নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নীলক্ষেতের একটি মার্কেটের মসজিদের ভেতরে তাবলীগ জামাতের সাদ ও জুবায়ের পন্থী দুই গ্রুপের মারামারির ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম শামসুল হক (৫৫)।
আজ বুধবার আসরের নামাজের পর নীলক্ষেত জিলানী মার্কেটের ৩য় তলার পাঞ্জেগানা মসজিদে এই মারামারির ঘটনা ঘটে। অচেতন অবস্থায় শামসুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, শামসুলের বাসা হাজারীবাগ ৮ নম্বর কুলাল মহল লেনে। জিলানী মার্কেটের ২য় তলায় ‘জীবন সাথী’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। ১ বছর আগে একবার স্ট্রোক করেছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী গোলাম সাব্বির এরশাদ জানান, মৃত শামসুল হকসহ তারা সাদপন্থী। সপ্তাহে বুধবার তারা সাদপন্থীরা আসরের নামাজের পর মসজিদের ভেতর ধর্মীয় বয়ান করেন। আজ ১০-১২ জন সাদপন্থী সেই বয়ানে অংশ নেন। তখন যুবায়ের পন্থী আনোয়ার হাওলাদার (৪০) তাদেরকে খারাপ ভাষায় শাসিয়ে মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন। গোলাম সাব্বির এরশাদ প্রতিবাদ করায় আনোয়ার তাঁর পাঞ্জাবির কলার ধরে টেনে মসজিদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন আনোয়ারকে বাধা দেন শামসুল হক। ক্ষিপ্ত হয়ে তার বুকে কিলঘুষি মারের আনোয়ার। এতে মসজিদের ভেতরই অচেতন হয়ে পড়েন শামসুল। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, অচেতন অবস্থায় তাকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার ও পরিচিত ব্যবসায়ীরা অভিযোগ করছেন, তাকে মারধর করা হয়েছে, সে জন্য তাঁর মৃত্যু হয়েছে। তবে বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল গনি সাবু বলেন, ঘটনাটি আমরা তদন্ত করছি। এখনো কাউকে আটক করা যায়নি। এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রাজধানীর নীলক্ষেতের একটি মার্কেটের মসজিদের ভেতরে তাবলীগ জামাতের সাদ ও জুবায়ের পন্থী দুই গ্রুপের মারামারির ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম শামসুল হক (৫৫)।
আজ বুধবার আসরের নামাজের পর নীলক্ষেত জিলানী মার্কেটের ৩য় তলার পাঞ্জেগানা মসজিদে এই মারামারির ঘটনা ঘটে। অচেতন অবস্থায় শামসুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, শামসুলের বাসা হাজারীবাগ ৮ নম্বর কুলাল মহল লেনে। জিলানী মার্কেটের ২য় তলায় ‘জীবন সাথী’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। ১ বছর আগে একবার স্ট্রোক করেছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী গোলাম সাব্বির এরশাদ জানান, মৃত শামসুল হকসহ তারা সাদপন্থী। সপ্তাহে বুধবার তারা সাদপন্থীরা আসরের নামাজের পর মসজিদের ভেতর ধর্মীয় বয়ান করেন। আজ ১০-১২ জন সাদপন্থী সেই বয়ানে অংশ নেন। তখন যুবায়ের পন্থী আনোয়ার হাওলাদার (৪০) তাদেরকে খারাপ ভাষায় শাসিয়ে মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন। গোলাম সাব্বির এরশাদ প্রতিবাদ করায় আনোয়ার তাঁর পাঞ্জাবির কলার ধরে টেনে মসজিদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন আনোয়ারকে বাধা দেন শামসুল হক। ক্ষিপ্ত হয়ে তার বুকে কিলঘুষি মারের আনোয়ার। এতে মসজিদের ভেতরই অচেতন হয়ে পড়েন শামসুল। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, অচেতন অবস্থায় তাকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার ও পরিচিত ব্যবসায়ীরা অভিযোগ করছেন, তাকে মারধর করা হয়েছে, সে জন্য তাঁর মৃত্যু হয়েছে। তবে বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল গনি সাবু বলেন, ঘটনাটি আমরা তদন্ত করছি। এখনো কাউকে আটক করা যায়নি। এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১৫ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩৩ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে