নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ আগামী ১৬ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চলাচলের জন্য চালু করা হবে। তার জন্য প্রস্তুত হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। উদ্বোধনের জন্য দিয়াবাড়ি স্টেশনে চলছে ব্যাপক তোড়জোড়। আজ রোববার মেট্রোরেলের প্রথম স্টেশন উত্তরা উত্তরের পরীক্ষামূলক সাইনেজ কার্যক্রম পরিদর্শন গিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এসব কথা বলেছেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এম এ এন ছিদ্দিক জানান, কিছুদিনের মধ্যেই স্টেশনে বসবে চূড়ান্ত সাইনেজ। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আমরা বাণিজ্যিক চলাচল শুরু করতে চাই। এটা বিবেচনায় রেখেই আমাদের কাজকর্ম করে যাচ্ছি। এমআরটি লাইন-৬ এ ভূমি অধিগ্রহণ, বর্ধিত অংশ নির্মাণসহ পাঁচটি খাতে সাড়ে ১১ হাজার কোটি টাকা খরচ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মোট খরচ দাঁড়াচ্ছে ৩৩ হাজার ৪৭০ কোটি টাকা।
এদিকে, মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশনে অবকাঠামোগত এবং স্টেশনের ভেতরের সাইনেজ ডেমো প্রদর্শন করা হয়। তার মধ্যে ছিল—স্টেশনের কোন দিক দিয়ে ঢুকতে হবে, কোথায় টিকিট পাওয়া যাবে, প্রতিবন্ধী যাত্রীরা কোন দিক দিয়ে উঠবে এবং নামবে। যাত্রীরা স্টেশনের মধ্যে কি করতে পারবেন, কি করতে পারবেন না ইত্যাদি। মেট্রোরেলের ভাড়া চূড়ান্ত না হলেও ভাড়ার একটি ডেমো দেখানো হয়। প্রকাশিত সম্ভাব্য ভাড়ার তালিকায় জিরো পয়েন্ট ধরা হয়েছে মিরপুর ১১। সে অনুযায়ী পল্লবীর ভাড়া ১৫ টাকা, উত্তরা দক্ষিণের ভাড়া ২০ টাকা এবং উত্তরা উত্তরের ভাড়া ২৫ টাকা। অন্যদিকে মিরপুর ১১ থেকে মিরপুর ১০ এর ভাড়া ১৫ টাকা, কাজীপাড়ার ভাড়া ২০ টাকা, আগারগাঁওয়ের ভাড়া ২৫ টাকা, বিজয় সরণি ও ফার্মগেট পর্যন্ত ৩০ টাকা, কারওয়ান বাজার ও শাহবাগ পর্যন্ত ৩৫ টাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া ৪০ টাকা, মতিঝিল ৪৫ টাকা এবং কমলাপুর ৫০ টাকা।
তবে এই ভাড়া চূড়ান্ত নয় বলে জানিয়েছে ডিএমটিসিএল। ভাড়া নির্ধারণের লক্ষে কাজ করে যাচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ে ভাড়া নিয়ে জনসাধারণকে ধারণা দেওয়ার জন্য ভাড়ার এই চার্ট তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।

মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ আগামী ১৬ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চলাচলের জন্য চালু করা হবে। তার জন্য প্রস্তুত হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। উদ্বোধনের জন্য দিয়াবাড়ি স্টেশনে চলছে ব্যাপক তোড়জোড়। আজ রোববার মেট্রোরেলের প্রথম স্টেশন উত্তরা উত্তরের পরীক্ষামূলক সাইনেজ কার্যক্রম পরিদর্শন গিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এসব কথা বলেছেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এম এ এন ছিদ্দিক জানান, কিছুদিনের মধ্যেই স্টেশনে বসবে চূড়ান্ত সাইনেজ। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আমরা বাণিজ্যিক চলাচল শুরু করতে চাই। এটা বিবেচনায় রেখেই আমাদের কাজকর্ম করে যাচ্ছি। এমআরটি লাইন-৬ এ ভূমি অধিগ্রহণ, বর্ধিত অংশ নির্মাণসহ পাঁচটি খাতে সাড়ে ১১ হাজার কোটি টাকা খরচ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মোট খরচ দাঁড়াচ্ছে ৩৩ হাজার ৪৭০ কোটি টাকা।
এদিকে, মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশনে অবকাঠামোগত এবং স্টেশনের ভেতরের সাইনেজ ডেমো প্রদর্শন করা হয়। তার মধ্যে ছিল—স্টেশনের কোন দিক দিয়ে ঢুকতে হবে, কোথায় টিকিট পাওয়া যাবে, প্রতিবন্ধী যাত্রীরা কোন দিক দিয়ে উঠবে এবং নামবে। যাত্রীরা স্টেশনের মধ্যে কি করতে পারবেন, কি করতে পারবেন না ইত্যাদি। মেট্রোরেলের ভাড়া চূড়ান্ত না হলেও ভাড়ার একটি ডেমো দেখানো হয়। প্রকাশিত সম্ভাব্য ভাড়ার তালিকায় জিরো পয়েন্ট ধরা হয়েছে মিরপুর ১১। সে অনুযায়ী পল্লবীর ভাড়া ১৫ টাকা, উত্তরা দক্ষিণের ভাড়া ২০ টাকা এবং উত্তরা উত্তরের ভাড়া ২৫ টাকা। অন্যদিকে মিরপুর ১১ থেকে মিরপুর ১০ এর ভাড়া ১৫ টাকা, কাজীপাড়ার ভাড়া ২০ টাকা, আগারগাঁওয়ের ভাড়া ২৫ টাকা, বিজয় সরণি ও ফার্মগেট পর্যন্ত ৩০ টাকা, কারওয়ান বাজার ও শাহবাগ পর্যন্ত ৩৫ টাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া ৪০ টাকা, মতিঝিল ৪৫ টাকা এবং কমলাপুর ৫০ টাকা।
তবে এই ভাড়া চূড়ান্ত নয় বলে জানিয়েছে ডিএমটিসিএল। ভাড়া নির্ধারণের লক্ষে কাজ করে যাচ্ছে সরকার। প্রাথমিক পর্যায়ে ভাড়া নিয়ে জনসাধারণকে ধারণা দেওয়ার জন্য ভাড়ার এই চার্ট তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
১০ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
২২ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
৩৬ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
৪৩ মিনিট আগে