নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকায় পূর্বশত্রুতার জেরে ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আলভী হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রায়হান (২০), মো. হাবিবুর রহমান মুন্না (২৬), সমতি পাল (২৩) ও কাউসার (২১)।
আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এসব তথ্য জানান।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি লেকের বাগানবাড়ি এলাকায় একটি রেস্তোরাঁয় চেয়ারে বসা নিয়ে নিহত আলভী ও তাঁর বন্ধুদের সঙ্গে আসামি হাসানসহ কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। পরে তাঁরা পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটান।
ডিসি মাসুদ আলম জানান, নিহত সামিউর রহমান খান আলভী হাজারীবাগ থানার মনেশ্বর রোডে পরিবারের সঙ্গে থাকতেন এবং ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত শুক্রবার আলভী ও তাঁর তিন বন্ধু আশরাফুল ইসলাম, জাকারিয়া ও ইসমাইল হোসেন ধানমন্ডি লেকপাড়ের একটি রেস্টুরেন্টে অবস্থান করছিলেন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিরাসহ অজ্ঞাতনামা কয়েকজন তাঁদের কৌশলে হাজারীবাগ থানার জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। তাঁরা আলভী ও তাঁর বন্ধুদের শরীরের বিভিন্ন স্থানে ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।
আলভীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আলভীর তিন বন্ধু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আলভীর বাবা মশিউর রহমান খানের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি মামলা রুজু করা হয়।
ডিসি আরও জানান, আসামিরা আলভীকে পূর্বশত্রুতার জেরে হত্যা করার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকায় পূর্বশত্রুতার জেরে ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আলভী হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রায়হান (২০), মো. হাবিবুর রহমান মুন্না (২৬), সমতি পাল (২৩) ও কাউসার (২১)।
আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এসব তথ্য জানান।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি লেকের বাগানবাড়ি এলাকায় একটি রেস্তোরাঁয় চেয়ারে বসা নিয়ে নিহত আলভী ও তাঁর বন্ধুদের সঙ্গে আসামি হাসানসহ কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। পরে তাঁরা পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটান।
ডিসি মাসুদ আলম জানান, নিহত সামিউর রহমান খান আলভী হাজারীবাগ থানার মনেশ্বর রোডে পরিবারের সঙ্গে থাকতেন এবং ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত শুক্রবার আলভী ও তাঁর তিন বন্ধু আশরাফুল ইসলাম, জাকারিয়া ও ইসমাইল হোসেন ধানমন্ডি লেকপাড়ের একটি রেস্টুরেন্টে অবস্থান করছিলেন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিরাসহ অজ্ঞাতনামা কয়েকজন তাঁদের কৌশলে হাজারীবাগ থানার জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। তাঁরা আলভী ও তাঁর বন্ধুদের শরীরের বিভিন্ন স্থানে ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।
আলভীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আলভীর তিন বন্ধু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আলভীর বাবা মশিউর রহমান খানের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি মামলা রুজু করা হয়।
ডিসি আরও জানান, আসামিরা আলভীকে পূর্বশত্রুতার জেরে হত্যা করার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৫ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নোমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার চেয়ারম্যান অফিস এলাকার পাশের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নোমান পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবর দফাদারের ছেলে
৪১ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়।
২ ঘণ্টা আগে