ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। অবরোধকারী শিক্ষার্থীদের অবস্থান শাহবাগ থেকে পরীবাগ হয়ে বাংলামোটর মোড় পর্যন্ত পৌঁছেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ৪টা ৩৫ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের ফলে শাহবাগ মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, নারী শিক্ষার্থীরা গরমের কারণে ছাতা নিয়ে অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসছি না। আমাদের একটা অংশ মৎস্য ভবন এলাকা অবরোধ করবে। পাশাপাশি ভাগ ভাগ হয়ে পরীবাগ মোড়, কারওয়ান বাজার মোড়ও অবরোধ করবে। শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে এসেছেন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি চলছে; পাশাপাশি ক্লাস পরীক্ষা বর্জনও চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে। এখন আমাদের দাবি শুধু একটাই। অন্য কোনো দাবি নিয়ে আর আন্দোলন করছি না।’
এ সময় শিক্ষার্থীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’,‘সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। অবরোধকারী শিক্ষার্থীদের অবস্থান শাহবাগ থেকে পরীবাগ হয়ে বাংলামোটর মোড় পর্যন্ত পৌঁছেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ৪টা ৩৫ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের ফলে শাহবাগ মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, নারী শিক্ষার্থীরা গরমের কারণে ছাতা নিয়ে অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসছি না। আমাদের একটা অংশ মৎস্য ভবন এলাকা অবরোধ করবে। পাশাপাশি ভাগ ভাগ হয়ে পরীবাগ মোড়, কারওয়ান বাজার মোড়ও অবরোধ করবে। শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে এসেছেন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি চলছে; পাশাপাশি ক্লাস পরীক্ষা বর্জনও চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে। এখন আমাদের দাবি শুধু একটাই। অন্য কোনো দাবি নিয়ে আর আন্দোলন করছি না।’
এ সময় শিক্ষার্থীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’,‘সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে বগুড়ার ধুনটে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।
১৪ মিনিট আগে
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। কিন্তু এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বেলালকে সম্প্রতি মনোনীত করা হয়েছে। আর তাই ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
২৭ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের অন্তত ৪৫০টি বসতঘর, লার্নিং সেন্টার, মসজিদ, মক্তবসহ অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে