Ajker Patrika

বনানীতে পোশাকশ্রমিকবাহী বাস উল্টে আহত ৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১২: ২১
বনানীতে পোশাকশ্রমিকবাহী বাস উল্টে আহত ৪২

রাজধানীর বনানীতে পোশাককর্মীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ৪২ জন আহত হয়েছেন। এর মধ্যে ছয়জনের অবস্থা কিছুটা গুরুতর। আজ শুক্রবার ভোরে পরিস্থান পরিবহনের বাসটি উল্টে যায়। এ ঘটনায় সকাল থেকে বনানী সড়কে যান চলাচল ধীরগতিতে রয়েছে। মহাখালী বাস টার্মিনালে কিছুটা যানজট তৈরি হয়েছে।

বনানী-২

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, পরিস্থান পরিবহনের একটি বাস ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত পোশাকশ্রমিকদের আনা-নেওয়া করত। ভোরে শ্রমিকদের নিয়ে বাসটি গাজীপুরে যাচ্ছিল। এর মধ্যে বনানীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৪২ জন শ্রমিক আহত হয়েছেন। তবে ছয়জন বাদে বাকিরা তেমন গুরুতর আহত হননি। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গার্মেন্টস মালিকপক্ষ আহত শ্রমিকদের দেখভাল করছে বলে জানান ওসি।

বাসটি ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত