ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামীকাল সোমবার থেকে যান চলাচল আবার নিয়ন্ত্রণ করা শুরু হবে। বইমেলা এবং রমজান উপলক্ষে গত দুই মাস যান চলাচল শিথিল থাকার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় এ সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বইমেলা এবং রমজানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল পুনরায় নিয়ন্ত্রণের কাজ আগামীকাল সোমবার শুরু হবে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বেলা ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলো সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ নিয়ন্ত্রণ চলবে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত—ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত ক্যাম্পাসের ভেতরে অন্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। তবে গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ সব সময় নিয়ন্ত্রিত থাকবে।
সেই সঙ্গে অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে এ সিদ্ধান্ত সময়ে সময়ে পুনর্মূল্যায়ন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্ত কোনো নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে কি না, এ প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার শিক্ষার্থীদের নিরাপত্তা সবার আগে। শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে আগেই সাধুবাদ জানিয়েছে। তবে কোনো একটি বিষয়ে সবার একমত না হওয়াই স্বাভাবিক। এ ক্ষেত্রে বৃহত্তর স্বার্থকেই আমরা প্রাধান্য দেব।’
এর আগে গত বছরের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যান চলাচল নিয়ন্ত্রণের এ সিদ্ধান্ত গ্রহণ করে। এ বছরের ফেব্রুয়ারির শুরু থেকে একুশে বইমেলা উপলক্ষে এটি শিথিল করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামীকাল সোমবার থেকে যান চলাচল আবার নিয়ন্ত্রণ করা শুরু হবে। বইমেলা এবং রমজান উপলক্ষে গত দুই মাস যান চলাচল শিথিল থাকার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় এ সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বইমেলা এবং রমজানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল পুনরায় নিয়ন্ত্রণের কাজ আগামীকাল সোমবার শুরু হবে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বেলা ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলো সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ নিয়ন্ত্রণ চলবে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত—ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত ক্যাম্পাসের ভেতরে অন্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। তবে গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ সব সময় নিয়ন্ত্রিত থাকবে।
সেই সঙ্গে অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে এ সিদ্ধান্ত সময়ে সময়ে পুনর্মূল্যায়ন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্ত কোনো নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে কি না, এ প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার শিক্ষার্থীদের নিরাপত্তা সবার আগে। শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে আগেই সাধুবাদ জানিয়েছে। তবে কোনো একটি বিষয়ে সবার একমত না হওয়াই স্বাভাবিক। এ ক্ষেত্রে বৃহত্তর স্বার্থকেই আমরা প্রাধান্য দেব।’
এর আগে গত বছরের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যান চলাচল নিয়ন্ত্রণের এ সিদ্ধান্ত গ্রহণ করে। এ বছরের ফেব্রুয়ারির শুরু থেকে একুশে বইমেলা উপলক্ষে এটি শিথিল করা হয়।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে