ঢাবি প্রতিনিধি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলায় পুলিশ পরিচয়ে চারজনের কাছে চাঁদা দাবি করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শাহবাগ থানা-পুলিশের হাতে আটক হয়েছেন ছাত্রলীগের দুই নেতা। পরে মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে শাহবাগ থানা-পুলিশ।
তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর তথ্যটি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগের দুই নেতা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি রাজিব হোসাইন রবিন।
শাহবাগ থানা-পুলিশ জানায়, বইমেলায় এই দুই ছাত্রলীগ নেতা পুলিশ পরিচয়ে ৯০০ টাকা দাবি করেন। পুলিশ তাঁদের হাতেনাতে আটক করে।
দীপক বালা আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করার সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। মামলা করে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কোর্টে পাঠানো হয়েছে।’
কাদের কাছে চাঁদা চাওয়া হয়েছিল জানতে চাইলে দীপক বালা বলেন, ‘বইমেলায় থাকা দোকানগুলোতে চার জনের কাছ থেকে চাঁদা চেয়েছিলেন তাঁরা।’ তবে এগুলো কিসের দোকান সে তথ্য দেননি দীপক।
দুই গ্রেপ্তার সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ‘পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলায় পুলিশ পরিচয়ে চারজনের কাছে চাঁদা দাবি করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শাহবাগ থানা-পুলিশের হাতে আটক হয়েছেন ছাত্রলীগের দুই নেতা। পরে মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে শাহবাগ থানা-পুলিশ।
তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর তথ্যটি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগের দুই নেতা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি রাজিব হোসাইন রবিন।
শাহবাগ থানা-পুলিশ জানায়, বইমেলায় এই দুই ছাত্রলীগ নেতা পুলিশ পরিচয়ে ৯০০ টাকা দাবি করেন। পুলিশ তাঁদের হাতেনাতে আটক করে।
দীপক বালা আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করার সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। মামলা করে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কোর্টে পাঠানো হয়েছে।’
কাদের কাছে চাঁদা চাওয়া হয়েছিল জানতে চাইলে দীপক বালা বলেন, ‘বইমেলায় থাকা দোকানগুলোতে চার জনের কাছ থেকে চাঁদা চেয়েছিলেন তাঁরা।’ তবে এগুলো কিসের দোকান সে তথ্য দেননি দীপক।
দুই গ্রেপ্তার সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ‘পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৩১ মিনিট আগে