নিজস্ব প্রতিবেদক ঢাকা

সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব আজ শুক্রবার নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা হয়। এতে শতাধিক শিশু অংশ নেয়।
সকাল সাড়ে ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ছোটদের আবৃত্তি। সর্বশেষ সংগীত প্রতিযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। শতাধিক শিশু-কিশোর ও অভিভাবকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পরিবেশ। দিনভর বৈরী আবহাওয়ার মধ্যেও কোনো আনন্দের কমতি ছিল না।
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। বিজয়ীদের হাতে তিনি ক্রেস্ট তুলে দেন। এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, সহসভাপতি ডিপু সারোয়ার, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরীসহ কার্যনির্বাহীর কমিটির অনেক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আজকের পত্রিকার চার সাংবাদিকের সন্তান বিজয়ী হয়েছে। বিজয়ীদের মধ্যে বিশেষ প্রতিনিধি উবায়দুল্লাহ বাদলের মেয়ে লুবাবা মাশিয়াত সিজা ‘ক’ বিভাগে কবিতা আবৃত্তিতে দ্বিতীয় হয়েছে। সে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ছাত্রী।
বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন রুবেলের ছেলে হোসেন রাজবীন রাউনাফ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে দ্বিতীয় হয়েছে। সে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকার প্রথম শ্রেণির ছাত্র।
আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার জয়নাল আবেদীন খানের তিন বছর বয়সী মেয়ে আবিদা জান্নাত আরোশী। সে ডিআরইউ সংগীত স্কুলে পড়ে। আরোশী প্রতিযোগিতায় সংগীত ক্যাটাগরিতে ‘ক’ বিভাগে তৃতীয় হয়েছে।
কবিতা আবৃত্তিতে ‘খ’ বিভাগে দ্বিতীয় হয়েছে আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার আয়নাল হোসেনের মেয়ে আয়নুন নাহার আকসা। সে ভিকারুন নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা।

সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব আজ শুক্রবার নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা হয়। এতে শতাধিক শিশু অংশ নেয়।
সকাল সাড়ে ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ছোটদের আবৃত্তি। সর্বশেষ সংগীত প্রতিযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। শতাধিক শিশু-কিশোর ও অভিভাবকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পরিবেশ। দিনভর বৈরী আবহাওয়ার মধ্যেও কোনো আনন্দের কমতি ছিল না।
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। বিজয়ীদের হাতে তিনি ক্রেস্ট তুলে দেন। এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, সহসভাপতি ডিপু সারোয়ার, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরীসহ কার্যনির্বাহীর কমিটির অনেক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আজকের পত্রিকার চার সাংবাদিকের সন্তান বিজয়ী হয়েছে। বিজয়ীদের মধ্যে বিশেষ প্রতিনিধি উবায়দুল্লাহ বাদলের মেয়ে লুবাবা মাশিয়াত সিজা ‘ক’ বিভাগে কবিতা আবৃত্তিতে দ্বিতীয় হয়েছে। সে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ছাত্রী।
বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন রুবেলের ছেলে হোসেন রাজবীন রাউনাফ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে দ্বিতীয় হয়েছে। সে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকার প্রথম শ্রেণির ছাত্র।
আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার জয়নাল আবেদীন খানের তিন বছর বয়সী মেয়ে আবিদা জান্নাত আরোশী। সে ডিআরইউ সংগীত স্কুলে পড়ে। আরোশী প্রতিযোগিতায় সংগীত ক্যাটাগরিতে ‘ক’ বিভাগে তৃতীয় হয়েছে।
কবিতা আবৃত্তিতে ‘খ’ বিভাগে দ্বিতীয় হয়েছে আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার আয়নাল হোসেনের মেয়ে আয়নুন নাহার আকসা। সে ভিকারুন নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৩ ঘণ্টা আগে