শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি

বৃষ্টি হলেই রাজধানীর মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের (মাতুয়াইল হাসপাতাল) প্রবেশপথ থেকে হাসপাতালের অভ্যন্তরের রাস্তায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর মধ্যে টানা দুই দিনের বৃষ্টিতে (বৃহস্পতি ও শুক্রবার) জলাবদ্ধতা আরও প্রকট হয়েছে। হাসপাতালের প্রবেশপথ থেকে শুরু করে অভ্যন্তরের রাস্তায় প্রায় ৩ ফুট পানি জমেছে। এতে দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন ও চিকিৎসকেরা।
গতকাল শনিবার সরেজমিন দেখা যায়, হাসপাতাল ভবনের চারপাশ থই থই পানি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনেরা হাসপাতালে ঢুকতে গিয়ে বিপাকে পড়ছেন। কেউ রিকশা করে, কেউ কাপড় ভিজিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন। হাসপাতালে ঢুকে বোঝার উপায় নেই কোথায় রাস্তাঘাট।
কয়েকজন রোগীর স্বজন জানান, পানি ঠেলে হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে। রিকশা পাওয়া যাচ্ছে না, ওষুধ আনতে বা হাসপাতাল ভবনের বাইরে যেতেও নাকাল অবস্থা।
হাসপাতালের কোয়ার্টারের বাসিন্দা রায়হান বলেন, সামান্য বৃষ্টি হলেই হাসপাতালের রাস্তাগুলো হাঁটুপানিতে তলিয়ে যায়। ফলে যাতায়াতে প্রচণ্ড ভোগান্তিতে পড়তে হয়। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালের কোয়ার্টারের বসবাস করে আসছেন। জলাবদ্ধতার বিষয়টি নতুন কিছু নয়। সামান্য বৃষ্টি হলেই পুরো হাসপাতাল এলাকা টইটুম্বুর হয়ে যায়। বিষয়টি সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিএনজিচালিত অটোরিকশা করে রোগী আনেন সালেহা। তিনি বলেন, ‘এত বড় নামীদামি একটা হাসপাতাল, অথচ সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে কোনো রকমে হাসপাতালে প্রবেশ করতে পারলেও বের হতে রিকশা পাওয়া যায় না। ফার্মেসি থেকে ওষুধ আনতে রোগীর স্বজনদের কাপড় ভিজিয়ে যাওয়া আসা করতে হয়।’

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘চার-পাঁচ বছর আগে হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার কাজ চলাকালে ঠিকাদার ড্রেনের ভেতরে বালুভর্তি বস্তা দিয়ে বাঁধ দেয়। কাজ শেষে সেই বস্তাগুলো আর সরানো হয়নি। ফলে পানি বের হতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘গত সপ্তাহে বিষয়টি অনুসন্ধানে বের হয়। এখন সেই বস্তাগুলো সরানোর কাজ শুরু হয়েছে। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে। তবে হাসপাতাল এলাকার রাস্তা মূল সড়কের চেয়ে নিচু হওয়ায় পানি কিছুটা জমতে পারে। এ জন্য সেচের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’

বৃষ্টি হলেই রাজধানীর মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের (মাতুয়াইল হাসপাতাল) প্রবেশপথ থেকে হাসপাতালের অভ্যন্তরের রাস্তায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর মধ্যে টানা দুই দিনের বৃষ্টিতে (বৃহস্পতি ও শুক্রবার) জলাবদ্ধতা আরও প্রকট হয়েছে। হাসপাতালের প্রবেশপথ থেকে শুরু করে অভ্যন্তরের রাস্তায় প্রায় ৩ ফুট পানি জমেছে। এতে দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন ও চিকিৎসকেরা।
গতকাল শনিবার সরেজমিন দেখা যায়, হাসপাতাল ভবনের চারপাশ থই থই পানি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনেরা হাসপাতালে ঢুকতে গিয়ে বিপাকে পড়ছেন। কেউ রিকশা করে, কেউ কাপড় ভিজিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন। হাসপাতালে ঢুকে বোঝার উপায় নেই কোথায় রাস্তাঘাট।
কয়েকজন রোগীর স্বজন জানান, পানি ঠেলে হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে। রিকশা পাওয়া যাচ্ছে না, ওষুধ আনতে বা হাসপাতাল ভবনের বাইরে যেতেও নাকাল অবস্থা।
হাসপাতালের কোয়ার্টারের বাসিন্দা রায়হান বলেন, সামান্য বৃষ্টি হলেই হাসপাতালের রাস্তাগুলো হাঁটুপানিতে তলিয়ে যায়। ফলে যাতায়াতে প্রচণ্ড ভোগান্তিতে পড়তে হয়। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালের কোয়ার্টারের বসবাস করে আসছেন। জলাবদ্ধতার বিষয়টি নতুন কিছু নয়। সামান্য বৃষ্টি হলেই পুরো হাসপাতাল এলাকা টইটুম্বুর হয়ে যায়। বিষয়টি সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিএনজিচালিত অটোরিকশা করে রোগী আনেন সালেহা। তিনি বলেন, ‘এত বড় নামীদামি একটা হাসপাতাল, অথচ সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে কোনো রকমে হাসপাতালে প্রবেশ করতে পারলেও বের হতে রিকশা পাওয়া যায় না। ফার্মেসি থেকে ওষুধ আনতে রোগীর স্বজনদের কাপড় ভিজিয়ে যাওয়া আসা করতে হয়।’

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘চার-পাঁচ বছর আগে হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার কাজ চলাকালে ঠিকাদার ড্রেনের ভেতরে বালুভর্তি বস্তা দিয়ে বাঁধ দেয়। কাজ শেষে সেই বস্তাগুলো আর সরানো হয়নি। ফলে পানি বের হতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘গত সপ্তাহে বিষয়টি অনুসন্ধানে বের হয়। এখন সেই বস্তাগুলো সরানোর কাজ শুরু হয়েছে। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে। তবে হাসপাতাল এলাকার রাস্তা মূল সড়কের চেয়ে নিচু হওয়ায় পানি কিছুটা জমতে পারে। এ জন্য সেচের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’

আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
মেহেরপুরের ইসলামী ব্যাংক গাংনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ইসতিয়াক হাসান। ব্যাংকে কাজ করলেও কৃষির প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। তাই তিনি চাকরির পাশাপাশি শুরু করেছেন কৃষিকাজ। এক বন্ধুকে দেখে অনুপ্রাণিত হয়ে উপজেলার দেবীপুর গ্রামে দেড় বিঘা জমিতে তিনি লাভজনক ফসল একাঙ্গী চাষ শুরু করেছেন।
২ ঘণ্টা আগে
নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি থেকে সংগঠক ও আহত জুলাই যোদ্ধাসহ একসঙ্গে ১০ জন পদত্যাগ করেছেন। জেলা আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক, কমিটির গঠনপ্রক্রিয়া ও কার্যক্রমে অস্বচ্ছতা এবং আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক অভিযোগ তুলে তাঁরা পদত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোহাম্মদ আবু সাঈদ নামের এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
৩ ঘণ্টা আগে