জবি প্রতিনিধি

পুরান ঢাকার বিএনপি নেতা শহীদুল হকের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর ধোলাইখাল এলাকায় কথা-কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আহত হন বলে জানান জবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাট ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলক্রমে একটি নির্মাণাধীন ঢালাইয়ের ওপরে পা দেন। এরপর স্থানীয়রা সম্রাটকে মারধর করেন। সম্রাট তাঁর সহপাঠীদের কল দিলে ইতিহাস বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী হাবিবসহ দুজন ঘটনাস্থলে আসেন। এরপর হাবিবসহ ওই দুই শিক্ষার্থীকে মারধর করে আটকে রাখেন স্থানীয়রা। পরে শিক্ষার্থীদের উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।
জানা গেছে, অভিযুক্ত শহীদুল হক শহীদ ওয়ারী ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি নবাবপুর দোকান মালিক সমিতিরও সাধারণ সম্পাদক।
এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্র হয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে রাত ১টার দিকে ওয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
অভিযুক্ত বিএনপি নেতা শহীদুলের বাড়ির প্রধান ফটক ভাঙার চেষ্টা করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরবর্তীতে ঘটনাস্থলে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় শিক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কয়েকজন শহীদুলের বাড়িতে গেলে একজন বয়স্ক নারী ছাড়া বাড়িতে আর কাউকে পাওয়া যায়নি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য উপস্থিত ছিলেন। আহত শিক্ষার্থীকে ন্যাশনাল মেডিকেলে ভর্তি করানো হয়েছে। সেখানে সহকারী প্রক্টররা আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমরা বাড়ির ভেতরেও প্রবেশ করেছি। ভেতরে শুধু একজন বয়স্ক মহিলা ছিলেন। এ ছাড়া আর কাউকে পাওয়া যায়নি।

পুরান ঢাকার বিএনপি নেতা শহীদুল হকের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর ধোলাইখাল এলাকায় কথা-কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আহত হন বলে জানান জবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাট ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলক্রমে একটি নির্মাণাধীন ঢালাইয়ের ওপরে পা দেন। এরপর স্থানীয়রা সম্রাটকে মারধর করেন। সম্রাট তাঁর সহপাঠীদের কল দিলে ইতিহাস বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী হাবিবসহ দুজন ঘটনাস্থলে আসেন। এরপর হাবিবসহ ওই দুই শিক্ষার্থীকে মারধর করে আটকে রাখেন স্থানীয়রা। পরে শিক্ষার্থীদের উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।
জানা গেছে, অভিযুক্ত শহীদুল হক শহীদ ওয়ারী ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি নবাবপুর দোকান মালিক সমিতিরও সাধারণ সম্পাদক।
এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্র হয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে রাত ১টার দিকে ওয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
অভিযুক্ত বিএনপি নেতা শহীদুলের বাড়ির প্রধান ফটক ভাঙার চেষ্টা করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরবর্তীতে ঘটনাস্থলে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় শিক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কয়েকজন শহীদুলের বাড়িতে গেলে একজন বয়স্ক নারী ছাড়া বাড়িতে আর কাউকে পাওয়া যায়নি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য উপস্থিত ছিলেন। আহত শিক্ষার্থীকে ন্যাশনাল মেডিকেলে ভর্তি করানো হয়েছে। সেখানে সহকারী প্রক্টররা আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমরা বাড়ির ভেতরেও প্রবেশ করেছি। ভেতরে শুধু একজন বয়স্ক মহিলা ছিলেন। এ ছাড়া আর কাউকে পাওয়া যায়নি।

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৩ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে