নিজস্ব প্রতিবেদক

ঢাকা: চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ। সংসদ অধিবেশন চলাকালে তিনি বলেন, ‘সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নাই। অবশ্যই এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকাল এ ব্যাপারে সমস্ত মিডিয়ায় প্রচার হয়েছে, আমার আর কী বলার আছে।’
আজ সোমবার জাতীয় সংসদে আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১ আইনটি পাসের সময় জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাব ও সংশোধনীর আলোচনায় অংশ নিয়ে এ দাবি করেন হারুন।
হারুনুর রশিদ বলেন, ‘পরীমণি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী। তিনি যে ঘটনার শিকার হয়েছেন, চার দিন ধরে তিনি বিচারপ্রার্থী। কিন্তু বিচার পাচ্ছেন না। এটি কি অসত্য? মুনিয়ার ঘটনা ঘটল। এগুলো যাঁরা ঘটাচ্ছেন তাঁরা মাফিয়া।’
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এমপি হারুন বলেন, ‘সত্যিকার অর্থে যে বিষয়গুলো আজকে বিরাট আকারের সরকারকে নাড়া দিয়েছে, সেই বিষয়গুলোকে সরকার দৃষ্টিতে নেবে বলে আশা করি।’
এর আগে জনমত যাচাইয়ের সময় হারুন বলেন, ‘বাংলাদেশে আইন আছে, কিন্তু তার ব্যবহার নাই। পরীমণির মতো অভিনেত্রী ধর্ষণ ও নির্যাতনের শিকার। কিন্তু আইন থাকার পরও বিচার পাচ্ছেন না।’
ধর্ষণ ও হত্যার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গত রোববার রাতে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন স্মৃতি শামসুন্নাহার ওরফে পরীমণি। পরে রাতে সংবাদ সম্মেলনে রাজধানীর উত্তরায় বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি) নাসির উদ্দীন মাহমুদের বিরুদ্ধে অভিযোগ করেন। আজ সোমবার সাভার থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

ঢাকা: চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ। সংসদ অধিবেশন চলাকালে তিনি বলেন, ‘সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নাই। অবশ্যই এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকাল এ ব্যাপারে সমস্ত মিডিয়ায় প্রচার হয়েছে, আমার আর কী বলার আছে।’
আজ সোমবার জাতীয় সংসদে আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১ আইনটি পাসের সময় জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাব ও সংশোধনীর আলোচনায় অংশ নিয়ে এ দাবি করেন হারুন।
হারুনুর রশিদ বলেন, ‘পরীমণি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী। তিনি যে ঘটনার শিকার হয়েছেন, চার দিন ধরে তিনি বিচারপ্রার্থী। কিন্তু বিচার পাচ্ছেন না। এটি কি অসত্য? মুনিয়ার ঘটনা ঘটল। এগুলো যাঁরা ঘটাচ্ছেন তাঁরা মাফিয়া।’
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এমপি হারুন বলেন, ‘সত্যিকার অর্থে যে বিষয়গুলো আজকে বিরাট আকারের সরকারকে নাড়া দিয়েছে, সেই বিষয়গুলোকে সরকার দৃষ্টিতে নেবে বলে আশা করি।’
এর আগে জনমত যাচাইয়ের সময় হারুন বলেন, ‘বাংলাদেশে আইন আছে, কিন্তু তার ব্যবহার নাই। পরীমণির মতো অভিনেত্রী ধর্ষণ ও নির্যাতনের শিকার। কিন্তু আইন থাকার পরও বিচার পাচ্ছেন না।’
ধর্ষণ ও হত্যার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গত রোববার রাতে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন স্মৃতি শামসুন্নাহার ওরফে পরীমণি। পরে রাতে সংবাদ সম্মেলনে রাজধানীর উত্তরায় বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি) নাসির উদ্দীন মাহমুদের বিরুদ্ধে অভিযোগ করেন। আজ সোমবার সাভার থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১২ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১৭ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩৬ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে