আমানুর রহমান রনি, ঢাকা

চলমান কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে না পুলিশ। সরকারের উচ্চমহল থেকে পুলিশকে সংযত ও ধৈর্যধারণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আন্দোলনে উসকানিদাতা ও স্বার্থান্বেষী মহলকে নজরদারিতে রাখতে বলা হয়েছে। এ জন্য সাদা পোশাকের পুলিশের বিশেষ টিম গঠন করা হয়েছে। পুলিশের এই বিশেষ টিম অন্তত ১৬ উসকানিদাতাকে শনাক্ত করেছে বলে দাবি করা হচ্ছে।
পুলিশ বলছে, এই ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে আন্দোলনে উসকানি দিচ্ছেন। তাঁদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা রয়েছেন। এদিকে চলমান আন্দোলনের ঘটনায় গতকাল রোববার পর্যন্ত রাজধানীর শাহবাগ ও নিউমার্কেট থানায় পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে মহানগর পুলিশ। তবে এখনো কোনো আটক বা গ্রেপ্তার নেই।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের চলমান আন্দোলনে মাঠের পুলিশকে সংযত ও ধৈর্য ধরতে বলা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের বাহাস ও সংঘর্ষে না জড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও আন্দোলনরত শিক্ষার্থীরা মারমুখী আচরণ করলে নিরাপদ দূরত্ব বজায় রেখে ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রটি জানিয়েছে, কোটাবিরোধী আন্দোলনে উসকানি দিচ্ছে এমন ১৬ জনকে শনাক্ত করা হয়েছে। যাঁরা ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে উসকানি দিচ্ছেন, তাঁদের বিষয়ে পুলিশ তথ্য সংগ্রহ করছে। ১৬ ব্যক্তির মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা রয়েছেন। উসকানিদাতাদের শনাক্তে পুলিশের সাদা পোশাকে বিশেষ টিম কাজ করছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘আমরা সর্বোচ্চ পেশাদারির সঙ্গে শিক্ষার্থীদের এই আন্দোলনের সময়ে দায়িত্ব পালন করছি। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা খেয়াল রাখছি। এই আন্দোলনে অনুপ্রবেশকারীদের বিষয়েও আমরা খেয়াল রাখছি।’
উসকানিদাতাদের বিষয়ে তিনি বলেন, ‘এসব বড় মুভমেন্টে সব সময় তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করে। সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে।’

চলমান কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে না পুলিশ। সরকারের উচ্চমহল থেকে পুলিশকে সংযত ও ধৈর্যধারণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আন্দোলনে উসকানিদাতা ও স্বার্থান্বেষী মহলকে নজরদারিতে রাখতে বলা হয়েছে। এ জন্য সাদা পোশাকের পুলিশের বিশেষ টিম গঠন করা হয়েছে। পুলিশের এই বিশেষ টিম অন্তত ১৬ উসকানিদাতাকে শনাক্ত করেছে বলে দাবি করা হচ্ছে।
পুলিশ বলছে, এই ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে আন্দোলনে উসকানি দিচ্ছেন। তাঁদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা রয়েছেন। এদিকে চলমান আন্দোলনের ঘটনায় গতকাল রোববার পর্যন্ত রাজধানীর শাহবাগ ও নিউমার্কেট থানায় পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে মহানগর পুলিশ। তবে এখনো কোনো আটক বা গ্রেপ্তার নেই।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের চলমান আন্দোলনে মাঠের পুলিশকে সংযত ও ধৈর্য ধরতে বলা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের বাহাস ও সংঘর্ষে না জড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও আন্দোলনরত শিক্ষার্থীরা মারমুখী আচরণ করলে নিরাপদ দূরত্ব বজায় রেখে ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রটি জানিয়েছে, কোটাবিরোধী আন্দোলনে উসকানি দিচ্ছে এমন ১৬ জনকে শনাক্ত করা হয়েছে। যাঁরা ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে উসকানি দিচ্ছেন, তাঁদের বিষয়ে পুলিশ তথ্য সংগ্রহ করছে। ১৬ ব্যক্তির মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা রয়েছেন। উসকানিদাতাদের শনাক্তে পুলিশের সাদা পোশাকে বিশেষ টিম কাজ করছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘আমরা সর্বোচ্চ পেশাদারির সঙ্গে শিক্ষার্থীদের এই আন্দোলনের সময়ে দায়িত্ব পালন করছি। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা খেয়াল রাখছি। এই আন্দোলনে অনুপ্রবেশকারীদের বিষয়েও আমরা খেয়াল রাখছি।’
উসকানিদাতাদের বিষয়ে তিনি বলেন, ‘এসব বড় মুভমেন্টে সব সময় তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করে। সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৩ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৪ ঘণ্টা আগে