ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সাহায্যে অভিযুক্ত কর্মকর্তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। পরে ভুক্তভোগী শিক্ষার্থী তার নামে একটি এজাহার দায়ের করে।
আজ বুধবার দুপুর দেড়টায় শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কে রাজু ভাস্কর্যের কাছাকাছি হাঁটার সময় হেনস্তার ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী এ শিক্ষার্থী প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জানান।
ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ পত্রে লিখেন, ‘আমি শাহবাগ থেকে টিউশন করে ফিরছিলাম। রাজু ভাস্কর্যের সামনে হঠাৎ এক লোক আমার পথ আটকে দাঁড়ায়। সে জিজ্ঞেস করে আমি পর্দা করি নাই কেন, আমার ওড়না ঠিক নেই কেন? এ সময় সে কিছু খারাপ মন্তব্যও করে। পরে আমি প্রক্টরকে কল দিতে চাইলে সে দৌড়ে পালিয়ে যায়।’
এ দিকে কয়েকজন শিক্ষার্থী অভিযুক্ত ব্যক্তিকে প্রক্টর অফিসে ধরে নিয়ে আসে। পরে জানা যায় সে কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার। সে অভিযোগ স্বীকার করলে প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের কাছে লিখিত অভিযোগ করে। এ সময় তার বন্ধুদের কয়েকজন অভিযুক্ত ব্যক্তিকে ধরে নিয়ে আসে। অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে এ কর্মচারী সব স্বীকার করে নেয়। পরে তাকে প্রক্টরিয়াল টিমের সাহায্যে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।’
প্রক্টর আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিকের কাছে একটি লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্যও গ্রন্থাগারিককে বলা হয়েছে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি আটক রয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী এজাহার দায়ের করেছে এবং মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সাহায্যে অভিযুক্ত কর্মকর্তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। পরে ভুক্তভোগী শিক্ষার্থী তার নামে একটি এজাহার দায়ের করে।
আজ বুধবার দুপুর দেড়টায় শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কে রাজু ভাস্কর্যের কাছাকাছি হাঁটার সময় হেনস্তার ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী এ শিক্ষার্থী প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জানান।
ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ পত্রে লিখেন, ‘আমি শাহবাগ থেকে টিউশন করে ফিরছিলাম। রাজু ভাস্কর্যের সামনে হঠাৎ এক লোক আমার পথ আটকে দাঁড়ায়। সে জিজ্ঞেস করে আমি পর্দা করি নাই কেন, আমার ওড়না ঠিক নেই কেন? এ সময় সে কিছু খারাপ মন্তব্যও করে। পরে আমি প্রক্টরকে কল দিতে চাইলে সে দৌড়ে পালিয়ে যায়।’
এ দিকে কয়েকজন শিক্ষার্থী অভিযুক্ত ব্যক্তিকে প্রক্টর অফিসে ধরে নিয়ে আসে। পরে জানা যায় সে কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার। সে অভিযোগ স্বীকার করলে প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের কাছে লিখিত অভিযোগ করে। এ সময় তার বন্ধুদের কয়েকজন অভিযুক্ত ব্যক্তিকে ধরে নিয়ে আসে। অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে এ কর্মচারী সব স্বীকার করে নেয়। পরে তাকে প্রক্টরিয়াল টিমের সাহায্যে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।’
প্রক্টর আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিকের কাছে একটি লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্যও গ্রন্থাগারিককে বলা হয়েছে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি আটক রয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী এজাহার দায়ের করেছে এবং মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
২৫ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
২৮ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে