নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের সালামির নামে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হন দুই যুবক। পরে জানা যায়, তাঁদের একজন এক পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি। অপরজনের নামে অস্ত্র মামলা রয়েছে। গতকাল সোমবার বিকেলে মিরপুর মডেল থানার বড়বাগ বসতি আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
জানা গেছে, তাঁরা এক বিচারকের বাসায় ‘ঈদ সালামি’ নিতে গিয়েছিলেন। সালামি না দিলে ‘সমস্যা হবে’ বলেও হুমকি দেন তাঁরা।
গ্রেপ্তার দুজন হলেন শাকিল আহমেদ (৩০) ও মো. আশফাকুর রহমান সজীব (২৮)। শাকিল ২০১৬ সালে এক পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি।
আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে তাঁদের আদালতে হাজির করে মিরপুর থানা-পুলিশ। তদন্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন খান তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তাঁদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, শাকিল ও আশফাক মিরপুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। তাঁরা ঈদ সালামির নামে বড়বাগ বসতি আবাসিক এলাকায় চাঁদাবাজি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ‘সমস্যা হবে’ বলেও হুমকি দেন।
গতকাল সোমবার বড়বাগ বসতি আবাসিক এলাকায় এক অতিরিক্ত জেলা জজের বাসার নিচে এসে নিরাপত্তা রক্ষীর কাছে ঈদ সালামি দাবি করেন এই দুজন। চাঁদা দিতে অস্বীকার করায় রক্ষীকে ভয়ভীতি দেখান, মারধর করার চেষ্টা করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। ঘটনাটি জানালে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মিরপুর মডেল থানার এসআই মো. আমিনুল হক দ্রুত বিচার আইনে মামলা করেন।
উল্লেখ্য, আসামি শাকিলের বিরুদ্ধে মিরপুর থানায় পাঁচটি মামলা রয়েছে। আসামি আশফাকুরের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ দুটি মামলা রয়েছে।

ঈদের সালামির নামে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হন দুই যুবক। পরে জানা যায়, তাঁদের একজন এক পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি। অপরজনের নামে অস্ত্র মামলা রয়েছে। গতকাল সোমবার বিকেলে মিরপুর মডেল থানার বড়বাগ বসতি আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
জানা গেছে, তাঁরা এক বিচারকের বাসায় ‘ঈদ সালামি’ নিতে গিয়েছিলেন। সালামি না দিলে ‘সমস্যা হবে’ বলেও হুমকি দেন তাঁরা।
গ্রেপ্তার দুজন হলেন শাকিল আহমেদ (৩০) ও মো. আশফাকুর রহমান সজীব (২৮)। শাকিল ২০১৬ সালে এক পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি।
আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে তাঁদের আদালতে হাজির করে মিরপুর থানা-পুলিশ। তদন্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন খান তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তাঁদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, শাকিল ও আশফাক মিরপুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। তাঁরা ঈদ সালামির নামে বড়বাগ বসতি আবাসিক এলাকায় চাঁদাবাজি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ‘সমস্যা হবে’ বলেও হুমকি দেন।
গতকাল সোমবার বড়বাগ বসতি আবাসিক এলাকায় এক অতিরিক্ত জেলা জজের বাসার নিচে এসে নিরাপত্তা রক্ষীর কাছে ঈদ সালামি দাবি করেন এই দুজন। চাঁদা দিতে অস্বীকার করায় রক্ষীকে ভয়ভীতি দেখান, মারধর করার চেষ্টা করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। ঘটনাটি জানালে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মিরপুর মডেল থানার এসআই মো. আমিনুল হক দ্রুত বিচার আইনে মামলা করেন।
উল্লেখ্য, আসামি শাকিলের বিরুদ্ধে মিরপুর থানায় পাঁচটি মামলা রয়েছে। আসামি আশফাকুরের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ দুটি মামলা রয়েছে।

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২৬ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে