নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আজ রোববার সকালে ১০টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
রোববার সকাল ১০টার পরে সাহাবুদ্দীন আহমদের মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে আনা হয়। জানাজায় অংশ নিতে প্রধান বিচারপতি, বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, জ্যেষ্ঠ আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় ঈদগাহে উপস্থিত হন।
জানাজার আগে সাহাবুদ্দীন আহমদের প্রতি স্মৃতিচারণ করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও মরহুমের ছোট ছেলে সোহেল আহমেদ।
জানাজায় অংশ নেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবির কাওছার প্রমুখ।
জানাজা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তাঁর সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ শ্রদ্ধা জানান। প্রধান বিচারপতি, আওয়ামী লীগ, বিএনপি, সুপীম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী আইনজীবী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়।
পরে সাহাবুদ্দীন আহমদের মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে স্ত্রীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।
এর আগে এই রাষ্ট্রপতির প্রথম জানাজা গতকাল শনিবার বেলা ২টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তাঁর নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহাবুদ্দীন আহমদ। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আজ রোববার সকালে ১০টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
রোববার সকাল ১০টার পরে সাহাবুদ্দীন আহমদের মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে আনা হয়। জানাজায় অংশ নিতে প্রধান বিচারপতি, বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, জ্যেষ্ঠ আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় ঈদগাহে উপস্থিত হন।
জানাজার আগে সাহাবুদ্দীন আহমদের প্রতি স্মৃতিচারণ করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও মরহুমের ছোট ছেলে সোহেল আহমেদ।
জানাজায় অংশ নেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবির কাওছার প্রমুখ।
জানাজা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তাঁর সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ শ্রদ্ধা জানান। প্রধান বিচারপতি, আওয়ামী লীগ, বিএনপি, সুপীম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী আইনজীবী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়।
পরে সাহাবুদ্দীন আহমদের মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে স্ত্রীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।
এর আগে এই রাষ্ট্রপতির প্রথম জানাজা গতকাল শনিবার বেলা ২টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তাঁর নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহাবুদ্দীন আহমদ। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৯ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে