Ajker Patrika

ধর্ষণের অভিযোগে বান্ধবীসহ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধর্ষণের অভিযোগে বান্ধবীসহ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি সবুজ আল সাহবা ও তাঁর বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। 

বৃহস্পতিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়। মিরপুর থানায় দায়ের করা এই মামলায় তদন্ত কর্মকর্তা ছিলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) রোকসানা আক্তার রুনা। 
মহানগর হাকিম আশেকে ইমাম মামলাটি বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ বদলির আদেশ দেন। 

গত বছরের ৩০ সেপ্টেম্বর রাতে এক তরুণী ছাত্রলীগ নেতা সবুজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন। পরে ওই রাতেই রাজধানীর একাধিক জায়গায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সবুজ ও বিবি ফাতেমা ঝুমুরকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় বিবি ফাতেমাকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তারা দুজনই জামিনে রয়েছেন। 

মামলার অভিযোগে বলা হয়, ওই তরুণী গত বছরের ২৮ সেপ্টেম্বর চিকিৎসক দেখানোর জন্য ঢাকায় আসেন। বিবি ফাতেমা ঝুমুর ছাত্রলীগ নেতা সবুজের বাসায় তাকে নিয়ে যান। 

সেখানে ঝুমুর ছাত্রলীগ নেতা সবুজকে ভাই হিসেবে পরিচয় করে দেন। ওই দিন রাতে আসামি ঝুমুর ভুক্তভোগী তরুণীকে আসামি সবুজের কক্ষে পাঠায় এবং শারীরিক সম্পর্ক করতে বলেন। পরে আসামি ঝুমুরের সহযোগিতায় সবুজ সেই তরুণীকে ধর্ষণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত