গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গতকাল রোববার গণপিটুনি দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওই ইমামের নাম রহিজ উদ্দিন (৩৫)। তিনি চাদপুরের মতলব উপজেলার বাদশা মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহিজ উদ্দিন সম্প্রতি রাতে এক কলেজছাত্রকে তাঁর কাছে ঘুমাতে ডেকে নিয়ে যান। পরে ওই ছাত্রকে কোমল পানীয় পান করতে দেন। এরপর ওই কলেজছাত্রের মাথা ঘোরাতে থাকলে সে প্রস্রাবের কথা বলে ইমামের ঘর থেকে বের হয়ে ফোনে পরিবারকে বিষয়টি জানায়। এ ঘটনায় গতকাল সকালে স্থানীয় লোকজন রহিজকে আটক করে পিটুনি দেন। গাছের সঙ্গে বেঁধে পেটানোর পাশাপাশি গলায় জুতার মালা দিয়ে অপমান করা হয়। খবর পেয়ে পুবাইল থানা–পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে যৌন নির্যাতনের অভিযোগে ইমাম রহিজের বিরুদ্ধে আরেক কিশোরের অভিভাবক গতকাল থানায় মামলা করেন। পরে থানা–পুলিশ ওই ইমামকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। সেখানে রাতে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গাজীপুর মহানগরীর পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ইমাম রহিজ উদ্দিনকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রাতেই গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। রাত ৩টার তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার সকালে নিহত ব্যক্তির লাশ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের বলেন, রহিজ উদ্দিনকে অসুস্থ অবস্থায় কারাগারে আনা হয়। তাঁর শরীরে পাবলিক অ্যাসল্টের চিহ্ন ছিল। রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গতকাল রোববার গণপিটুনি দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওই ইমামের নাম রহিজ উদ্দিন (৩৫)। তিনি চাদপুরের মতলব উপজেলার বাদশা মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহিজ উদ্দিন সম্প্রতি রাতে এক কলেজছাত্রকে তাঁর কাছে ঘুমাতে ডেকে নিয়ে যান। পরে ওই ছাত্রকে কোমল পানীয় পান করতে দেন। এরপর ওই কলেজছাত্রের মাথা ঘোরাতে থাকলে সে প্রস্রাবের কথা বলে ইমামের ঘর থেকে বের হয়ে ফোনে পরিবারকে বিষয়টি জানায়। এ ঘটনায় গতকাল সকালে স্থানীয় লোকজন রহিজকে আটক করে পিটুনি দেন। গাছের সঙ্গে বেঁধে পেটানোর পাশাপাশি গলায় জুতার মালা দিয়ে অপমান করা হয়। খবর পেয়ে পুবাইল থানা–পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে যৌন নির্যাতনের অভিযোগে ইমাম রহিজের বিরুদ্ধে আরেক কিশোরের অভিভাবক গতকাল থানায় মামলা করেন। পরে থানা–পুলিশ ওই ইমামকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। সেখানে রাতে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গাজীপুর মহানগরীর পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ইমাম রহিজ উদ্দিনকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রাতেই গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। রাত ৩টার তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার সকালে নিহত ব্যক্তির লাশ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের বলেন, রহিজ উদ্দিনকে অসুস্থ অবস্থায় কারাগারে আনা হয়। তাঁর শরীরে পাবলিক অ্যাসল্টের চিহ্ন ছিল। রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
১ মিনিট আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
৭ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিকসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির পেছনের দরজা ছিটকে গিয়ে পেছনে থাকা একটি অটোরিকশার চালকসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
১২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
২৫ মিনিট আগে