উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে কিশোর খুনের ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. লিমন (১৭)। এ ঘটনায় এলাকাবাসী তাৎক্ষণিক দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে ৩ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর জামালপুরের মো. খালেকের ছেলে। তুরাগের দলিপাড়া ভূমি অফিসের পেছনে থাকত।
নিহত লিমনের বন্ধু দ্বীপ জানায়, লিমনের এক বন্ধু তাকে চোর বলেছিল। লিমনও তাকে চোর বলে। পরে লিমনকে ছুরিকাঘাত করা হয়।
ঘটনাস্থলের পাশের বাড়ির কেয়ারটেকার মাজু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথমে একটা চিৎকার শুনি। পরে দেখি একটা ছেলেকে তিনটা ছেলে ধরাধরি করে নিয়ে গেছে।’
অন্যান্য প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে বলেন, এক বন্ধুকে আরেক বন্ধু ছুরিকাঘাত করার ঘটনায় এলাকার লোকজন দুজনকে আটক করে। পরে উত্তরা পশ্চিম থানার এসআই শুভংকর আটক করে থানায় নিয়ে গেছেন।
আটক প্রসঙ্গে জানতে এসআই শুভংকরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী আজকের পত্রিকাকে বলেন, এক কিশোরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, উত্তরায় ছুরিকাঘাত করা যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ঢামেক হাসপাতালে মর্গে রয়েছে।

রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে কিশোর খুনের ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. লিমন (১৭)। এ ঘটনায় এলাকাবাসী তাৎক্ষণিক দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে ৩ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর জামালপুরের মো. খালেকের ছেলে। তুরাগের দলিপাড়া ভূমি অফিসের পেছনে থাকত।
নিহত লিমনের বন্ধু দ্বীপ জানায়, লিমনের এক বন্ধু তাকে চোর বলেছিল। লিমনও তাকে চোর বলে। পরে লিমনকে ছুরিকাঘাত করা হয়।
ঘটনাস্থলের পাশের বাড়ির কেয়ারটেকার মাজু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথমে একটা চিৎকার শুনি। পরে দেখি একটা ছেলেকে তিনটা ছেলে ধরাধরি করে নিয়ে গেছে।’
অন্যান্য প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে বলেন, এক বন্ধুকে আরেক বন্ধু ছুরিকাঘাত করার ঘটনায় এলাকার লোকজন দুজনকে আটক করে। পরে উত্তরা পশ্চিম থানার এসআই শুভংকর আটক করে থানায় নিয়ে গেছেন।
আটক প্রসঙ্গে জানতে এসআই শুভংকরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী আজকের পত্রিকাকে বলেন, এক কিশোরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, উত্তরায় ছুরিকাঘাত করা যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ঢামেক হাসপাতালে মর্গে রয়েছে।

নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
০১ জানুয়ারি ১৯৭০
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১৪ মিনিট আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১৮ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
২১ মিনিট আগে