নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, শিশুরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা নিজেদের অ্যাকাউন্ট নিরাপদে রাখতে জানে না। সামাজিক মাধ্যম সম্পর্কে শিশুদের সচেতন করতে হবে।
আজ শনিবার সেভ দ্য চিলড্রেন এবং ব্রেকিং দ্য সাইলেন্স আয়োজিত শিশু সুরক্ষায় সাংবাদিকতা শীর্ষক ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ডেইলি স্টার ভবনে এ এস মাহমুদ সেমিনার হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান। তিনি বলেন, ‘আমরা শহর বড় করছি, নগর বড় করছি। কিন্তু শিশুদের বিকাশের প্রয়োজনীয় সুযোগ-সুবিধাগুলো আমরা রাখছি না। আমরা যদি শিশুস্বর্গ গড়ে তুলতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ সঠিকভাবে গড়ে উঠবে না।’
ব্রেকিং দ্য সাইলেন্সের সভাপতি তাসমিমা হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন—সেভ দ্য চিলড্রেনের পরিচালক (চাইল্ড প্রোটেকশন, চাইল্ড রাইটস অ্যান্ড চাইল্ড গভর্নেস) আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক-গবেষক আফসান চৌধুরী, দৈনিক সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিক, ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক রোকসানা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম।
সেভ দ্য চিলড্রেনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ১৯৯০ সালে বাংলাদেশ শিশু অধিকার সনদ অনুস্বাক্ষর করে। এখনো পর্যন্ত অনেক গণমাধ্যম অনুস্বাক্ষর শব্দ ব্যবহার না করে স্বাক্ষর শব্দ ব্যবহার করেন। স্বাক্ষর-অনুস্বাক্ষরের পার্থক্য অনেক গণমাধ্যমকর্মীরা এখনো পর্যন্ত রপ্ত করতে পারেননি।
স্বাগত বক্তব্যে রোকসানা সুলতানা বলেন, সংবাদমাধ্যম কর্মীরা তাদের লেখনীর মধ্য দিয়ে শিশু অধিকার বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশু সুরক্ষায় সংবেদনশীলতা ও জবাবদিহি বৃদ্ধির জন্য ভূমিকা পালন করে যাচ্ছেন। শিশু সুরক্ষা কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে সংবাদমাধ্যম কর্মীদের আরও বেশি অনুপ্রাণিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্স তাদের সম্মাননা প্রদান করছে।
সভায় শিশু সুরক্ষায় সাংবাদিকতার জন্য সংবাদকর্মীদের সম্মাননা ও ফেলোশিপ প্রদান করা হয়।

সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, শিশুরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা নিজেদের অ্যাকাউন্ট নিরাপদে রাখতে জানে না। সামাজিক মাধ্যম সম্পর্কে শিশুদের সচেতন করতে হবে।
আজ শনিবার সেভ দ্য চিলড্রেন এবং ব্রেকিং দ্য সাইলেন্স আয়োজিত শিশু সুরক্ষায় সাংবাদিকতা শীর্ষক ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ডেইলি স্টার ভবনে এ এস মাহমুদ সেমিনার হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান। তিনি বলেন, ‘আমরা শহর বড় করছি, নগর বড় করছি। কিন্তু শিশুদের বিকাশের প্রয়োজনীয় সুযোগ-সুবিধাগুলো আমরা রাখছি না। আমরা যদি শিশুস্বর্গ গড়ে তুলতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ সঠিকভাবে গড়ে উঠবে না।’
ব্রেকিং দ্য সাইলেন্সের সভাপতি তাসমিমা হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন—সেভ দ্য চিলড্রেনের পরিচালক (চাইল্ড প্রোটেকশন, চাইল্ড রাইটস অ্যান্ড চাইল্ড গভর্নেস) আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক-গবেষক আফসান চৌধুরী, দৈনিক সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিক, ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক রোকসানা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম।
সেভ দ্য চিলড্রেনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ১৯৯০ সালে বাংলাদেশ শিশু অধিকার সনদ অনুস্বাক্ষর করে। এখনো পর্যন্ত অনেক গণমাধ্যম অনুস্বাক্ষর শব্দ ব্যবহার না করে স্বাক্ষর শব্দ ব্যবহার করেন। স্বাক্ষর-অনুস্বাক্ষরের পার্থক্য অনেক গণমাধ্যমকর্মীরা এখনো পর্যন্ত রপ্ত করতে পারেননি।
স্বাগত বক্তব্যে রোকসানা সুলতানা বলেন, সংবাদমাধ্যম কর্মীরা তাদের লেখনীর মধ্য দিয়ে শিশু অধিকার বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশু সুরক্ষায় সংবেদনশীলতা ও জবাবদিহি বৃদ্ধির জন্য ভূমিকা পালন করে যাচ্ছেন। শিশু সুরক্ষা কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে সংবাদমাধ্যম কর্মীদের আরও বেশি অনুপ্রাণিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্স তাদের সম্মাননা প্রদান করছে।
সভায় শিশু সুরক্ষায় সাংবাদিকতার জন্য সংবাদকর্মীদের সম্মাননা ও ফেলোশিপ প্রদান করা হয়।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৯ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
২২ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগে