ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আজ শুক্রবার সন্ধ্যা থেকে নীলক্ষেত মোড়ে (নিউমার্কেট পাশে) অবস্থান নিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। এতে আজিমপুর-সায়েন্স ল্যাব রাস্তা বন্ধ রয়েছে। পলাশী-কাঁটাবন ঘুরে গাড়ি চলাচল করতে হচ্ছে।
এদিকে বয়সসীমা ৩৫ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘চাকরিতে বয়সের প্রবেশসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের’ আহ্বায়ক শরিফুল হাসান শুভসহ পাঁচজন মুখে স্কচটেপ লাগিয়ে অনশন করছেন।
সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে চলমান আন্দোলনে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে আজ মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছিল। তবে মহাসমাবেশ করতে না পেরে নীলক্ষেতে অবস্থান নেন তাঁরা।
বর্তমানে নীলক্ষেতে ও আশপাশে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। আন্দোলনকারীরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাঁদের ওপর চড়াও হয় তাহলে তাঁরা জীবন দিয়ে দেবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
শিক্ষার্থী সমন্বয় পরিষদের সদস্যসচিব মো. রাসেল বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে চাকরি প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। আমাদের সহকর্মীরা অনশন করছেন, অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। দাবি আদায় না হওয়া আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাব।’
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিসহ ৩ দফা দাবি রয়েছে তাঁদের। দাবিগুলো হলো—চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা, অবসরের বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা করা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন করা।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আজ শুক্রবার সন্ধ্যা থেকে নীলক্ষেত মোড়ে (নিউমার্কেট পাশে) অবস্থান নিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। এতে আজিমপুর-সায়েন্স ল্যাব রাস্তা বন্ধ রয়েছে। পলাশী-কাঁটাবন ঘুরে গাড়ি চলাচল করতে হচ্ছে।
এদিকে বয়সসীমা ৩৫ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘চাকরিতে বয়সের প্রবেশসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের’ আহ্বায়ক শরিফুল হাসান শুভসহ পাঁচজন মুখে স্কচটেপ লাগিয়ে অনশন করছেন।
সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে চলমান আন্দোলনে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে আজ মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছিল। তবে মহাসমাবেশ করতে না পেরে নীলক্ষেতে অবস্থান নেন তাঁরা।
বর্তমানে নীলক্ষেতে ও আশপাশে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। আন্দোলনকারীরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাঁদের ওপর চড়াও হয় তাহলে তাঁরা জীবন দিয়ে দেবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
শিক্ষার্থী সমন্বয় পরিষদের সদস্যসচিব মো. রাসেল বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে চাকরি প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। আমাদের সহকর্মীরা অনশন করছেন, অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। দাবি আদায় না হওয়া আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাব।’
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিসহ ৩ দফা দাবি রয়েছে তাঁদের। দাবিগুলো হলো—চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা, অবসরের বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা করা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন করা।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
১ ঘণ্টা আগে