নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চোখের ছানিজনিত অন্ধত্ব সারা বিশ্বে প্রতিরোধযোগ্য অন্ধত্বের প্রধান কারণ। সচেতনতা বৃদ্ধি ও বয়সের সঙ্গে সঙ্গে নিয়মিত চোখ পরীক্ষা করানোই ছানিজনিত সমস্যা থেকে মুক্তি দিতে পারে। যারা ছানির সমস্যায় ভুগছেন তাদের দেরি না করে অপারেশনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ছানি সচেতনতা মাস উপলক্ষে আজ বুধবার বাংলাদেশ সোসাইটি অব ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্লেকটিভ সার্জনস (বি. এসসিআরএস) বেলা ১টায় ঢাকার শাহবাগে মিল্টন হলে ছানি রোগী ও সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। ছানিজনিত অন্ধত্ব এবং এর প্রতিরোধে সারা বিশ্বে ছানি বিষয়ে সচেতনতা বাড়াতে জুন মাস পালিত হয় ছানি সচেতনতা মাস।
সংবাদ সম্মেলনে উপস্থিত ক্যাটারাক্ট বিশেষজ্ঞরা ছানি অপারেশন, এর ব্যয়, ছানির কারণ সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন। বক্তারা জানান, দেশে ৫ লাখেরও বেশি ছানি অপারেশনযোগ্য রোগী রয়েছেন। এ সময় তাঁরা দেশ থেকে ছানি অন্ধত্ব প্রতিরোধে, ছানি প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষজ্ঞদের মতে, অনেকেই মনে করেন ছানি অপারেশন করলে তারা আরও চোখে দেখতে পারবেন না কিংবা এতে অনেক বেশি খরচ আর ঠিক হতে অনেক বেশি সময় লাগে। কিন্তু বর্তমানে বাংলাদেশে ছানি অপারেশন অনেক সহজেই হয়ে যায় বলে উল্লেখ করেন তাঁরা। বক্তারা আরও উল্লেখ করেন অনেক সময় ডায়বেটিস থাকার কারণে রোগীরা অপারেশন করতে চান না। তবে ডায়বেটিস জনিত সমস্যার সমাধান করে চোখের ছানি অপারেশন করা সম্ভব। লেন্সের কার্যক্রম অনুযায়ী এর দাম বৃদ্ধি ও হ্রাস পায় বলেও উল্লেখ করেন তাঁরা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘সার্বিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ সকলকে নিতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে রোগ শনাক্ত করা সম্ভব।’
বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদের তথ্য মতে, আগে ছানি অপারেশন করা যেত ৮০ হাজার জনের। বর্তমানে প্রতি বছর ছানি অপারেশন করা হয় ১ লাখ ৩০ হাজার জনের। তিনি বলেন, এর চেয়ে বেশি আমরা পারছি না অপারেশন করা যাচ্ছে না। ছানি অপারেশন করা ভয়ের কিছু না এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
ডা. মো. শরফুদ্দিন আহমেদের আরও বলেন, ‘অপারেশনের জন্য দক্ষ জনবল গড়ে তুলতে হবে। দক্ষ জনবল গড়ে তোলার দায়িত্ব বিএসসিআরএস নিতে পারে। তাঁরা একটি ইনস্টিটিউট করতে পারে। সেখানে আমাদের ফ্যাকাল্টিই সাহায্য করতে পারে।’ এ ছাড়া আউটরিচ ও মোবাইল ভ্যান পরিচালনার পরামর্শ দেন তিনি।

চোখের ছানিজনিত অন্ধত্ব সারা বিশ্বে প্রতিরোধযোগ্য অন্ধত্বের প্রধান কারণ। সচেতনতা বৃদ্ধি ও বয়সের সঙ্গে সঙ্গে নিয়মিত চোখ পরীক্ষা করানোই ছানিজনিত সমস্যা থেকে মুক্তি দিতে পারে। যারা ছানির সমস্যায় ভুগছেন তাদের দেরি না করে অপারেশনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ছানি সচেতনতা মাস উপলক্ষে আজ বুধবার বাংলাদেশ সোসাইটি অব ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্লেকটিভ সার্জনস (বি. এসসিআরএস) বেলা ১টায় ঢাকার শাহবাগে মিল্টন হলে ছানি রোগী ও সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। ছানিজনিত অন্ধত্ব এবং এর প্রতিরোধে সারা বিশ্বে ছানি বিষয়ে সচেতনতা বাড়াতে জুন মাস পালিত হয় ছানি সচেতনতা মাস।
সংবাদ সম্মেলনে উপস্থিত ক্যাটারাক্ট বিশেষজ্ঞরা ছানি অপারেশন, এর ব্যয়, ছানির কারণ সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন। বক্তারা জানান, দেশে ৫ লাখেরও বেশি ছানি অপারেশনযোগ্য রোগী রয়েছেন। এ সময় তাঁরা দেশ থেকে ছানি অন্ধত্ব প্রতিরোধে, ছানি প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষজ্ঞদের মতে, অনেকেই মনে করেন ছানি অপারেশন করলে তারা আরও চোখে দেখতে পারবেন না কিংবা এতে অনেক বেশি খরচ আর ঠিক হতে অনেক বেশি সময় লাগে। কিন্তু বর্তমানে বাংলাদেশে ছানি অপারেশন অনেক সহজেই হয়ে যায় বলে উল্লেখ করেন তাঁরা। বক্তারা আরও উল্লেখ করেন অনেক সময় ডায়বেটিস থাকার কারণে রোগীরা অপারেশন করতে চান না। তবে ডায়বেটিস জনিত সমস্যার সমাধান করে চোখের ছানি অপারেশন করা সম্ভব। লেন্সের কার্যক্রম অনুযায়ী এর দাম বৃদ্ধি ও হ্রাস পায় বলেও উল্লেখ করেন তাঁরা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘সার্বিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ সকলকে নিতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে রোগ শনাক্ত করা সম্ভব।’
বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদের তথ্য মতে, আগে ছানি অপারেশন করা যেত ৮০ হাজার জনের। বর্তমানে প্রতি বছর ছানি অপারেশন করা হয় ১ লাখ ৩০ হাজার জনের। তিনি বলেন, এর চেয়ে বেশি আমরা পারছি না অপারেশন করা যাচ্ছে না। ছানি অপারেশন করা ভয়ের কিছু না এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
ডা. মো. শরফুদ্দিন আহমেদের আরও বলেন, ‘অপারেশনের জন্য দক্ষ জনবল গড়ে তুলতে হবে। দক্ষ জনবল গড়ে তোলার দায়িত্ব বিএসসিআরএস নিতে পারে। তাঁরা একটি ইনস্টিটিউট করতে পারে। সেখানে আমাদের ফ্যাকাল্টিই সাহায্য করতে পারে।’ এ ছাড়া আউটরিচ ও মোবাইল ভ্যান পরিচালনার পরামর্শ দেন তিনি।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১৫ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩০ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে