নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন প্রজন্ম নতুনভাবে ভাববে, নতুনভাবে সমস্যার সমাধান দেবে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণেরা উদ্যমী ও উদ্ভাবনী প্রাণশক্তি দিয়ে সমাজকে পরিবর্তন করবে।
আজ শনিবার ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের উদ্যোগে ব্র্যাক, সিডিএম সাভারে দুই দিনব্যাপী ‘পরিবর্তনের উৎসব ২০২৪ ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্র্যাক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বিশ্বের মহান নেতারা বিশ্বে যে বড় বড় পরিবর্তনগুলো এনেছেন, তার আগে তারা তাদের প্রায়োরিটি সেভাবে নির্ধারণ করেছিলেন। তোমরা কীভাবে তোমাদেরটা নির্ধারণ করবে, সেটা তোমাদের ভেবে নিতে হবে। সবার ভাবনা ভিন্ন হবে, তবে সে ভাবনার মাঝে কিছু জিনিস কমন থাকতে হবে—সেটা হলো দেশপ্রেম, দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি কর্তব্য। যেভাবে পরিবারের প্রতি, মা-বাবার প্রতি তোমাদের কর্তব্যবোধ রয়েছে।’
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন ব্র্যাকের মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান। এরপর দেশের নানা প্রান্তের ইতিবাচক নানা সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়া তরুণদের (ইয়াং চেঞ্জমেকার) সামাজিক উদ্যোগ ও তাদের উৎপাদিত পণ্যসম্ভার বিভিন্ন স্টলে প্রদর্শিত হয়। সম্মানিত অতিথিরা স্টলগুলো ঘুরে দেখার মাধ্যমে দেশের নানা প্রান্তে কমিউনিটিতে কাজ করা তরুণদের সমাজ বদলের গল্প, তাঁদের বিভিন্ন প্রকল্প, উৎপাদিত পণ্য ও পরিষেবা সম্পর্কে জানতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বনামধন্য ইনফ্লুয়েন্সার রাবা খান ও সাকিব বিন রশীদের সঙ্গে ইয়াং চেঞ্জমেকারদের লাইভ আড্ডার মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।
চলতি বছর ‘আমরা নতুন নেটওয়ার্ক’-এর আওতায় নির্ধারিত কমিউনিটিভিত্তিক প্রকল্পগুলোর মধ্য থেকে উদ্ভাবনীমূলক ধারণা উপস্থাপনের মাধ্যমে শীর্ষ ১০টি প্রকল্প নির্বাচিত হয়। অনুষ্ঠানে সেরা ৫ প্রকল্প হিসেবে বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করা ‘ওয়েস্ট টু রিসোর্স’, নারীদের দক্ষতা উন্নয়নে কাজ করা ‘উদ্যমিতা’, জলবায়ু মোকাবিলায় কাজ করা ‘উজ্জ্বীবন’, সকল আকারের মানুষের পোশাক নিয়ে কাজ করা ‘মুক্ত’ ও নারীদের আইটি প্রশিক্ষণ বিষয়ে কাজ করা ‘খাদিজা’ প্রকল্পকে ‘ইয়াং চেইঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৪’ দেওয়া হয়।
সম্মাননা প্রদান শেষে রাবা খান ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৪ পাওয়া সেরা ৫ প্রকল্পের চেঞ্জমেকারদের সঙ্গে তাদের সমাজ বদলের গল্প শুনতে এক অনানুষ্ঠানিক মুক্ত আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ ইয়াং চেঞ্জমেকারদের সঙ্গে একটি টাউন হল সেশনে অংশ নিয়ে তরুণদের উদ্দেশে বলেন, ‘যে কাজটা করবে মনে প্রাণে করবে যাতে করে অনেক বেশি মানুষের জীবনে প্রভাব রাখতে পারো। তোমার স্বপ্নটা যেন বড় হয়, খাঁটি হয়। আর জোট বেঁধে কাজ করবে। একজন কোনো ভালো কাজে এগিয়ে এলে আরও অনেকে আসে। এ জন্যই আমরা নতুন নেটওয়ার্ক করা হয়েছে যাতে আমরা একজন আরেকজনের পাশে থাকতে পারি।’

