নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে না দিলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁর সমর্থকেরা। তাঁরা ঘোষণা দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, যা ঢাকাকে কার্যত অচল করে দেবে।
আজ মঙ্গলবার বিকেলে টানা ষষ্ঠ দিনের কর্মসূচি শেষে এই নতুন আলটিমেটাম ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। তিনি বলেন, ‘আমরা আগামীকাল সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না এলে বুধবার সকাল ১০টায় একত্র হয়ে আরও কঠোর কর্মসূচি দেব।’
উল্লেখ্য, গত বুধবার থেকে এই আন্দোলন শুরু হয়েছে। টানা চার দিন ধরে নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে রাখায় সব ধরনের কার্যক্রম ও নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।
এর আগে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল রাতে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে না দিলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁর সমর্থকেরা। তাঁরা ঘোষণা দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, যা ঢাকাকে কার্যত অচল করে দেবে।
আজ মঙ্গলবার বিকেলে টানা ষষ্ঠ দিনের কর্মসূচি শেষে এই নতুন আলটিমেটাম ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। তিনি বলেন, ‘আমরা আগামীকাল সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না এলে বুধবার সকাল ১০টায় একত্র হয়ে আরও কঠোর কর্মসূচি দেব।’
উল্লেখ্য, গত বুধবার থেকে এই আন্দোলন শুরু হয়েছে। টানা চার দিন ধরে নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে রাখায় সব ধরনের কার্যক্রম ও নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।
এর আগে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল রাতে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আটতলা নতুন ভবনের ষষ্ঠ তলায় শিশু ওয়ার্ডে আগুনে প্রাণহানির ঘটনা না ঘটলেও আতঙ্কে রোগী ও স্বজনদের হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লাগা আগুনে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...
২৫ মিনিট আগে
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
৪০ মিনিট আগে
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে চলে যাওয়ার সময় পেট্রলপাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন চালক কামাল হোসেন।
১ ঘণ্টা আগে
পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র, গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম।
১ ঘণ্টা আগে