মাদারীপুর প্রতিনিধি

অবশেষে হারিয়ে যাওয়া ১০৮ বছর বয়সী কপিল উদ্দিন খুঁজে পেলেন তাঁর পরিবার। মাদারীপুরের ডাসার থানার পুলিশের সহযোগিতায় মঙ্গলবার বিকেল ৫টার দিকে কপিল উদ্দিনকে তাঁর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। পুলিশের এই উদ্যোগে পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিকও মনে করছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানান, যশোরের অভয়নগর থানার পাইকপাড়া গ্রামের মৃত বহর উদ্দিন মৃধার ছেলে কপিল উদ্দিন মৃধা। তাঁর তিন ছেলে ও পাঁচ মেয়ে রয়েছেন। সম্প্রতি তিনি মেজ ছেলে মনির মৃধার ঢাকার জুরাইনের বাসায় বেড়াতে যান। সেখান থেকে গত ২০ সেপ্টেম্বর কাউকে না বলে বাড়িতে আসার পথে হারিয়ে যান। তাঁর পরিবার অনেক খোঁজা-খুঁজির পরেও তাঁর সন্ধান পাচ্ছিল না।
ডাসার থানার পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে ক্লান্ত এক বৃদ্ধকে কেউ থানার পাশে রেখে চলে যায়। পরে সন্ধান পেয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান ঘটনাস্থল থেকে বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে যান। বৃদ্ধর শারীরিক অবস্থা খুবই নাজুক ছিল। পরে ওসির নির্দেশে থানার পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান ও সমর ঘোষ অসুস্থ কপিল উদ্দিন মৃধাকে রাত ১১টার দিকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও খাদ্যসামগ্রী কিনে দেওয়া হয়। শারীরিক অবস্থা নাজুক হওয়ায় সারা রাত তাঁর পাশে ছিল পুলিশ। পরে মঙ্গলবার সকালে কপিল উদ্দিন মৃধা কিছুটা সুস্থ হলে তাঁর কাছ থেকে গ্রামের বাড়ির ঠিকানা জানা যায়।
পরে যশোরের অভয়নগর থানায় যোগাযোগ করে পরিবারের ঠিকানা সংগ্রহ করে ফোনে যোগাযোগ করা হয়। খবর পেয়ে কপিল উদ্দিনের ছেলে ডাসার থানায় উপস্থিত হলে তাঁর পরিবারের কাছে কপিল উদ্দিন মৃধাকে তুলে দেয় পুলিশ। তখন বৃদ্ধকে জড়িয়ে ধরে কান্না করে পরিবারের লোকজন। চোখের পানি এড়ায়নি বৃদ্ধর দায়িত্বে থাকা এসআই হাফিজুর রহমান, সমীর ঘোষ ও ওসি হামিদুজ্জামানের। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
এ ব্যাপারে বৃদ্ধর ছেলে মনির মৃধা বলেন, ‘আমার বাবার বয়স ১০৮ বছর। সে কাউকে না জানিয়ে আমার বাসা থেকে বের হয়ে আসে। অনেক খুঁজেও তাঁকে পাইনি। আল্লাহর রহমতে পুলিশের সহযোগিতায় আমার বাবাকে খুঁজে পেয়েছি। পুলিশ সদস্যদের জন্য মন থেকে দোয়া রইল।’
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘নিখোঁজ বৃদ্ধকে পাওয়ার বিষয়টি আমরা দায়িত্বের পাশাপাশি মানবিক দৃষ্টিতে দেখেছি। সারাক্ষণ চেষ্টা করেছি তাঁর সেবাযত্নে যাতে ত্রুটি না হয় সেদিকে লক্ষ রাখতে। অনেক খুঁজে পরিবারের সন্ধান পাওয়ায় এবং তাঁকে পরিবারের কাছে বুঝিয়ে দিতে পেরে নিজেকে হালকা মনে করছি।’
পুলিশের এমন মানবিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে রাজনৈতিক ও সুশীল সমাজ। ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, ‘বিষয়টি শুনে খুব ভালো লাগল। পুলিশ যে শুধু চোর-ডাকাত ধরে তেমন না, তারা যে মানবিক আর সহানুভূতিশীল এটাই তার প্রমাণ। আমি ডাসার থানার পুলিশকে ধন্যবাদ জানাই।’