নতুন প্রজন্ম নতুনভাবে ভাববে, নতুনভাবে সমস্যার সমাধান দেবে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণেরা উদ্যমী ও উদ্ভাবনী প্রাণশক্তি দিয়ে সমাজকে পরিবর্তন করবে।
আজ শনিবার ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের উদ্যোগে ব্র্যাক, সিডিএম সাভারে দুই দিনব্যাপী ‘পরিবর্তনের উৎসব ২০২৪ ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্র্যাক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বিশ্বের মহান নেতারা বিশ্বে যে বড় বড় পরিবর্তনগুলো এনেছেন, তার আগে তারা তাদের প্রায়োরিটি সেভাবে নির্ধারণ করেছিলেন। তোমরা কীভাবে তোমাদেরটা নির্ধারণ করবে, সেটা তোমাদের ভেবে নিতে হবে। সবার ভাবনা ভিন্ন হবে, তবে সে ভাবনার মাঝে কিছু জিনিস কমন থাকতে হবে—সেটা হলো দেশপ্রেম, দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি কর্তব্য। যেভাবে পরিবারের প্রতি, মা-বাবার প্রতি তোমাদের কর্তব্যবোধ রয়েছে।’
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন ব্র্যাকের মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান। এরপর দেশের নানা প্রান্তের ইতিবাচক নানা সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়া তরুণদের (ইয়াং চেঞ্জমেকার) সামাজিক উদ্যোগ ও তাদের উৎপাদিত পণ্যসম্ভার বিভিন্ন স্টলে প্রদর্শিত হয়। সম্মানিত অতিথিরা স্টলগুলো ঘুরে দেখার মাধ্যমে দেশের নানা প্রান্তে কমিউনিটিতে কাজ করা তরুণদের সমাজ বদলের গল্প, তাঁদের বিভিন্ন প্রকল্প, উৎপাদিত পণ্য ও পরিষেবা সম্পর্কে জানতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বনামধন্য ইনফ্লুয়েন্সার রাবা খান ও সাকিব বিন রশীদের সঙ্গে ইয়াং চেঞ্জমেকারদের লাইভ আড্ডার মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।
চলতি বছর ‘আমরা নতুন নেটওয়ার্ক’-এর আওতায় নির্ধারিত কমিউনিটিভিত্তিক প্রকল্পগুলোর মধ্য থেকে উদ্ভাবনীমূলক ধারণা উপস্থাপনের মাধ্যমে শীর্ষ ১০টি প্রকল্প নির্বাচিত হয়। অনুষ্ঠানে সেরা ৫ প্রকল্প হিসেবে বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করা ‘ওয়েস্ট টু রিসোর্স’, নারীদের দক্ষতা উন্নয়নে কাজ করা ‘উদ্যমিতা’, জলবায়ু মোকাবিলায় কাজ করা ‘উজ্জ্বীবন’, সকল আকারের মানুষের পোশাক নিয়ে কাজ করা ‘মুক্ত’ ও নারীদের আইটি প্রশিক্ষণ বিষয়ে কাজ করা ‘খাদিজা’ প্রকল্পকে ‘ইয়াং চেইঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৪’ দেওয়া হয়।
সম্মাননা প্রদান শেষে রাবা খান ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৪ পাওয়া সেরা ৫ প্রকল্পের চেঞ্জমেকারদের সঙ্গে তাদের সমাজ বদলের গল্প শুনতে এক অনানুষ্ঠানিক মুক্ত আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ ইয়াং চেঞ্জমেকারদের সঙ্গে একটি টাউন হল সেশনে অংশ নিয়ে তরুণদের উদ্দেশে বলেন, ‘যে কাজটা করবে মনে প্রাণে করবে যাতে করে অনেক বেশি মানুষের জীবনে প্রভাব রাখতে পারো। তোমার স্বপ্নটা যেন বড় হয়, খাঁটি হয়। আর জোট বেঁধে কাজ করবে। একজন কোনো ভালো কাজে এগিয়ে এলে আরও অনেকে আসে। এ জন্যই আমরা নতুন নেটওয়ার্ক করা হয়েছে যাতে আমরা একজন আরেকজনের পাশে থাকতে পারি।’

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
১০ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে