে ফেলে বহুতল ভবন নির্মাণকাজ চালানোর বিষয়ে রাজউক ও আদালতে অভিযোগ করার ক্ষিপ্ত হয়ে ওই হামলা চালানো হয়। হামলার সময় বদির পরিবারের সদস্যরা তেজগাঁও থানায় পরপর তিনবার এবং ৯৯৯-এ ফোন করেন। কিন্তু পুলিশ কোনো সাড়া দেয়নি। একপর্যায়ে বাড়ির ছাদ থেকে ভিডিও করার বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা হুমকি দিতে দিতে চলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই হামলার সমালোচনা হওয়ায় এখন ভিন্ন কৌশলে হেনস্তা করার অপতৎপরতা শুরু করেছে প্রভাবশালী একটি মহল। এই অপতৎপরতার অংশ হিসেবে এরই মধ্যে বদি ভিলার ঠিকানা এবং শহীদ বদিউল আলম স্মৃতি সংঘের নাম ব্যবহার করে একটি ব্যানার টানানো হয়েছে নির্মাণাধীন বাড়ির ডেভেলপার প্রতিষ্ঠানের সাইনবোর্ডের ওপরে। বিবৃতিতে এই অপতৎপরতা ও পুলিশি নিষ্ক্রিয়তার নিন্দা এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন—সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা মহিবুল ইসলাম ইদু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ, মাহমুদ সেলিম, কাওসার চৌধুরী, ঝুনা চৌধুরী, কামাল পাশা চৌধুরী, রতন সিদ্দিকী, আহকামউল্লাহ আমল, সঙ্গীতা ইমাম, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেইন, সাংবাদিক জাহীদ রেজা নূর, আজাদুর রহমান চন্দন, সাংবাদিক প্রবীর সিকদার, আজিজুল পারভেজ, সাবেক ছাত্রনেতা খান আসাদুজ্জামান মাসুমসহ বিশিষ্টজনেরা।

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৮ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৮ ঘণ্টা আগে