নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ওয়ারীর গোপীবাগ এলাকায় গত শনিবার দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আলমগীর হোসেন (৪৮) নামের এক যুবলীগ নেতার বাম হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম ওমর আশরাফ।
আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা এএসপি এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেছেন।
এনায়েত কবির সোয়েব জানান, রাজধানীর ওয়ারী থানার গোপীবাগ এলাকায় গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে আলমগীর হোসেন নামের এক ব্যক্তির ওপর হামলা করা হয়। দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে তাদের কাছে থাকা ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আলমগীরকে হত্যার উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং তার বাম হাতের কবজি কেটে ফেলে। পরে আলমগীরের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা আলমগীরকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। আলমগীর ওয়ারী ৩৯ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি।
ঘটনার পর খবর পেয়ে আলমগীরের আত্মীয়-স্বজনরা দ্রুত আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অলমগীরকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওমর আশরাফ ফারুকসহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করে আহত আলমগীরের পরিবার, মামলা নম্বর ৬। আহত আলমগীর ৯৮ /২ / ৫ ডি আরকে মিশন রোড গোপীবাগের বাসিন্দা।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী মোহাম্মদপুর থানার সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত ওমরা আশরাফ ফারুককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফারুক হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ফারুককে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের কর্মকর্তা এনায়েত কবির সোয়েব।

রাজধানীর ওয়ারীর গোপীবাগ এলাকায় গত শনিবার দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আলমগীর হোসেন (৪৮) নামের এক যুবলীগ নেতার বাম হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম ওমর আশরাফ।
আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা এএসপি এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেছেন।
এনায়েত কবির সোয়েব জানান, রাজধানীর ওয়ারী থানার গোপীবাগ এলাকায় গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে আলমগীর হোসেন নামের এক ব্যক্তির ওপর হামলা করা হয়। দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে তাদের কাছে থাকা ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আলমগীরকে হত্যার উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং তার বাম হাতের কবজি কেটে ফেলে। পরে আলমগীরের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা আলমগীরকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। আলমগীর ওয়ারী ৩৯ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি।
ঘটনার পর খবর পেয়ে আলমগীরের আত্মীয়-স্বজনরা দ্রুত আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অলমগীরকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওমর আশরাফ ফারুকসহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করে আহত আলমগীরের পরিবার, মামলা নম্বর ৬। আহত আলমগীর ৯৮ /২ / ৫ ডি আরকে মিশন রোড গোপীবাগের বাসিন্দা।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী মোহাম্মদপুর থানার সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত ওমরা আশরাফ ফারুককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফারুক হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ফারুককে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের কর্মকর্তা এনায়েত কবির সোয়েব।

নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
০১ জানুয়ারি ১৯৭০
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১৪ মিনিট আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১৮ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
২১ মিনিট আগে