ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামীকাল সোমবার থেকে যান চলাচল আবার নিয়ন্ত্রণ করা শুরু হবে। বইমেলা এবং রমজান উপলক্ষে গত দুই মাস যান চলাচল শিথিল থাকার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় এ সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বইমেলা এবং রমজানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল পুনরায় নিয়ন্ত্রণের কাজ আগামীকাল সোমবার শুরু হবে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বেলা ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলো সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ নিয়ন্ত্রণ চলবে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত—ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত ক্যাম্পাসের ভেতরে অন্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। তবে গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ সব সময় নিয়ন্ত্রিত থাকবে।
সেই সঙ্গে অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে এ সিদ্ধান্ত সময়ে সময়ে পুনর্মূল্যায়ন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্ত কোনো নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে কি না, এ প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার শিক্ষার্থীদের নিরাপত্তা সবার আগে। শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে আগেই সাধুবাদ জানিয়েছে। তবে কোনো একটি বিষয়ে সবার একমত না হওয়াই স্বাভাবিক। এ ক্ষেত্রে বৃহত্তর স্বার্থকেই আমরা প্রাধান্য দেব।’
এর আগে গত বছরের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যান চলাচল নিয়ন্ত্রণের এ সিদ্ধান্ত গ্রহণ করে। এ বছরের ফেব্রুয়ারির শুরু থেকে একুশে বইমেলা উপলক্ষে এটি শিথিল করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামীকাল সোমবার থেকে যান চলাচল আবার নিয়ন্ত্রণ করা শুরু হবে। বইমেলা এবং রমজান উপলক্ষে গত দুই মাস যান চলাচল শিথিল থাকার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় এ সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বইমেলা এবং রমজানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল পুনরায় নিয়ন্ত্রণের কাজ আগামীকাল সোমবার শুরু হবে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বেলা ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলো সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ নিয়ন্ত্রণ চলবে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত—ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত ক্যাম্পাসের ভেতরে অন্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। তবে গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ সব সময় নিয়ন্ত্রিত থাকবে।
সেই সঙ্গে অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে এ সিদ্ধান্ত সময়ে সময়ে পুনর্মূল্যায়ন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্ত কোনো নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে কি না, এ প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার শিক্ষার্থীদের নিরাপত্তা সবার আগে। শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে আগেই সাধুবাদ জানিয়েছে। তবে কোনো একটি বিষয়ে সবার একমত না হওয়াই স্বাভাবিক। এ ক্ষেত্রে বৃহত্তর স্বার্থকেই আমরা প্রাধান্য দেব।’
এর আগে গত বছরের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যান চলাচল নিয়ন্ত্রণের এ সিদ্ধান্ত গ্রহণ করে। এ বছরের ফেব্রুয়ারির শুরু থেকে একুশে বইমেলা উপলক্ষে এটি শিথিল করা হয়।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে