নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা আহম্মেদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুই দিন রিমান্ড শেষে দুপুরের পরে সুলতানাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম। সেই সঙ্গে তাঁকে কারাগারে প্রেরণের আবেদন জানানো হয়। অপরদিকে সুলতানার আইনজীবী তাঁকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার আবেদন জানান।
শুনানি শেষে আদালত সুলতানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং কারাবিধি অনুযায়ী মর্যাদা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এর আগে গত ৬ নভেম্বর সুলতানাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড প্রতিবেদনে বলা হয়েছে, আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই-বাছাই করা হচ্ছে।
সুলতানা আহম্মেদ জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক। এর আগে ৫ নভেম্বর রাজধানীর পল্টন থানায় সুলতানার বিরুদ্ধে মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।
মামলায় অভিযোগ করা হয়, গত ১ সেপ্টেম্বর পল্টনে বিএনপির কর্মসূচি চলাকালীন প্রকাশ্যে সংবাদ কর্মীদের উপস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন সুলতানা আহম্মেদ। সেখানে তিনি উসকানিমূলক ও আপত্তিকর কথা বলেন। সুলতানা বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয়প্রতিপন্ন করার জন্য বিদ্বেষ ও উসকানিমূলক মিথ্যা বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন বলেও উল্লেখ করা হয় মামলায়।
এই মামলার পরিপ্রেক্ষিতে পরদিন সকালে গুলশানের বাসা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা আহম্মেদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুই দিন রিমান্ড শেষে দুপুরের পরে সুলতানাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম। সেই সঙ্গে তাঁকে কারাগারে প্রেরণের আবেদন জানানো হয়। অপরদিকে সুলতানার আইনজীবী তাঁকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার আবেদন জানান।
শুনানি শেষে আদালত সুলতানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং কারাবিধি অনুযায়ী মর্যাদা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এর আগে গত ৬ নভেম্বর সুলতানাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড প্রতিবেদনে বলা হয়েছে, আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই-বাছাই করা হচ্ছে।
সুলতানা আহম্মেদ জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক। এর আগে ৫ নভেম্বর রাজধানীর পল্টন থানায় সুলতানার বিরুদ্ধে মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।
মামলায় অভিযোগ করা হয়, গত ১ সেপ্টেম্বর পল্টনে বিএনপির কর্মসূচি চলাকালীন প্রকাশ্যে সংবাদ কর্মীদের উপস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন সুলতানা আহম্মেদ। সেখানে তিনি উসকানিমূলক ও আপত্তিকর কথা বলেন। সুলতানা বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয়প্রতিপন্ন করার জন্য বিদ্বেষ ও উসকানিমূলক মিথ্যা বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন বলেও উল্লেখ করা হয় মামলায়।
এই মামলার পরিপ্রেক্ষিতে পরদিন সকালে গুলশানের বাসা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে