নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্মাণ সামগ্রীর ওপর ট্যাক্স ২ শতাংশ করার দাবিসহ সরকারের কাছে ৮টি সুপারিশ প্রস্তাব করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্সট্রাকশন ইন্ডাস্ট্রি (বিএসসিআই)। আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এই সুপারিশ প্রস্তাব উত্থাপন করে বিএসসিআই।
এমএস রড ও অন্যান্য নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিগত ১ বছরে নির্মাণ প্রকল্পের সকল দ্রব্যাদির মূল্য অস্বাভাবিক ও লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন আলোচকেরা।
তাঁরা জানান, বর্তমানে প্রতি টন রডের দাম ৯০-৯৫ হাজার টাকা, যা ২০২১ সালে ছিল ৫৫-৬০ হাজার টাকা। এতে দেখা যাচ্ছে, রডের দাম শতকরা ৬০ ভাগের বেশি বেড়েছে। পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, বৈদ্যুতিক সামগ্রী, ইলেকট্রো মেকানিক্যাল দ্রব্য সমূহের মূল্যও ৪০-৯৪ শতাংশের বেশি বেড়েছে। এ ছাড়া এ শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক, সুপারভাইজার ও দক্ষ জনবলের মজুরি শতকরা ৬০-৭০ শতাংশ বেড়েছে।
বিএসিআইয়ের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘যারা রড নির্মাণ করে তাদের ট্যাক্স হলো ২ শতাংশ। রডের দাম যাই হোক, এর ভ্যাট হলো ২ হাজার টাকা। আমরা এখন ট্যাক্স দিই সাড়ে ৭ শতাংশ। আমরা সেটা ২ শতাংশ করার প্রস্তাব করছি।’
জিডিপিতে নির্মাণ শিল্পের অবদান বর্তমানে প্রায় ১২-১৪ শতাংশের অধিক উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, যেকোনো অবকাঠামো নির্মাণকাজের অন্যতম প্রধান উপাদান হচ্ছে এমএস রড। এর মূল্য বৃদ্ধি পুরো স্থাপনার ওপরে প্রভাব ফেলে। সাধারণত জিওবি ফান্ডের সমস্ত কাজ একদরে কার্যাদেশ প্রদান করা হয় এবং কার্যাদেশ পাওয়ার পরে কার্য সমাপ্তির কার্যকালিন সময়ে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পেলেও আমরা সরকারের কাছে কোন প্রকার মূল্য সমন্বয় পাই না। ধারা থাকলেও তা কার্যকরী নয়।

নির্মাণ সামগ্রীর ওপর ট্যাক্স ২ শতাংশ করার দাবিসহ সরকারের কাছে ৮টি সুপারিশ প্রস্তাব করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্সট্রাকশন ইন্ডাস্ট্রি (বিএসসিআই)। আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এই সুপারিশ প্রস্তাব উত্থাপন করে বিএসসিআই।
এমএস রড ও অন্যান্য নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিগত ১ বছরে নির্মাণ প্রকল্পের সকল দ্রব্যাদির মূল্য অস্বাভাবিক ও লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন আলোচকেরা।
তাঁরা জানান, বর্তমানে প্রতি টন রডের দাম ৯০-৯৫ হাজার টাকা, যা ২০২১ সালে ছিল ৫৫-৬০ হাজার টাকা। এতে দেখা যাচ্ছে, রডের দাম শতকরা ৬০ ভাগের বেশি বেড়েছে। পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, বৈদ্যুতিক সামগ্রী, ইলেকট্রো মেকানিক্যাল দ্রব্য সমূহের মূল্যও ৪০-৯৪ শতাংশের বেশি বেড়েছে। এ ছাড়া এ শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক, সুপারভাইজার ও দক্ষ জনবলের মজুরি শতকরা ৬০-৭০ শতাংশ বেড়েছে।
বিএসিআইয়ের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘যারা রড নির্মাণ করে তাদের ট্যাক্স হলো ২ শতাংশ। রডের দাম যাই হোক, এর ভ্যাট হলো ২ হাজার টাকা। আমরা এখন ট্যাক্স দিই সাড়ে ৭ শতাংশ। আমরা সেটা ২ শতাংশ করার প্রস্তাব করছি।’
জিডিপিতে নির্মাণ শিল্পের অবদান বর্তমানে প্রায় ১২-১৪ শতাংশের অধিক উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, যেকোনো অবকাঠামো নির্মাণকাজের অন্যতম প্রধান উপাদান হচ্ছে এমএস রড। এর মূল্য বৃদ্ধি পুরো স্থাপনার ওপরে প্রভাব ফেলে। সাধারণত জিওবি ফান্ডের সমস্ত কাজ একদরে কার্যাদেশ প্রদান করা হয় এবং কার্যাদেশ পাওয়ার পরে কার্য সমাপ্তির কার্যকালিন সময়ে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পেলেও আমরা সরকারের কাছে কোন প্রকার মূল্য সমন্বয় পাই না। ধারা থাকলেও তা কার্যকরী নয়।

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৬ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৩ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২০ মিনিট আগে