Ajker Patrika

বইমেলায় পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, ঢাবি ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৪৮
বইমেলায় পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, ঢাবি ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলায় পুলিশ পরিচয়ে চারজনের কাছে চাঁদা দাবি করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শাহবাগ থানা-পুলিশের হাতে আটক হয়েছেন ছাত্রলীগের দুই নেতা। পরে মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে শাহবাগ থানা-পুলিশ। 

তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর তথ্যটি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগের দুই নেতা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি রাজিব হোসাইন রবিন। 

শাহবাগ থানা-পুলিশ জানায়, বইমেলায় এই দুই ছাত্রলীগ নেতা পুলিশ পরিচয়ে ৯০০ টাকা দাবি করেন। পুলিশ তাঁদের হাতেনাতে আটক করে। 

দীপক বালা আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করার সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। মামলা করে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কোর্টে পাঠানো হয়েছে।’ 

কাদের কাছে চাঁদা চাওয়া হয়েছিল জানতে চাইলে দীপক বালা বলেন, ‘বইমেলায় থাকা দোকানগুলোতে চার জনের কাছ থেকে চাঁদা চেয়েছিলেন তাঁরা।’ তবে এগুলো কিসের দোকান সে তথ্য দেননি দীপক।

দুই গ্রেপ্তার সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ‘পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত