জবি প্রতিনিধি

সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশুসহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ফোরাম। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।
এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, ‘জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। অথচ এখন আমাদেরকে নারীবান্ধব রাষ্ট্রের দাবি তুলতে হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তার দাবি ছিল এই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। এখনো সেই চাওয়া পূর্ণ হয়নি। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।’
বাংলা বিভাগের শিক্ষার্থী শতাব্দীকা ঊর্মি বলেন, বাংলাদেশে সন্ত্রাসীরা এক প্রকার ফ্রি পাস পেয়ে গেছে। ঘুম থেকে উঠে একের পর এক ধর্ষণ, ছিনতাই, খুনের খবর পেতে আমরা বাংলাদেশের নাগরিকেরা তীব্র আতঙ্কিত থাকছি। গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা রক্তের ওপর যে সরকারকে বসিয়েছি, তার এ রকম রাষ্ট্র চালনার বৈশিষ্ট্য হলে বলতে চাই তিনি অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করতে চান। অবিলম্বে জনতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তা না পারলে ব্যর্থতা স্বীকার করে নিয়ে ক্ষমতা ছেড়ে দেন। জনগণের প্রতিনিধি হয়ে জনগণের জীবনকে অনবরত ঝুঁকির মুখে রেখে জনগণের ম্যান্ডেটকে একটা ছেলেখেলা বানাবেন না।’
নাট্যকলা বিভাগের শিক্ষার্থী কিশোয়ার সাম্য বলেন, ‘ইন্টেরিমকে হানিমুন পিরিয়ডে রাখার আর কোনো সুযোগ নাই, যথেষ্ট সময় তারা পেয়েছে এবার তাদের দায় নেওয়ার পালা, প্রতিটি ধর্ষণের দায় তাদের নিতে হবে, বিচার নিশ্চিত করতে হবে, ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশুসহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ফোরাম। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।
এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, ‘জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। অথচ এখন আমাদেরকে নারীবান্ধব রাষ্ট্রের দাবি তুলতে হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তার দাবি ছিল এই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। এখনো সেই চাওয়া পূর্ণ হয়নি। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।’
বাংলা বিভাগের শিক্ষার্থী শতাব্দীকা ঊর্মি বলেন, বাংলাদেশে সন্ত্রাসীরা এক প্রকার ফ্রি পাস পেয়ে গেছে। ঘুম থেকে উঠে একের পর এক ধর্ষণ, ছিনতাই, খুনের খবর পেতে আমরা বাংলাদেশের নাগরিকেরা তীব্র আতঙ্কিত থাকছি। গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা রক্তের ওপর যে সরকারকে বসিয়েছি, তার এ রকম রাষ্ট্র চালনার বৈশিষ্ট্য হলে বলতে চাই তিনি অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করতে চান। অবিলম্বে জনতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তা না পারলে ব্যর্থতা স্বীকার করে নিয়ে ক্ষমতা ছেড়ে দেন। জনগণের প্রতিনিধি হয়ে জনগণের জীবনকে অনবরত ঝুঁকির মুখে রেখে জনগণের ম্যান্ডেটকে একটা ছেলেখেলা বানাবেন না।’
নাট্যকলা বিভাগের শিক্ষার্থী কিশোয়ার সাম্য বলেন, ‘ইন্টেরিমকে হানিমুন পিরিয়ডে রাখার আর কোনো সুযোগ নাই, যথেষ্ট সময় তারা পেয়েছে এবার তাদের দায় নেওয়ার পালা, প্রতিটি ধর্ষণের দায় তাদের নিতে হবে, বিচার নিশ্চিত করতে হবে, ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
১২ মিনিট আগে
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
৩৬ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে