জবি প্রতিনিধি

সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশুসহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ফোরাম। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।
এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, ‘জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। অথচ এখন আমাদেরকে নারীবান্ধব রাষ্ট্রের দাবি তুলতে হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তার দাবি ছিল এই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। এখনো সেই চাওয়া পূর্ণ হয়নি। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।’
বাংলা বিভাগের শিক্ষার্থী শতাব্দীকা ঊর্মি বলেন, বাংলাদেশে সন্ত্রাসীরা এক প্রকার ফ্রি পাস পেয়ে গেছে। ঘুম থেকে উঠে একের পর এক ধর্ষণ, ছিনতাই, খুনের খবর পেতে আমরা বাংলাদেশের নাগরিকেরা তীব্র আতঙ্কিত থাকছি। গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা রক্তের ওপর যে সরকারকে বসিয়েছি, তার এ রকম রাষ্ট্র চালনার বৈশিষ্ট্য হলে বলতে চাই তিনি অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করতে চান। অবিলম্বে জনতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তা না পারলে ব্যর্থতা স্বীকার করে নিয়ে ক্ষমতা ছেড়ে দেন। জনগণের প্রতিনিধি হয়ে জনগণের জীবনকে অনবরত ঝুঁকির মুখে রেখে জনগণের ম্যান্ডেটকে একটা ছেলেখেলা বানাবেন না।’
নাট্যকলা বিভাগের শিক্ষার্থী কিশোয়ার সাম্য বলেন, ‘ইন্টেরিমকে হানিমুন পিরিয়ডে রাখার আর কোনো সুযোগ নাই, যথেষ্ট সময় তারা পেয়েছে এবার তাদের দায় নেওয়ার পালা, প্রতিটি ধর্ষণের দায় তাদের নিতে হবে, বিচার নিশ্চিত করতে হবে, ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশুসহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ফোরাম। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।
এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, ‘জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। অথচ এখন আমাদেরকে নারীবান্ধব রাষ্ট্রের দাবি তুলতে হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তার দাবি ছিল এই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। এখনো সেই চাওয়া পূর্ণ হয়নি। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।’
বাংলা বিভাগের শিক্ষার্থী শতাব্দীকা ঊর্মি বলেন, বাংলাদেশে সন্ত্রাসীরা এক প্রকার ফ্রি পাস পেয়ে গেছে। ঘুম থেকে উঠে একের পর এক ধর্ষণ, ছিনতাই, খুনের খবর পেতে আমরা বাংলাদেশের নাগরিকেরা তীব্র আতঙ্কিত থাকছি। গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা রক্তের ওপর যে সরকারকে বসিয়েছি, তার এ রকম রাষ্ট্র চালনার বৈশিষ্ট্য হলে বলতে চাই তিনি অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করতে চান। অবিলম্বে জনতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তা না পারলে ব্যর্থতা স্বীকার করে নিয়ে ক্ষমতা ছেড়ে দেন। জনগণের প্রতিনিধি হয়ে জনগণের জীবনকে অনবরত ঝুঁকির মুখে রেখে জনগণের ম্যান্ডেটকে একটা ছেলেখেলা বানাবেন না।’
নাট্যকলা বিভাগের শিক্ষার্থী কিশোয়ার সাম্য বলেন, ‘ইন্টেরিমকে হানিমুন পিরিয়ডে রাখার আর কোনো সুযোগ নাই, যথেষ্ট সময় তারা পেয়েছে এবার তাদের দায় নেওয়ার পালা, প্রতিটি ধর্ষণের দায় তাদের নিতে হবে, বিচার নিশ্চিত করতে হবে, ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে