নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন বুদ্ধপূর্ণিমা-২০২৫ উদ্যাপনে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভায় এ কথা বলেন ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সভায় কমিশনার বলেন, শুভ বুদ্ধপূর্ণিমার অনুষ্ঠানগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ডিএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। বৌদ্ধবিহার ও অনুষ্ঠানস্থলগুলোতে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর। মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ সদস্য।
শেখ মো. সাজ্জাত আলী আরও জানান, শোভাযাত্রা চলাকালীন সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। শোভাযাত্রার রুটে বাড়তি ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি থাকবে।
সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলীসহ ডিএমপির বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ। পরে বিভিন্ন সংস্থা ও ধর্মীয় প্রতিনিধিরা মতবিনিময়ে অংশ নেন।
সভায় আরও ছিলেন ঢাকা মহানগরের বিভিন্ন বৌদ্ধবিহারের প্রতিনিধি, বৌদ্ধধর্মীয় নেতারা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ওয়াসা, গণপূর্তসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি।

আসন্ন বুদ্ধপূর্ণিমা-২০২৫ উদ্যাপনে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভায় এ কথা বলেন ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সভায় কমিশনার বলেন, শুভ বুদ্ধপূর্ণিমার অনুষ্ঠানগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ডিএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। বৌদ্ধবিহার ও অনুষ্ঠানস্থলগুলোতে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর। মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ সদস্য।
শেখ মো. সাজ্জাত আলী আরও জানান, শোভাযাত্রা চলাকালীন সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। শোভাযাত্রার রুটে বাড়তি ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি থাকবে।
সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলীসহ ডিএমপির বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ। পরে বিভিন্ন সংস্থা ও ধর্মীয় প্রতিনিধিরা মতবিনিময়ে অংশ নেন।
সভায় আরও ছিলেন ঢাকা মহানগরের বিভিন্ন বৌদ্ধবিহারের প্রতিনিধি, বৌদ্ধধর্মীয় নেতারা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ওয়াসা, গণপূর্তসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১৭ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
৩৪ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে