নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ওয়ারীর গোপীবাগ এলাকায় গত শনিবার দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আলমগীর হোসেন (৪৮) নামের এক যুবলীগ নেতার বাম হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম ওমর আশরাফ।
আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা এএসপি এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেছেন।
এনায়েত কবির সোয়েব জানান, রাজধানীর ওয়ারী থানার গোপীবাগ এলাকায় গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে আলমগীর হোসেন নামের এক ব্যক্তির ওপর হামলা করা হয়। দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে তাদের কাছে থাকা ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আলমগীরকে হত্যার উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং তার বাম হাতের কবজি কেটে ফেলে। পরে আলমগীরের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা আলমগীরকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। আলমগীর ওয়ারী ৩৯ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি।
ঘটনার পর খবর পেয়ে আলমগীরের আত্মীয়-স্বজনরা দ্রুত আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অলমগীরকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওমর আশরাফ ফারুকসহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করে আহত আলমগীরের পরিবার, মামলা নম্বর ৬। আহত আলমগীর ৯৮ /২ / ৫ ডি আরকে মিশন রোড গোপীবাগের বাসিন্দা।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী মোহাম্মদপুর থানার সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত ওমরা আশরাফ ফারুককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফারুক হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ফারুককে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের কর্মকর্তা এনায়েত কবির সোয়েব।

রাজধানীর ওয়ারীর গোপীবাগ এলাকায় গত শনিবার দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আলমগীর হোসেন (৪৮) নামের এক যুবলীগ নেতার বাম হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম ওমর আশরাফ।
আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা এএসপি এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেছেন।
এনায়েত কবির সোয়েব জানান, রাজধানীর ওয়ারী থানার গোপীবাগ এলাকায় গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে আলমগীর হোসেন নামের এক ব্যক্তির ওপর হামলা করা হয়। দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে তাদের কাছে থাকা ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আলমগীরকে হত্যার উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং তার বাম হাতের কবজি কেটে ফেলে। পরে আলমগীরের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা আলমগীরকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। আলমগীর ওয়ারী ৩৯ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি।
ঘটনার পর খবর পেয়ে আলমগীরের আত্মীয়-স্বজনরা দ্রুত আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অলমগীরকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওমর আশরাফ ফারুকসহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করে আহত আলমগীরের পরিবার, মামলা নম্বর ৬। আহত আলমগীর ৯৮ /২ / ৫ ডি আরকে মিশন রোড গোপীবাগের বাসিন্দা।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী মোহাম্মদপুর থানার সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত ওমরা আশরাফ ফারুককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফারুক হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ফারুককে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের কর্মকর্তা এনায়েত কবির সোয়েব।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে