শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা

রাজধানীর গেন্ডারিয়া থেকে আট রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় তাঁর কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকালে র্যাব-১০-এর যাত্রাবাড়ী সিপিসি-১ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে আজগর আলী হাসপাতাল এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. রনি ওরফে শুটার রনিকে (৪০) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রটি পুলিশের হারানো অস্ত্র। জিজ্ঞাসাবাদে রনি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় তাঁর নামে একাধিক মামলা রয়েছে। তিনি একজন পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি। গেন্ডারিয়াসহ বিভিন্ন এলাকায় অস্ত্র ও মাদকের সিন্ডিকেট গড়ে তুলে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিলেন তিনি।
র্যাব জানিয়েছে, এই অভিযান তাদের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি ও সময়োপযোগী পদক্ষেপের অংশ। অবৈধ অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার রনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

রাজধানীর গেন্ডারিয়া থেকে আট রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় তাঁর কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকালে র্যাব-১০-এর যাত্রাবাড়ী সিপিসি-১ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে আজগর আলী হাসপাতাল এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. রনি ওরফে শুটার রনিকে (৪০) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রটি পুলিশের হারানো অস্ত্র। জিজ্ঞাসাবাদে রনি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় তাঁর নামে একাধিক মামলা রয়েছে। তিনি একজন পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি। গেন্ডারিয়াসহ বিভিন্ন এলাকায় অস্ত্র ও মাদকের সিন্ডিকেট গড়ে তুলে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিলেন তিনি।
র্যাব জানিয়েছে, এই অভিযান তাদের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি ও সময়োপযোগী পদক্ষেপের অংশ। অবৈধ অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার রনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাঁকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন...
৬ মিনিট আগে
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীর সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। ‘ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই’ দাবি করা এই নেতার ইসলামী ব্যাংকে দুটি অ্যাকাউন্ট ও এফডিআরে প্রায় ১০ লাখ টাকা রয়েছে। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
২ ঘণ্টা আগে