নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি চাকরিতে কোটা সংস্কার করে সংসদে আইন পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন। দুপুর সাড়ে ১২টা থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রীর ‘রাজাকার’সংক্রান্ত বক্তব্য শিক্ষার্থীদের মনে আঘাত করেছে। তাঁরা নির্বাহী বিভাগের প্রধানের কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করেন না। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলায় শিক্ষার্থীরা ক্ষিপ্ত।
এ সময় শিক্ষার্থীদের ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘তুমি নও, আমিও নই, রাজাকার রাজাকার’, ‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারও বাপের না’—স্লোগান দিতে দেখা গেছে। তাঁরা বলছেন, কোটা সংস্কারে তাঁদের যে যৌক্তিক দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত যতই আঘাত আসুক, তাঁরা রাজপথ ছাড়বেন না।
এদিকে বেলা ৩টায় রাজু ভাস্কর্যে বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে সমাবেশ ডেকেছে ছাত্রলীগ।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, রাজধানীর বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজসহ বেশ কিছু স্থানে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন সহিংস অবস্থানে গেলে তার দায় সরকারকেই নিতে হবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার করে সংসদে আইন পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন। দুপুর সাড়ে ১২টা থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রীর ‘রাজাকার’সংক্রান্ত বক্তব্য শিক্ষার্থীদের মনে আঘাত করেছে। তাঁরা নির্বাহী বিভাগের প্রধানের কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করেন না। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলায় শিক্ষার্থীরা ক্ষিপ্ত।
এ সময় শিক্ষার্থীদের ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘তুমি নও, আমিও নই, রাজাকার রাজাকার’, ‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারও বাপের না’—স্লোগান দিতে দেখা গেছে। তাঁরা বলছেন, কোটা সংস্কারে তাঁদের যে যৌক্তিক দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত যতই আঘাত আসুক, তাঁরা রাজপথ ছাড়বেন না।
এদিকে বেলা ৩টায় রাজু ভাস্কর্যে বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে সমাবেশ ডেকেছে ছাত্রলীগ।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, রাজধানীর বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজসহ বেশ কিছু স্থানে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন সহিংস অবস্থানে গেলে তার দায় সরকারকেই নিতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে ঢাকা-৭ আসনের প্রার্থীরা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, কুশল বিনিময় এবং মতবিনিময়ের মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন। তবে ভোটারদের অনেকে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
১১ মিনিট আগে
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম। অফিস করেন টয়োটা ব্র্যান্ডের ল্যান্ডক্রুজার ডাবল কেবিনের একটি পিকআপে। খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটির মালিক ঢাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর।
১১ মিনিট আগে
ব্যক্তিগত ক্ষমতার প্রদর্শনে সংকটে পড়েছে রাষ্ট্রীয় একটি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। পাবনার টেবুনিয়ায় বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও হেনস্তার অভিযোগে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।
২১ মিনিট আগে
সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
২৬ মিনিট আগে