নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অঘোষিতভাবে চলছে পরিবহন ধর্মঘট। এর ফলে শুক্রবার সকাল থেকেই রাজধানীর কোনো রুটে চলছে না গণপরিবহন। এতে ভোগান্তিতে পড়েছে রাস্তায় বের হওয়া যাত্রীরা। এদিকে ট্রাক-কাভার্ড ভ্যান ধর্মঘটের পূর্বঘোষণা থাকায় রাজধানীর কোথাও পণ্য পরিবহনের ট্রাক-কাভার্ড ভ্যান চলতে দেখা যায়নি।
সরেজমিন ঘুরে দেখা যায়, রাজধানীর বিভিন্ন সড়কে মাঝেমধ্যে দু-একটি বিআরটিসির বাস চলাচল করছে। তবে স্বাভাবিকভাবে চলছে না কোনো বেসরকারি পরিবহনের বাস। এর ফলে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে রিকশা, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাস।
সড়কে বাস না থাকায় গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। যাত্রীরা রিকশা, সিএনজি ছাড়াও যে যেভাবে পারছে তাদের গন্তব্যে ছুটছে। এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
সিরাজুল ইসলাম নামের এক যাত্রী অভিযোগ করে বলেন, 'তেলের দাম বাড়ার কারণে গণপরিবহন বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়লাম আমরা সাধারণ যাত্রীরা। আমাদের কথা না ভাবে সরকার, না ভাবে পরিবহন মালিকেরা। সবাই যার যার স্বার্থ নিয়েই ব্যস্ত। বাস বন্ধ থাকলে সাধারণ মানুষের এতে কতটা যে ভোগান্তি হতে পারে, সেটা অনুধাবন করার মতো ক্ষমতা কারও নেই। পরিবহন মালিকেরা তেলের দাম বাড়ার অজুহাতে ভাড়া বাড়ানোর পাঁয়তারায় বাস বন্ধ করে দিয়েছে।'
এদিক গণপরিবহন না থাকায় আগের থেকে বেশি যাত্রী পাচ্ছেন রিকশাচালকেরা। তবে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছে যাত্রীরা। এ বিষয়ে রিকশাচালক রহিম আলী বলেন, 'বাস বন্ধ, তাই ৪০ থেকে ৫০ টাকার নিচে এখন কোনো ভাড়া নেই। সকাল থেকে ভালোই যাত্রী পেয়েছি। সব সময় তো আর এমন সুযোগ থাকে না। যাত্রীরাও যুক্তি করে দুজন মিলে বিভিন্ন গন্তব্য যাচ্ছে, তাই আমরাও ভাড়া বেশি নিতেছি।'
তেলের দাম কমানোর দাবিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও ট্যাংক লরি-প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ আজ থেকে ধর্মঘট ডেকেছিল। সার্বিক বিষয়ে সংগঠনের সমন্বয়ক হোসেন আহমেদ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, 'শান্তিপূর্ণভাবে সারা দেশে আমাদের ধর্মঘট চলছে। সারা দেশে কোথাও আমাদের ট্রাক, কাভার্ড ভ্যান চলছে না। দাবি না মানা হলে ধর্মঘট চলতেই থাকবে। এখন পর্যন্ত সরকারের তরফ থেকে আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।'
তেলের দাম বৃদ্ধির কারণে বাসের ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আগামী রোববার বিআরটিএতে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে লঞ্চমালিকেরাও ভাড়া বাড়াতে চান। এ বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অঘোষিতভাবে চলছে পরিবহন ধর্মঘট। এর ফলে শুক্রবার সকাল থেকেই রাজধানীর কোনো রুটে চলছে না গণপরিবহন। এতে ভোগান্তিতে পড়েছে রাস্তায় বের হওয়া যাত্রীরা। এদিকে ট্রাক-কাভার্ড ভ্যান ধর্মঘটের পূর্বঘোষণা থাকায় রাজধানীর কোথাও পণ্য পরিবহনের ট্রাক-কাভার্ড ভ্যান চলতে দেখা যায়নি।
সরেজমিন ঘুরে দেখা যায়, রাজধানীর বিভিন্ন সড়কে মাঝেমধ্যে দু-একটি বিআরটিসির বাস চলাচল করছে। তবে স্বাভাবিকভাবে চলছে না কোনো বেসরকারি পরিবহনের বাস। এর ফলে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে রিকশা, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাস।
সড়কে বাস না থাকায় গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। যাত্রীরা রিকশা, সিএনজি ছাড়াও যে যেভাবে পারছে তাদের গন্তব্যে ছুটছে। এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
সিরাজুল ইসলাম নামের এক যাত্রী অভিযোগ করে বলেন, 'তেলের দাম বাড়ার কারণে গণপরিবহন বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়লাম আমরা সাধারণ যাত্রীরা। আমাদের কথা না ভাবে সরকার, না ভাবে পরিবহন মালিকেরা। সবাই যার যার স্বার্থ নিয়েই ব্যস্ত। বাস বন্ধ থাকলে সাধারণ মানুষের এতে কতটা যে ভোগান্তি হতে পারে, সেটা অনুধাবন করার মতো ক্ষমতা কারও নেই। পরিবহন মালিকেরা তেলের দাম বাড়ার অজুহাতে ভাড়া বাড়ানোর পাঁয়তারায় বাস বন্ধ করে দিয়েছে।'
এদিক গণপরিবহন না থাকায় আগের থেকে বেশি যাত্রী পাচ্ছেন রিকশাচালকেরা। তবে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছে যাত্রীরা। এ বিষয়ে রিকশাচালক রহিম আলী বলেন, 'বাস বন্ধ, তাই ৪০ থেকে ৫০ টাকার নিচে এখন কোনো ভাড়া নেই। সকাল থেকে ভালোই যাত্রী পেয়েছি। সব সময় তো আর এমন সুযোগ থাকে না। যাত্রীরাও যুক্তি করে দুজন মিলে বিভিন্ন গন্তব্য যাচ্ছে, তাই আমরাও ভাড়া বেশি নিতেছি।'
তেলের দাম কমানোর দাবিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও ট্যাংক লরি-প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ আজ থেকে ধর্মঘট ডেকেছিল। সার্বিক বিষয়ে সংগঠনের সমন্বয়ক হোসেন আহমেদ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, 'শান্তিপূর্ণভাবে সারা দেশে আমাদের ধর্মঘট চলছে। সারা দেশে কোথাও আমাদের ট্রাক, কাভার্ড ভ্যান চলছে না। দাবি না মানা হলে ধর্মঘট চলতেই থাকবে। এখন পর্যন্ত সরকারের তরফ থেকে আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।'
তেলের দাম বৃদ্ধির কারণে বাসের ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আগামী রোববার বিআরটিএতে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে লঞ্চমালিকেরাও ভাড়া বাড়াতে চান। এ বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
১৬ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
২৮ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
৪২ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
১ ঘণ্টা আগে