অবশেষে হারিয়ে যাওয়া ১০৮ বছর বয়সী কপিল উদ্দিন খুঁজে পেলেন তাঁর পরিবার। মাদারীপুরের ডাসার থানার পুলিশের সহযোগিতায় মঙ্গলবার বিকেল ৫টার দিকে কপিল উদ্দিনকে তাঁর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। পুলিশের এই উদ্যোগে পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিকও মনে করছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানান, যশোরের অভয়নগর থানার পাইকপাড়া গ্রামের মৃত বহর উদ্দিন মৃধার ছেলে কপিল উদ্দিন মৃধা। তাঁর তিন ছেলে ও পাঁচ মেয়ে রয়েছেন। সম্প্রতি তিনি মেজ ছেলে মনির মৃধার ঢাকার জুরাইনের বাসায় বেড়াতে যান। সেখান থেকে গত ২০ সেপ্টেম্বর কাউকে না বলে বাড়িতে আসার পথে হারিয়ে যান। তাঁর পরিবার অনেক খোঁজা-খুঁজির পরেও তাঁর সন্ধান পাচ্ছিল না।
ডাসার থানার পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে ক্লান্ত এক বৃদ্ধকে কেউ থানার পাশে রেখে চলে যায়। পরে সন্ধান পেয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান ঘটনাস্থল থেকে বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে যান। বৃদ্ধর শারীরিক অবস্থা খুবই নাজুক ছিল। পরে ওসির নির্দেশে থানার পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান ও সমর ঘোষ অসুস্থ কপিল উদ্দিন মৃধাকে রাত ১১টার দিকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও খাদ্যসামগ্রী কিনে দেওয়া হয়। শারীরিক অবস্থা নাজুক হওয়ায় সারা রাত তাঁর পাশে ছিল পুলিশ। পরে মঙ্গলবার সকালে কপিল উদ্দিন মৃধা কিছুটা সুস্থ হলে তাঁর কাছ থেকে গ্রামের বাড়ির ঠিকানা জানা যায়।
পরে যশোরের অভয়নগর থানায় যোগাযোগ করে পরিবারের ঠিকানা সংগ্রহ করে ফোনে যোগাযোগ করা হয়। খবর পেয়ে কপিল উদ্দিনের ছেলে ডাসার থানায় উপস্থিত হলে তাঁর পরিবারের কাছে কপিল উদ্দিন মৃধাকে তুলে দেয় পুলিশ। তখন বৃদ্ধকে জড়িয়ে ধরে কান্না করে পরিবারের লোকজন। চোখের পানি এড়ায়নি বৃদ্ধর দায়িত্বে থাকা এসআই হাফিজুর রহমান, সমীর ঘোষ ও ওসি হামিদুজ্জামানের। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
এ ব্যাপারে বৃদ্ধর ছেলে মনির মৃধা বলেন, ‘আমার বাবার বয়স ১০৮ বছর। সে কাউকে না জানিয়ে আমার বাসা থেকে বের হয়ে আসে। অনেক খুঁজেও তাঁকে পাইনি। আল্লাহর রহমতে পুলিশের সহযোগিতায় আমার বাবাকে খুঁজে পেয়েছি। পুলিশ সদস্যদের জন্য মন থেকে দোয়া রইল।’
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘নিখোঁজ বৃদ্ধকে পাওয়ার বিষয়টি আমরা দায়িত্বের পাশাপাশি মানবিক দৃষ্টিতে দেখেছি। সারাক্ষণ চেষ্টা করেছি তাঁর সেবাযত্নে যাতে ত্রুটি না হয় সেদিকে লক্ষ রাখতে। অনেক খুঁজে পরিবারের সন্ধান পাওয়ায় এবং তাঁকে পরিবারের কাছে বুঝিয়ে দিতে পেরে নিজেকে হালকা মনে করছি।’
পুলিশের এমন মানবিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে রাজনৈতিক ও সুশীল সমাজ। ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, ‘বিষয়টি শুনে খুব ভালো লাগল। পুলিশ যে শুধু চোর-ডাকাত ধরে তেমন না, তারা যে মানবিক আর সহানুভূতিশীল এটাই তার প্রমাণ। আমি ডাসার থানার পুলিশকে ধন্যবাদ জানাই।’

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
২ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
২ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৩ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৩ ঘণ্টা আগে