নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা স্বপদে বহালের দাবি জানিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার দুপুরে ‘বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাম’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অন্তর্বর্তী সরকারের কাছে অপসারিত ভাইস চেয়ারম্যানরা এ দাবি জানান।
এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকার ক্ষমতায় আসার ১০ দিনের মাথায় স্থানীয় সরকার বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচিত সব উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অপসারণ করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর দেশে উদ্ভূত পরিস্থিতির মধ্যেও ভাইস চেয়ারম্যানরা নিয়মিত অফিস করেছেন। কারণ, ভাইস চেয়ারম্যানরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। তারপরও কেন তাঁদের অপসারণ করা হলো? শুধু তা-ই নয়, সিটি করপোরেশন ও পৌরসভার কাউন্সিলররা, জেলা পরিষদের সদস্যরা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা স্বপদে বহাল আছেন। সেখানে তাঁদের কেন স্বপদে বহাল থাকতে দেওয়া হলো না?
ভাইস চেয়ারম্যানরা আরও বলেন, বৈষম্যবিবোধী ছাত্র আন্দোলনে তাঁদের ভাই, বোন, সন্তান ও পরিবারের সদস্যরা অংশ নিয়েছেন। বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন করে নতুন স্বাধীনতা এসেছে। সেখানে আজ তারাই বৈষম্যের শিকার! মানসিক ও সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত তাঁরা।
এ সময় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যামলী বলেন, ‘আমরা আইনি লড়াইয়ে যাব না। আমাদের বিশ্বাস, প্রধান উপদেষ্টা আমাদের দাবি মেনে নেবেন।’

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা স্বপদে বহালের দাবি জানিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার দুপুরে ‘বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাম’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অন্তর্বর্তী সরকারের কাছে অপসারিত ভাইস চেয়ারম্যানরা এ দাবি জানান।
এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকার ক্ষমতায় আসার ১০ দিনের মাথায় স্থানীয় সরকার বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচিত সব উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অপসারণ করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর দেশে উদ্ভূত পরিস্থিতির মধ্যেও ভাইস চেয়ারম্যানরা নিয়মিত অফিস করেছেন। কারণ, ভাইস চেয়ারম্যানরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। তারপরও কেন তাঁদের অপসারণ করা হলো? শুধু তা-ই নয়, সিটি করপোরেশন ও পৌরসভার কাউন্সিলররা, জেলা পরিষদের সদস্যরা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা স্বপদে বহাল আছেন। সেখানে তাঁদের কেন স্বপদে বহাল থাকতে দেওয়া হলো না?
ভাইস চেয়ারম্যানরা আরও বলেন, বৈষম্যবিবোধী ছাত্র আন্দোলনে তাঁদের ভাই, বোন, সন্তান ও পরিবারের সদস্যরা অংশ নিয়েছেন। বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন করে নতুন স্বাধীনতা এসেছে। সেখানে আজ তারাই বৈষম্যের শিকার! মানসিক ও সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত তাঁরা।
এ সময় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যামলী বলেন, ‘আমরা আইনি লড়াইয়ে যাব না। আমাদের বিশ্বাস, প্রধান উপদেষ্টা আমাদের দাবি মেনে নেবেন।’

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১১ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২১ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩৩ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে