নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ঢাকা কলেজের বিভিন্ন হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। কলেজ প্রশাসন এবং আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজের ৭টি হলে অভিযান চালান। এ সময় হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের কক্ষে তল্লাশি চালিয়ে রামদা, ছুরি, চাপাতি, হকিস্টিক, স্টাম্প, লাঠি, পিভিসি পাইপ, রড, হেলমেট, মদসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জানা গেছে, কলেজের ছাত্রাবাসে অভিযান চালান ঢাকা কলেজের শিক্ষক, ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ও শিক্ষার্থীরা। আন্তর্জাতিক ছাত্রাবাস, পশ্চিম ছাত্রাবাস, উত্তর ছাত্রাবাস, দক্ষিণ ছাত্রাবাস, দক্ষিণায়ন ছাত্রাবাস, শহিদ ফরহাদ ছাত্রাবাস, ইলিয়াস ছাত্রাবাসসহ সব ছাত্রাবাসে এই অভিযান চালানো হয়। এ সময় উদ্ধার করা হয় দুই শতাধিক রড, স্টিলের পাইপের লাঠি, ৪০টির অধিক রামদা, ছুরি ও চাপাতি। এ ছাড়া একটি বড় হ্যামার এবং ৩০টি বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতলও উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সমন্বয়ক মুঈনুল ইসলাম জানান, ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাদের কক্ষে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রের সন্ধান পান সাধারণ শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে কলেজ প্রশাসনও উদ্বিগ্ন ছিল। সে জন্য গতকাল শনিবার সাধারণ শিক্ষার্থী ও গণমাধ্যমের উপস্থিতিতে অভিযান চালানো হয়।
ঢাকা কলেজের দক্ষিণ হলের তত্ত্বাবধায়ক আনোয়ার মাহমুদ বলেন, কলেজের সব হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষসহ প্রায় সব রুমেই তল্লাশি চালানো হয়। এ সময় রামদা, হকিস্টিক, স্টাম্প, লাঠি, পিভিসি পাইপ, রড, হেলমেট, মদসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা এসব দেশীয় অস্ত্র পুড়িয়ে ফেলা হয়।

রাজধানীর ঢাকা কলেজের বিভিন্ন হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। কলেজ প্রশাসন এবং আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজের ৭টি হলে অভিযান চালান। এ সময় হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের কক্ষে তল্লাশি চালিয়ে রামদা, ছুরি, চাপাতি, হকিস্টিক, স্টাম্প, লাঠি, পিভিসি পাইপ, রড, হেলমেট, মদসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জানা গেছে, কলেজের ছাত্রাবাসে অভিযান চালান ঢাকা কলেজের শিক্ষক, ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ও শিক্ষার্থীরা। আন্তর্জাতিক ছাত্রাবাস, পশ্চিম ছাত্রাবাস, উত্তর ছাত্রাবাস, দক্ষিণ ছাত্রাবাস, দক্ষিণায়ন ছাত্রাবাস, শহিদ ফরহাদ ছাত্রাবাস, ইলিয়াস ছাত্রাবাসসহ সব ছাত্রাবাসে এই অভিযান চালানো হয়। এ সময় উদ্ধার করা হয় দুই শতাধিক রড, স্টিলের পাইপের লাঠি, ৪০টির অধিক রামদা, ছুরি ও চাপাতি। এ ছাড়া একটি বড় হ্যামার এবং ৩০টি বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতলও উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সমন্বয়ক মুঈনুল ইসলাম জানান, ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাদের কক্ষে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রের সন্ধান পান সাধারণ শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে কলেজ প্রশাসনও উদ্বিগ্ন ছিল। সে জন্য গতকাল শনিবার সাধারণ শিক্ষার্থী ও গণমাধ্যমের উপস্থিতিতে অভিযান চালানো হয়।
ঢাকা কলেজের দক্ষিণ হলের তত্ত্বাবধায়ক আনোয়ার মাহমুদ বলেন, কলেজের সব হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষসহ প্রায় সব রুমেই তল্লাশি চালানো হয়। এ সময় রামদা, হকিস্টিক, স্টাম্প, লাঠি, পিভিসি পাইপ, রড, হেলমেট, মদসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা এসব দেশীয় অস্ত্র পুড়িয়ে ফেলা হয়।

গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
২২ মিনিট আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের ইসলামী ব্যাংক গাংনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ইসতিয়াক হাসান। ব্যাংকে কাজ করলেও কৃষির প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। তাই তিনি চাকরির পাশাপাশি শুরু করেছেন কৃষিকাজ। এক বন্ধুকে দেখে অনুপ্রাণিত হয়ে উপজেলার দেবীপুর গ্রামে দেড় বিঘা জমিতে তিনি লাভজনক ফসল একাঙ্গী চাষ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগে