নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্রে মারা যাওয়া কথিত ব্যক্তির বিমার পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে অভিনব উপায়ে প্রতারণার মাধ্যমে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৭ লাখের বেশি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ডিএমপির নিউমার্কেট থানা-পুলিশ। তাঁর নাম মো. আজিজ মোল্লা।
আজ রোববার বিকেলে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
সকালে খিলগাঁও থানা-পুলিশের সহায়তায় বনশ্রীর মডেল এজেন্সি নামক একটি অফিস থেকে মো. আজিজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৯টি ব্যাংকের ৯টি চেক বই, তিনটি এটিএম কার্ড, দুটি ভিসা কার্ড ও প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজ মোল্লা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তালেবুর রহমান বলেন, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে অ্যানা হারিসন নামক ফেসবুক আইডি থেকে মো. নুরুজ্জামান নামে এক ব্যক্তির যোগাযোগ হয়। পরে তাঁরা হোয়াটসঅ্যাপে কথা বলেন। ওপাশ থেকে হারিসন জানান, বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ বেলটন নামে এক ব্যক্তি যুক্তরাষ্ট্রে কর্মরত থাকা অবস্থায় মারা যান। যুক্তরাষ্ট্রের এলাইনস ব্যাংকে বেলটনের পাঁচ মিলিয়ন ডলার জমা রয়েছে। তিনি নুরুজ্জামানকে মৃত ব্যক্তির আত্মীয় পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করেন এবং এলাইনস ব্যাংক ম্যানেজারের হোয়াটসঅ্যাপ নম্বর দেন। পরামর্শ অনুযায়ী ওই ব্যাংক ম্যানেজারের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেন নুরুজ্জামান।
পরবর্তীকালে ব্যাংক ম্যানেজার বিমার পাঁচ মিলিয়ন ডলার বাংলাদেশে পাঠানোর জন্য একটি শিপিং কোম্পানির কাছে দুটি লাগেজ প্রদান করেছে বলে নুরুজ্জামানকে জানান। প্রমাণস্বরূপ একটি ভিডিও পাঠান। ব্যাংক ম্যানেজার বিমা খরচ এবং ডেলিভারি খরচ বাবদ ১ লাখ ৮৫ হাজার টাকা দিতে বলেন। তাঁর কথা মতো ডাচ্–বাংলা ব্যাংকের উত্তরা শাখার একটি অ্যাকাউন্টে ওই টাকা জমা দেন নুরুজ্জামান। এরপর ৩ অক্টোবর সকাল ৮টায় একটি নম্বর থেকে অজ্ঞাতনামা একজন ব্যক্তি ফোন করেন নুরুজ্জামনকে। ফোনদাতা বলেন, তিনি ঢাকা বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা। বাদীর দুটি লাগেজ কাস্টমসে আটকে আছে। লাগেজ দুটি ছাড়াতে ৪ লাখ ৭ হাজার টাকা দিতে বলেন। তাঁদের কথা মতো ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টে সেই টাকাও দেন নুরুজ্জামান। কাস্টমস কর্মকর্তার কথামতো আয়কর ও ট্যাক্স বাবদ আরও ১১ লাখ ৭৫ হাজার টাকা ইসলামী ব্যাংকের আরেকটি অ্যাকাউন্টে দেন। এসব টাকা দেওয়ার পরও তাঁরা নুরুজ্জামানের কাছে আরও ১০ লাখ ৫০ হাজার টাকা চান। এভাবে বারবার টাকা চাওয়ায় নুরুজ্জামানের সন্দেহ হলে তিনি বিমানবন্দর কাস্টমসের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ। এভাবে সংঘবদ্ধ প্রতারক চক্রটি বাদীর কাছ থেকে সব মিলিয়ে ১৭ লাখ ৬৭ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়।
এ ঘটনায় মো. নুরুজ্জামান ১২ অক্টোবর নিউমার্কেট থানায় একটি প্রতারণার মামলা করেন।

যুক্তরাষ্ট্রে মারা যাওয়া কথিত ব্যক্তির বিমার পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে অভিনব উপায়ে প্রতারণার মাধ্যমে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৭ লাখের বেশি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ডিএমপির নিউমার্কেট থানা-পুলিশ। তাঁর নাম মো. আজিজ মোল্লা।
আজ রোববার বিকেলে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
সকালে খিলগাঁও থানা-পুলিশের সহায়তায় বনশ্রীর মডেল এজেন্সি নামক একটি অফিস থেকে মো. আজিজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৯টি ব্যাংকের ৯টি চেক বই, তিনটি এটিএম কার্ড, দুটি ভিসা কার্ড ও প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজ মোল্লা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তালেবুর রহমান বলেন, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে অ্যানা হারিসন নামক ফেসবুক আইডি থেকে মো. নুরুজ্জামান নামে এক ব্যক্তির যোগাযোগ হয়। পরে তাঁরা হোয়াটসঅ্যাপে কথা বলেন। ওপাশ থেকে হারিসন জানান, বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ বেলটন নামে এক ব্যক্তি যুক্তরাষ্ট্রে কর্মরত থাকা অবস্থায় মারা যান। যুক্তরাষ্ট্রের এলাইনস ব্যাংকে বেলটনের পাঁচ মিলিয়ন ডলার জমা রয়েছে। তিনি নুরুজ্জামানকে মৃত ব্যক্তির আত্মীয় পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করেন এবং এলাইনস ব্যাংক ম্যানেজারের হোয়াটসঅ্যাপ নম্বর দেন। পরামর্শ অনুযায়ী ওই ব্যাংক ম্যানেজারের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেন নুরুজ্জামান।
পরবর্তীকালে ব্যাংক ম্যানেজার বিমার পাঁচ মিলিয়ন ডলার বাংলাদেশে পাঠানোর জন্য একটি শিপিং কোম্পানির কাছে দুটি লাগেজ প্রদান করেছে বলে নুরুজ্জামানকে জানান। প্রমাণস্বরূপ একটি ভিডিও পাঠান। ব্যাংক ম্যানেজার বিমা খরচ এবং ডেলিভারি খরচ বাবদ ১ লাখ ৮৫ হাজার টাকা দিতে বলেন। তাঁর কথা মতো ডাচ্–বাংলা ব্যাংকের উত্তরা শাখার একটি অ্যাকাউন্টে ওই টাকা জমা দেন নুরুজ্জামান। এরপর ৩ অক্টোবর সকাল ৮টায় একটি নম্বর থেকে অজ্ঞাতনামা একজন ব্যক্তি ফোন করেন নুরুজ্জামনকে। ফোনদাতা বলেন, তিনি ঢাকা বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা। বাদীর দুটি লাগেজ কাস্টমসে আটকে আছে। লাগেজ দুটি ছাড়াতে ৪ লাখ ৭ হাজার টাকা দিতে বলেন। তাঁদের কথা মতো ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টে সেই টাকাও দেন নুরুজ্জামান। কাস্টমস কর্মকর্তার কথামতো আয়কর ও ট্যাক্স বাবদ আরও ১১ লাখ ৭৫ হাজার টাকা ইসলামী ব্যাংকের আরেকটি অ্যাকাউন্টে দেন। এসব টাকা দেওয়ার পরও তাঁরা নুরুজ্জামানের কাছে আরও ১০ লাখ ৫০ হাজার টাকা চান। এভাবে বারবার টাকা চাওয়ায় নুরুজ্জামানের সন্দেহ হলে তিনি বিমানবন্দর কাস্টমসের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ। এভাবে সংঘবদ্ধ প্রতারক চক্রটি বাদীর কাছ থেকে সব মিলিয়ে ১৭ লাখ ৬৭ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়।
এ ঘটনায় মো. নুরুজ্জামান ১২ অক্টোবর নিউমার্কেট থানায় একটি প্রতারণার মামলা করেন।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
৬ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
১২ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
২৩ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
২৯ মিনিট আগে