Ajker Patrika

রাহাত টাওয়ারে আগুনে পুড়ে গেছে যমুনা টিভির স্টুডিও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৫: ৪৬
রাহাত টাওয়ারে আগুনে পুড়ে গেছে যমুনা টিভির স্টুডিও

রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় লাগা আগুনে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন যমুনা টিভির স্টুডিও, প্যানেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে গেছে। এতে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনার পরে ভবনের ভেতরে ঘুরে আসেন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দিকী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলতে পারছি না। শুধু দেখলাম সিলিং থেকে ধোঁয়া বের হচ্ছে। প্রথমে আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। সেই সঙ্গে কিছু মালামাল বের করার চেষ্টা করা হয়। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফলে ধোঁয়ার কারণে আমরা সবাই নিচে নেম আসি।’ 

রাব্বি আরও জানান, আগুনের কারণে যমুনা টিভির স্টুডিও, ভিডিও এডিটিং প্যানেল, ক্যামেরা, নিউজরুমে লাইভের বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। 

আগুনে আনুমানিক চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছেযমুনা টিভির সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম বলেন, ‘সকাল ১০টা ৫০ মিনিটে আমরা প্রথমে সিলিংয়ে ধোঁয়া দেখতে পাই। ধোঁয়া দেখার পর ভবনে থাকা অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আমরা ১১টা ৩ মিনিটে ফায়ার সার্ভিসে ফোন দিই। আগুনে অন্য প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হলেও আমাদের নিউজরুম, স্টুডিওসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। তবে আমাদের কোনো সহকর্মী হতাহত হয়নি।’ 

রাহাত টাওয়ারের ১১ তলায় যমুনা টিভি, অষ্টম তলায় বিজয় টিভিসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। 

এদিকে বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল জিল্লুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ প্রার্থী, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত