ঢামেক প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পৃথক ঘটনায় তিন নারীসহ মোট চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রামপুরার সুমী আক্তার (৩৫), কদমতলীর রুহেনা আক্তার (২১), সবুজবাগের তানিয়া (২২) ও মহাখালীর মুন্না (১৯)।
আজ বুধবার (১৮ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে এই চার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরপর পুলিশ পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করে।
পিরোজপুর সদর উপজেলার মনেজ হাওলাদারের মেয়ে সুমী আক্তার তাঁর স্বামী শহিদুল ইসলামের সঙ্গে রামপুরার পূর্ব হাজিপাড়া ঝিলপাড়ের একটি বাসায় থাকতেন। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) খান আব্দুর রহমান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে রামপুরার ওই বাসা থেকে সুমীর মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সুমী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বরগুনার আমতলী উপজেলার তাজউল্লাহর মেয়ে রুহেনা আক্তার স্বামী হামিদুল ইসলামের সঙ্গে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পাগলা এলাকায় থাকতেন। তিনি কদমতলী এলাকার ইগলু কোম্পানিতে চাকরি করতেন। কদমতলী থানার এসআই মোছাম্মৎ নুসরাত জাহান বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা ম্যাচ শ্রমিক কলোনির ২২ নম্বর রোডে সিয়াম রোলিং ফ্যাক্টরির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক এবং অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই রুহেনা মারা যান। খবর পেয়ে রাত ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
তানিয়ার গ্রামের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায়। তাঁর বাবার নাম আজমল হক। বর্তমানে তিনি সবুজবাগ মাদারটেক বাগানবাড়ি এলাকার একটি বাসায় থাকতেন। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা জানান, মঙ্গলবার বিকেলের দিকে মুগদা হাসপাতাল থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল, তবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়া তাঁর বাঁ হাতের কবজিতে প্রায় দুই ইঞ্চি কাটা জখম রয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। পুলিশ কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মৃত মুন্নার বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায়। তাঁর বাবার নাম ইয়াসিন মিয়া। মহাখালীর আদর্শনগর এলাকায় থাকতেন এবং বাসের হেলপারের কাজ করতেন। বনানী থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ কামাল সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, মঙ্গলবার রাত ১০টার দিকে মুন্না বাসায় গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মঙ্গলবার রাতে সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পৃথক ঘটনায় তিন নারীসহ মোট চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রামপুরার সুমী আক্তার (৩৫), কদমতলীর রুহেনা আক্তার (২১), সবুজবাগের তানিয়া (২২) ও মহাখালীর মুন্না (১৯)।
আজ বুধবার (১৮ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে এই চার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরপর পুলিশ পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করে।
পিরোজপুর সদর উপজেলার মনেজ হাওলাদারের মেয়ে সুমী আক্তার তাঁর স্বামী শহিদুল ইসলামের সঙ্গে রামপুরার পূর্ব হাজিপাড়া ঝিলপাড়ের একটি বাসায় থাকতেন। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) খান আব্দুর রহমান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে রামপুরার ওই বাসা থেকে সুমীর মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সুমী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বরগুনার আমতলী উপজেলার তাজউল্লাহর মেয়ে রুহেনা আক্তার স্বামী হামিদুল ইসলামের সঙ্গে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পাগলা এলাকায় থাকতেন। তিনি কদমতলী এলাকার ইগলু কোম্পানিতে চাকরি করতেন। কদমতলী থানার এসআই মোছাম্মৎ নুসরাত জাহান বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা ম্যাচ শ্রমিক কলোনির ২২ নম্বর রোডে সিয়াম রোলিং ফ্যাক্টরির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক এবং অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই রুহেনা মারা যান। খবর পেয়ে রাত ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
তানিয়ার গ্রামের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায়। তাঁর বাবার নাম আজমল হক। বর্তমানে তিনি সবুজবাগ মাদারটেক বাগানবাড়ি এলাকার একটি বাসায় থাকতেন। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা জানান, মঙ্গলবার বিকেলের দিকে মুগদা হাসপাতাল থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল, তবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়া তাঁর বাঁ হাতের কবজিতে প্রায় দুই ইঞ্চি কাটা জখম রয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। পুলিশ কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মৃত মুন্নার বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায়। তাঁর বাবার নাম ইয়াসিন মিয়া। মহাখালীর আদর্শনগর এলাকায় থাকতেন এবং বাসের হেলপারের কাজ করতেন। বনানী থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ কামাল সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, মঙ্গলবার রাত ১০টার দিকে মুন্না বাসায় গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মঙ্গলবার রাতে সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হলে আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের চিন্তাভাবনা করছে সরকার। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব
৩৪ মিনিট আগেরাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতা কর্তৃক এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং সারা দেশে অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।
১ ঘণ্টা আগেরাজধানীর ভাটারা থানায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ফিরোজা আশরাফী (২৭) নামের এক নারী বিষ পান করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগেরাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ হয়েছে। আজ শুক্রবার (১১ জুলাই) রাত ১০টার দিকে বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ করা হয়। একই সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়েও (ববি) বিক্ষোভ করেছেন ছাত্র
১ ঘণ্টা আগে