নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধূপখোলা মাঠে ‘অবৈধ’ নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়েছেন পরিবেশ কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আজ শনিবার তাঁরা ধূপখোলা মাঠ পরিদর্শন করে এ দাবি জানান। প্রতিনিধি দল সরেজমিনে মাঠের বর্তমান অবস্থা পরিদর্শন করে বিস্মিত হন এবং শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘দেশের প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুসারে মাঠে কোনো স্থাপনা করার সুযোগ নেই। এই আইনের বলে বিজিএমইএ ভবন ভেঙে ফেলা হয়েছে। ধূপখোলা মাঠে যেসব অবৈধ নির্মাণকাজ রয়েছে, সেগুলো উচ্ছেদ করুন। এ কাজ করতে সিটি করপোরেশনকে উদ্যোগ নিতে হবে।’
বাংলাদেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ঢাকা শহরের মাস্টার প্ল্যান এবং হাইকোর্টের রায়ে বলা আছে, মাঠের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না। আমাদের আহ্বান থাকবে ধূপখোলা মাঠকে সম্পূর্ণভাবে মাঠ হিসেবে ছেড়ে দিতে হবে, একে মাঠ হিসেবেই ব্যবস্থাপনা করতে হবে, এখানে যত স্থাপনা আছে, সেগুলো সরিয়ে ফেলতে হবে। ঢাকা শহরের বেশির ভাগ খেলার মাঠ ব্যবস্থাপনার দায়িত্বে আছেন সিটি করপোরেশন। আর সিটি করপোরেশন যদি আইন ভঙ্গ করে, পরিকল্পনা ভঙ্গ করে, হাইকোর্টের রায় উপেক্ষা করে মাঠের মধ্যে স্থাপনা করে, তাহলে জনগণ যাবে কোথায়। এখানে রক্ষকই ভক্ষক; এই উদাহরণ সৃষ্টি করছে সিটি করপোরেশন।’
গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, ‘আমরা খেলার মাঠ শুধু খেলাধুলার জন্য ব্যবহারের দাবি জানাই। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতি ওয়ার্ডে একটি খেলার মাঠ থাকবে—এই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিতে চাই।’
প্রতিনিধি দল মাঠ পরিদর্শন শেষে ধূপখোলা এলাকার দুটি পুকুর পরিদর্শন করেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘নাগরিক উদ্যোগ’-এর প্রধান নির্বাহী জাকির হোসেন, গ্রিন ভয়েসের কেন্দ্রীয় সহসমন্বয়ক হুমায়ুন কবির সুমন, গ্রিন ভয়েস ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক শাকিল কবির, গ্রিন ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তারেক রহমান, গ্রিন ভয়েস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিল্টন, পুরান ঢাকার স্থানীয় অধিবাসী নাজিম উদ্দীন প্রমুখ।

রাজধানীর ধূপখোলা মাঠে ‘অবৈধ’ নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়েছেন পরিবেশ কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আজ শনিবার তাঁরা ধূপখোলা মাঠ পরিদর্শন করে এ দাবি জানান। প্রতিনিধি দল সরেজমিনে মাঠের বর্তমান অবস্থা পরিদর্শন করে বিস্মিত হন এবং শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘দেশের প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুসারে মাঠে কোনো স্থাপনা করার সুযোগ নেই। এই আইনের বলে বিজিএমইএ ভবন ভেঙে ফেলা হয়েছে। ধূপখোলা মাঠে যেসব অবৈধ নির্মাণকাজ রয়েছে, সেগুলো উচ্ছেদ করুন। এ কাজ করতে সিটি করপোরেশনকে উদ্যোগ নিতে হবে।’
বাংলাদেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ঢাকা শহরের মাস্টার প্ল্যান এবং হাইকোর্টের রায়ে বলা আছে, মাঠের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না। আমাদের আহ্বান থাকবে ধূপখোলা মাঠকে সম্পূর্ণভাবে মাঠ হিসেবে ছেড়ে দিতে হবে, একে মাঠ হিসেবেই ব্যবস্থাপনা করতে হবে, এখানে যত স্থাপনা আছে, সেগুলো সরিয়ে ফেলতে হবে। ঢাকা শহরের বেশির ভাগ খেলার মাঠ ব্যবস্থাপনার দায়িত্বে আছেন সিটি করপোরেশন। আর সিটি করপোরেশন যদি আইন ভঙ্গ করে, পরিকল্পনা ভঙ্গ করে, হাইকোর্টের রায় উপেক্ষা করে মাঠের মধ্যে স্থাপনা করে, তাহলে জনগণ যাবে কোথায়। এখানে রক্ষকই ভক্ষক; এই উদাহরণ সৃষ্টি করছে সিটি করপোরেশন।’
গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, ‘আমরা খেলার মাঠ শুধু খেলাধুলার জন্য ব্যবহারের দাবি জানাই। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতি ওয়ার্ডে একটি খেলার মাঠ থাকবে—এই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিতে চাই।’
প্রতিনিধি দল মাঠ পরিদর্শন শেষে ধূপখোলা এলাকার দুটি পুকুর পরিদর্শন করেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘নাগরিক উদ্যোগ’-এর প্রধান নির্বাহী জাকির হোসেন, গ্রিন ভয়েসের কেন্দ্রীয় সহসমন্বয়ক হুমায়ুন কবির সুমন, গ্রিন ভয়েস ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক শাকিল কবির, গ্রিন ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তারেক রহমান, গ্রিন ভয়েস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিল্টন, পুরান ঢাকার স্থানীয় অধিবাসী নাজিম উদ্দীন প্রমুখ।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
২৪ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
১ ঘণ্টা আগে