নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়্যার হাউসে (গুদাম) থাকা পেপার ক্যারেট থেকে প্রায় ৬০ কেজি মালপত্র অবৈধভাবে বের করা হয়েছে। এ মালামাল বের করে আনতে আমদানিকারকের সঙ্গে আট লাখ টাকার চুক্তি করেন একজন ‘কাস্টম সরকার’। চুক্তির পর তাকে ৬ লাখ টাকা পরিশোধও করা হয়েছে। বিষয়টি জানাজানি পর গত মঙ্গলবার বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে মামলা করেন। মামলায় বলা হয়, এভাবে পণ্য বের করে আনায় রাজস্ব হারিয়ে সরকার।
এ ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের সহকারী ব্যবস্থাপক (কার্গো আমদানি) মো. জামাল হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় গত ২ মে একটি মামলা করেন। ওই মামলায় বেশ কয়েকজনকে আসামি করা হয়। তাদের মধ্যে ছামরুল ইসলাম (৩৪) ও মোস্তাফিজুর রহমান দুজনকে গ্রেপ্তার করা হয়। সেদিন তাঁরা ওয়্যার হাউসের সামনে ডিউটি পালন করছিলেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা এ চুরির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (টিকে-৭১২) ৬০ কেজি ওজনের একটি পেপার ক্যারেট (কাগজে মোড়ানো বাক্স) বিমানবন্দরে পৌঁছায়। ক্যারেটটির ভেতরে পাম্পের যন্ত্রাংশ ছিল। এটি আমদানি করেছিল এফএম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। ৩০ এপ্রিল বিমানের নিরাপত্তাকর্মী লক্ষ্য করেন, ক্যারেটটি খোলা ও মালামাল নেই। পরে ১ মে সিসি টিভি ক্যামেরার ফুটেজ তল্লাশি করা হয়। সেখানে দেখা যায়, ৩০ এপ্রিল ডিউটি করছিলেন নিরাপত্তা রক্ষী ছামরুল। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ছামরুল পণ্যটি অবৈধ উপায়ে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে। এতে তাঁর সহযোগী হিসেবে মোস্তাফিজুর রহমানের নাম বলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল শেখ আজকের পত্রিকাকে বলেন, ওয়ার হাউস থেকে চুরি করে শুল্ক ফাঁকি দিয়ে মালামাল (পাম্প জাতীয় দ্রব্য) বের করার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই আসামি কারাগারে রয়েছে। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দিও দিয়েছে। এদের যারা চুক্তি করেছেন তাদের উদ্দেশ্যও কি ছিল তা জানতে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়্যার হাউসে (গুদাম) থাকা পেপার ক্যারেট থেকে প্রায় ৬০ কেজি মালপত্র অবৈধভাবে বের করা হয়েছে। এ মালামাল বের করে আনতে আমদানিকারকের সঙ্গে আট লাখ টাকার চুক্তি করেন একজন ‘কাস্টম সরকার’। চুক্তির পর তাকে ৬ লাখ টাকা পরিশোধও করা হয়েছে। বিষয়টি জানাজানি পর গত মঙ্গলবার বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে মামলা করেন। মামলায় বলা হয়, এভাবে পণ্য বের করে আনায় রাজস্ব হারিয়ে সরকার।
এ ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের সহকারী ব্যবস্থাপক (কার্গো আমদানি) মো. জামাল হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় গত ২ মে একটি মামলা করেন। ওই মামলায় বেশ কয়েকজনকে আসামি করা হয়। তাদের মধ্যে ছামরুল ইসলাম (৩৪) ও মোস্তাফিজুর রহমান দুজনকে গ্রেপ্তার করা হয়। সেদিন তাঁরা ওয়্যার হাউসের সামনে ডিউটি পালন করছিলেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা এ চুরির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (টিকে-৭১২) ৬০ কেজি ওজনের একটি পেপার ক্যারেট (কাগজে মোড়ানো বাক্স) বিমানবন্দরে পৌঁছায়। ক্যারেটটির ভেতরে পাম্পের যন্ত্রাংশ ছিল। এটি আমদানি করেছিল এফএম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। ৩০ এপ্রিল বিমানের নিরাপত্তাকর্মী লক্ষ্য করেন, ক্যারেটটি খোলা ও মালামাল নেই। পরে ১ মে সিসি টিভি ক্যামেরার ফুটেজ তল্লাশি করা হয়। সেখানে দেখা যায়, ৩০ এপ্রিল ডিউটি করছিলেন নিরাপত্তা রক্ষী ছামরুল। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ছামরুল পণ্যটি অবৈধ উপায়ে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে। এতে তাঁর সহযোগী হিসেবে মোস্তাফিজুর রহমানের নাম বলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল শেখ আজকের পত্রিকাকে বলেন, ওয়ার হাউস থেকে চুরি করে শুল্ক ফাঁকি দিয়ে মালামাল (পাম্প জাতীয় দ্রব্য) বের করার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই আসামি কারাগারে রয়েছে। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দিও দিয়েছে। এদের যারা চুক্তি করেছেন তাদের উদ্দেশ্যও কি ছিল তা জানতে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে